আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Titile দেখে অনেকই বুঝতে পারছেন, কিভাবে ইউটিউব চ্যানেল এর জন্য Banner/Cover ফটো বানাবেন ফটোশপ ছাড়া।
এখন আমরা সবাই ইউটিউব ব্যবহার করি। ইউটিউব এ এখন সবার এ চ্যানেল আসে কিন্তু Banner/Cover ফটো কিভাবে বানাতে হয় অনেকেই জানে না। তাই আমি এই টিউটোরিয়ালটি বানালাম। এই টিউটোরিয়াল দেখে আপনে নিজে আপনার চ্যানেল এর জন্য Banner বানাতে পারবেন ২-৩ মিনিট এর মধ্য। কথা আন বাড়িয়ে কাজে চলে যাই
প্রথমে Panzoid এই সাইটটি তে যান তারপর Backgrounder 3 তে যান। এখন Templates থেকে আপনার পছন্দ মতো দিন। এখন Layer 1 যান তারপর আপনার ইচ্চা মতো Banner এর রং দিন এখন Text + Image এ গিয়ে আপনে লিখতে যান এই গুলো দিন। এই খান থেকে আপনে Image ও Add করতে পারবেন। তারপর সব কিছু করা শেষ হলে Download Your Background এ ক্লিক করুন এখন তারপর Download এ ক্লিক করুন এখন একটু অপেক্ষা করুন দেখবেন ডাউনলোড হবে। এই ভাবেই আপনে Banner বানাতে পারেন ফটোশপ ছাড়া।
যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয় তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
https://www.youtube.com/watch?v=LShBpV8MtNU
আজ এই পর্যন্তই পরের টিউন এ আবার দেখা হবে।
আমার আগের টিউনটি হলোঃ
কিভাবে Gmail অ্যাকাউন্ট খুলবেন নাম্বার ছাড়া। ভিডিও টিউটোরিয়াল
কিভাবে যেকোনো মুভি এর Subtitles ডাউনলোড করবেন VLC প্লেয়ার দিয়ে। ভিডিও টিউটোরিয়াল
কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ইমেইল এবং ফোন নাম্বার ছাড়া। ভিডিও টিউটোরিয়াল
কিভাবে ইন্টারনেট Save করবেন এবং ফ্রী তে Clash of Clans খেলবেন বাংলা ভিডিও টিউটোরিয়াল
কিভাবে Google Play Store থেকে Andorid এর Apps কম্পিউটার দিয়ে ডাউনলোড করবেন বাংলা ভিডিও টিউটোরিয়াল
ফেসবুক আইডি এর নাম Single করুন খুবই সহজে বাংলা ভিডিও টিউটোরিয়াল
আমি সিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।