ফাইল থাকা সত্ত্বেও পেন্ড্রাইভ/মেমোরি কার্ডের কোনো ফাইল সো করছে না !!! তাহলে-নিয়ে নিন সমাধান।

পেনড্রাইভ ভাইরাসে আক্রান্ত হওয়ার কারনে ফাইল সুপার হিডেন হয়ে গেলে কিভাবে তা কোনো সফটওয়্যার ছাড়া ফিরিয়ে আনা যায়?

একটু ট্রিক খাটালেই আপনিও পারবেন পেনড্রাইভ/মেমোরির সুপার হিডেন ফাইল ফিরিয়ে আনতে,আর দূর করে দিন মাথা থেকে মেমোরি/পেনড্রাইভ ফরম্যাট দেওয়ার চিন্তা।

  • আপনার পেনড্রাইভ পিসিতে কানেক্ট করুন।
  • দেখুন পেনড্রাইভ-এর স্পেস ফুল হয়ে আছে কিন্তু ফাইল সো করছে বা দেখা যাচ্ছে কিনা।
  • যদি কোনো ফাইল দেখা না যায় কিন্তু স্পেস ইউজড দেখায় তাহলে আমার এই টিউনটি মনোযোগ সহাকারে একটু ফলো করুন আপনি ১০০% সাকসেস হবেন ইনশাল্লাহ।
"ভাইরাসের বাহাদুরি দূর করে ফিরিয়ে আনুন সুপার হিডেন হওয়া ফাইল"

আমার কিছু কথাঃ

অনেকেই মনে করেন এইরকমভাবে ফাইল হিডেন হয়ে গেলে, যে - আমার পেনড্রাইভে ভাইরাস ঢুকে সব নস্ট করে ফেলেছে তাই মেমোরি/পেনড্রাইভটি ফরম্যাট ফিয়ে দেই,সেই ভাইদের বলব তা করার কোনো দরকার নেই, কেননা আপনার সব ফাইল ওকে আছে কিছুই হয়নি জাস্ট ফাইলগুলি ভাইরাস ইঞ্জেকটেড হয়ে সিস্টেম থেকে সুপার হিডেন হয়ে গেছে। এখন এক্সপার্ট ভাইদের কথা বাদ দিলে যারা এ বিষয়ে বেশি কিছু জানেন না তারা আমার টিউনটি ফলো করে আপনার সব ফাইল আবার সম্পূর্ণ ফিরেয়ে আনতে পারবেন। ফাইল ফিরিয়ে আনতে যেভাবে আপনি আপনার অপারেটিং সিস্টেম-এর ফোল্ডার অপশন ডায়ালগ বক্স আনবেন তা আমি আমার টিউটোরিয়াল-এ উইন্ডোজ-৭-এর সিস্টেম দেখিয়েছি। কিন্তু যাদের অপারেটিং সিস্টেম ৮,৮.১ এবং ১০ তারা সেই অপশন আনতে নিচের ফটো ফলো করুনঃ

উইন্ডোজ ৮,৮.১ এবং ১০-এ যেভাবে আনবেন ফোল্ডার অপশন।

সুপার হিডেন ফাইল রিকভারী করার টিউটোরিয়াল- দেখুন এখানে

এই বিষয়ের উপর পুর্বপ্রকাশিত টিউন- দেখুন এখানে

আমার পুর্বপ্রকাশিত টিউন- দেখুন এখানে

আমার টিউনে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সবার কাছে আবেদন সবাই আমার ভুলগুলিকে ক্ষমাসুলভ দৃস্টিতে দেখবেন। আর কারো কোনো টিউমেন্টস থাকলে সবাই আমাকে টিউমেন্টস করুন।

Level 2

আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস