আসসালামুআলাইকুম
কেমন আছেন সবাই আসাকরি সবাই ভাল আছেন। বক,বক,পক,পক না করে কাজের কথাই আসি.. তো আমরা অনেকেই আছি যারা Slow ইন্টারনেট ব্যবহার করি, তাদের জন্য অনেক অনেক কষ্ট হই ভিডিও আপলোড করতে, যেমন শীতের দিন সকালে ঘুম থেকে উঠার মত কষ্ট। তো আবার বক,বক,পক,পক শুরু করলাম…… এখন কাজের কথায় আসি কি ভাবে করবেন :- ইস না জানি কত কষ্ট করা! দুর মিয়া পানির মত সোজা…
৫.তারপর Video tab এ যান এবং Quality থেকে ২৭ করে দিন এবং Start এ ক্লিক করুন বাস আপনার কাজ শেষ…
আর কোন প্রবলেম হলে ভিডিও দেখুন প্রমান সহ !!!!
ভিডিও এখানে:-
Handbrake Download Link:-http://handbrake.fr/
Facebook:-FB
ধন্যবাদ সবাইকে, সবাই ভাল থাকবেন, আমার Next Tune এ দেখাব কিভাবে vpn দিয়ে pc তে ফ্রিনেট ব্যবহার করবেন with Video Tutorial
আমি তারেক মিনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।