অনেকেই মনে করেন এইরকমভাবে ফাইল হিডেন হয়ে গেলে, যে - আমার পেনড্রাইভে ভাইরাস ঢুকে সব নস্ট করে ফেলেছে তাই মেমোরি/পেনড্রাইভটি ফরম্যাট ফিয়ে দেই,সেই ভাইদের বলব তা করার কোনো দরকার নেই, কেননা আপনার সব ফাইল ওকে আছে কিছুই হয়নি জাস্ট ফাইলগুলি ভাইরাস ইঞ্জেকটেড হয়ে সিস্টেম থেকে সুপার হিডেন হয়ে গেছে। এখন এক্সপার্ট ভাইদের কথা বাদ দিলে যারা এ বিষয়ে বেশি কিছু জানেন না তারা আমার টিউনটি ফলো করে আপনার সব ফাইল আবার সম্পূর্ণ ফিরেয়ে আনতে পারবেন। ফাইল ফিরিয়ে আনতে যেভাবে আপনি আপনার অপারেটিং সিস্টেম-এর ফোল্ডার অপশন ডায়ালগ বক্স আনবেন তা আমি আমার টিউটোরিয়াল-এ উইন্ডোজ-৭-এর সিস্টেম দেখিয়েছি। কিন্তু যাদের অপারেটিং সিস্টেম ৮,৮.১ এবং ১০ তারা সেই অপশন আনতে নিচের ফটো ফলো করুনঃ
সুপার হিডেন ফাইল রিকভারী করার টিউটোরিয়াল- দেখুন এখানে
এই বিষয়ের উপর পুর্বপ্রকাশিত টিউন- দেখুন এখানে
আমার পুর্বপ্রকাশিত টিউন- দেখুন এখানে
আমার টিউনে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সবার কাছে আবেদন সবাই আমার ভুলগুলিকে ক্ষমাসুলভ দৃস্টিতে দেখবেন। আর কারো কোনো টিউমেন্টস থাকলে সবাই আমাকে টিউমেন্টস করুন।
আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।