সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি
আজ আমি আপনাদের সামনে একটি মজার ট্রিক নিয়ে হাজির হলাম। আজ আমি দেখাবো কিভাবে নিভানো মোমবাতিতে আগুন স্পর্শ না করিয়েই এটি জ্বালানো যায়!
যা যা লাগবেঃ
১. একটি মোমবাতি
২. লাইটার বক্স
৩. একটি পাটকাঠি
কাজ শুরো করার আগে অবাক করা ভিডিওটি দেখে নিনঃ
অবাক লাগছে তাইনা? চলুন শুরো করা যাক...
একটি মোমবাতি লাইটার দিয়ে জ্বালিয়ে নিন। মোমবাতিটি কিছুক্ষন জ্বালিয়ে রাখুন যাতে উপরিভাগের মোম গলে যায়। একটি পাটকাঠি তে আগুন ধরান। এবার মোমবাতিটি নিভান। নিভানোর সাথে সাথে সলতে থেকে নির্গত সাদা ধোয়া তে জ্বলন্ত পাটকাঠিটি ধরুন। চমৎকার না? আগুন ধোয়া বেয়ে নিচে নেমে এসে মোমবাতিটি জ্বালিয়ে দিলো!
ব্যাখ্যাঃ যেহেতু মোমবাতি হাইড্রো-কার্বন এর যৌগ তাই এর বাষ্পতেও হাইড্রো-কার্বন বিদ্যমান যা খুবই দাহ্য পদার্থ। তাই আগুন ধোয়াকে জ্বালিয়ে নিচে এসে মোমবাতিটি জ্বালিয়ে দিল।
বিঃদ্রঃ এ পক্রিয়া টি বাস্তবায়ন করতে গিয়ে কারো ক্ষতি হলে কেউ দ্বায়ি থাকবে না।
আমার প্রকাশিত টিউন সমূহঃ
১. চাবি ছাড়া যেকোন তালা খুলে ফেলুন মূহূর্তের মধ্যেই!! (ভিডিত্ত সহ)
খোদা হাফেজ।
আমি ইকরাম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ক্ষুদ্র তাই পৃথিবীর ভুলগুলো দেখতে পাই না!