আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Titile দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি দেখাব কিভাবে Facebook Messenger থেকে ফেসবুক আইডি Logout করবেন।
প্রথমে মোবাইল এর Settings এ যান তারপর Apps এ ক্লিক করুন এখন Messenger এ যান তারপর Storage এ ক্লিক করুন এখন Clear Data তে ক্লিক করুন তারপর কিছু আসলে Ok তে ক্লিক করবেন তারপর ফেসবুক মেসেঞ্জার ওপেন করে দেখবেন নতুন আইডি লগইন করার সিস্টেম আসে।
যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয় তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
https://www.youtube.com/watch?v=8oQixxhWAWw
আজ এই পর্যন্তই পরের টিউন এ আবার দেখা হবে।
আমার আগের টিউনটি হলোঃ
দেখে নিন কিভাবে ফেসবুক এ Username/Url Change করবেন। ভিডিও টিউটোরিয়াল
দেখে নিন কিভাবে ফেসবুক এ Tag সিস্টেম Off করবেন। ভিডিও টিউটোরিয়াল
দেখে নিন কিভাবে ফেসবুক Page এর Name Change করবেন। ভিডিও টিউটোরিয়াল
দেখে নিন কিভাবে ফেসবুক এ পেজ খুলতে হয়। ভিডিও টিউটোরিয়াল
দেখে নিন কিভাবে অ্যান্ড্রয়েড এর Apps এবং Games পিসিতে চালাবেন Bluestacks ছাড়া। ভিডিও টিউটোরিয়াল
দেখে নিন কিভাবে সবচেয়ে সহজ উপায়ে ফেসবুক এর ভিডিও ডাউনলোড করবেন অ্যান্ড্রয়েড দিয়ে। ভিডিও টিউটোরিয়াল
দেখে নিন কিভাবে অ্যান্ড্রয়েড এর Apps পিসিতে চালাবেন। ভিডিও টিউটোরিয়াল
দেখে নিন কিভাবে ফেসবুক এর ভিডিও ডাউনলোড করবেন নতুন একটি পদ্দতিতে সফটওয়্যার ছাড়া। ভিডিও টিউটোরিয়াল
দেখে নিন কিভাবে নাম ছাড়া ফোল্ডার বানাবেন। ভিডিও টিউটোরিয়াল
দেখে নিন কিভাবে Dailymotion থেকে ভিডিও ডাউনলোড করবেন কোনো সফটওয়্যার ছাড়া। ভিডিও টিউটোরিয়াল
আমি সিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।