ডাউনলোড করুন কে এম প্লেয়ার-এর লেটেস্ট ভার্শন, আর মজা নেন বিভিন্ন আকর্ষণীয় ফিচার-এর।

দেখে নিন জনপ্রিয় সফটওয়্যার কে এম প্লেয়ার-এর খুঁটিনাটি কিছু অবাক করা ফিচার,সাথে থাকছে কিভাবে এন্ড্রয়েড ফোনে 360° ভিডিও উপভোগ করবেন।

আজকের টিওটোরিয়ালের বিষয়ে যা যা থাকছেঃ

  • কিভাবে কে এম প্লেয়ার-এর এড ব্লক করব।
  • কিভাবে কে এম প্লেয়ার-এ থ্রিডি গ্লাসের সাহায্যে থ্রিডি ভিডিও দেখব।
  • কিভাবে কে এম প্লেয়ার-এ বাংলা সাবটাইটেল দিয়ে মুভি দেখব।
  • কিভাবে এন্ড্রয়েড মোবাইলে 360° ভিডিও প্লে করব।
''সবাইকে আমার পক্ষ হইতে জানাই আন্তরিক অভিনন্দন''
চল দেখি ৩৬০ ডিগ্রি ভিডিও নিজের মোবাইলে

আমার কিছু কথা-

আমার এই টিউটোরিয়াল-এ কে এম প্লেয়ার সম্পর্কে ও এই সফটওয়্যার-এর উপরিল্লিখিত সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, টেকটিউনস এর নিতীমালা অনুযায়ী  সরাসরি কোনো ডাউনলোড লিঙ্ক দেয়ার নিয়ম না থাকায় কে এম প্লেয়ার এর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিস্ক্রিপশনে দেয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিবেন। এন্ড্র্যয়েড মোবাইলের ক্ষেত্রে সবার মোবাইলে ৩৬০ ডিগ্রী ভিডিও সাপোর্ট করবে কিনা তা নিজ দায়িত্তে যাচাই করে নিবেন।

এন্ড্রয়েড মোবাইলে 360° ভিডিও প্লে করতে যা করতে হবেঃ

  • ৩৬০ ডিগ্রী ভিডিও ডাউনলোড করতে ছবির নিচে বর্ডারের লিখা অনুযায়ী ইউটিউব থেকে সার্চ দিয়ে এই ভিডিওটি ডাউনলোড দিন।
  • নিচের ফটো অনুযায়ী ইউটিউব থেকে ভিডিও নামানোর পর ভি এল সি বা যেকোনো প্লেয়ারে ৩৬০ডিগ্রী ভিডিওটি প্লে করলে এমন দেখা গেলে তা মোবাইলের মেমোরি কার্ডে সেভ করুন।
  • আমার টিউটোরিয়াল অনুযায়ী ভিডিওটি প্লে করুন।
৩৬০ ডিগ্রী ভিডিও দেখুন আপনার মোবাইলে
noa neal ‘graffiti’ 4k 360° music video clip

বিঃদ্রঃ আমার এই টিউন-এ বা আমার ভিডিও টিউটোরিয়াল-এ অনেক ভুলভ্রান্তি থাকতে পারে তাই সবার কাছে আমার অনুরোধ সবাই আমার ভুলগুলিকে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন।

ভিডিও টিওটোরিয়াল লিংকঃ

ভিডিও টিউটোরিয়াল দেখতে

আমার পুর্বপ্রকাশিত টিউন দেখতে - এখানে ক্লিক করুন

Level 2

আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks for sharing

Level 2

download link koi???

    ভাইজান আমি ডাউনলোড লিংক আমার ভিডিও ডিস্ক্রিপশনে দিয়েছি দয়া করে আপনি সেখান থেকে লিংক সংগ্রহ করুন। ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করি অনেকে উপকৃত হবেন।

    সাহা” ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মুল্যবান টিউমেন্টস-এর জন্য।

Level New

mobile এবং earth icon e select kore shake করলাম but কোন effect দেখায় না। samsung j5 -2015.

হাত দিয়ে touch করলে কাজ হয়। but shake করলে কাজ হয় না।

    জয়ন্ত ভাই আপনি ট্রাই করেছেন বলে বেশি কিছু বলব না, আমি নিজেও Samsung-এর কিছু ডিভাইস ও চাইনিজ হ্যান্ডসেট যেমনঃ Symphony,Micromax-ইত্যাদিতে ট্রাই করে দেখেছি ফলাফল আপনার মত হয়েছে। সেজন্যই আমি পোস্ট-এ উল্লেখ করেছি ৩৬০ ভিডিও সাপোর্ট করে কিনা সেটা নিজ দায়িত্বে দেখে নিতে + আরো ১টি কাজ করতে পারেন আমার ভিডিওতে যেই গান আমি প্লে করেছি সেটা ডাওনলোড করে দেখতে পারেন, দেখুন কাজ হয় কিনা। আর অবশ্যই ৩৬০ কোয়ালিটির গান ডাউনলোড করতে হবে। যেকোনো ভিডিও কিন্তু ৩৬০-তে দেখা যাবে না।