আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Titile দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি দেখাব কিভাবে Clash of clans গেমের যে কোন ট্রুপ্স Train করবেন ৫ সেকেন্ডে এ।
আপনেরা হয়ত সবাই জানেন কিছু দিন আগে clash of clan এর নতুন. Update এসেছে।নতুন update অনুযায়ে আপনার আর্মি ক্যম্প এর spes যদি ২০০ হয় তাহলে আপনি কিন্তু ৪০০ পন্ত ট্রুপপ্স তৈরি করতে পারবেন যার মোধ্য ২০০ টুপ্স অতিরিক্ত ভাবে জমা থাকবে। তো চলুন কাজে লেগে পরি
আমরা কি ভাবে মাএ ৫ সেকেন্ড এ যে কোন ট্রুপ্স তৈরি করব।
আপনার clash of clan GAME এ যান আপনার আর্মি ক্যম্প এর spes যদি ২০০ হয় তাহলে ২০০ spes ফুল করে ফেলুন.
ফুল না করলে কিন্তু কাজ করবেনা।
আবার Train Troops এযান প্রথমে একটি বারবিয়ান redy বা তৈরি করতে দিন তার পর PEKKA বা GOLEM যার যে টা দেকার সেইটা redy বা তৈরি করতে দিন তার পর আবার একটা বারবিয়ান তৈরি করতে দিন এবার লক্ষ করুন প্রথম বারবিয়ানটি redy বা তৈরি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে ৩য় বার যে বারবিয়েন টি আমরা redy বা তৈরি করতে দিয়েছি সেইটাকে চেপে ধরে একদম প্রথমে নিয়ে যান আবার চেপে ধরে একদম শেষে নিয়ে যান এবার দেখুন মাঝখানে আমরা যে পেক্কা বা গোলেম redy বা তৈরি করতে দিয়েছিলাম সেইটি redy বা তৈরি হয়ে গেছে এই ভাবে আপনি মাএ ৫ সেকেন্ড এ যে কোন ট্রুপ্স তৈরি করব
যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয় তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
https://www.youtube.com/watch?v=uAJFdXH3d4I
কিভাবে ৩ মিনিট এ যেকোনো Spell নামাবেন বোনাস টিপস
প্রথমে Spell ফুল করে রাখেন তারপর Poison বা Earthquake Spell Train দিতে হবে তারপর Lightning বা Healing যেটা নামাতে চায় সেটা দিতে হবে Train এখন নতুন ১ টা Poison বা Earthquake Spell নামানোর সময় দান পাশ থেকে বাম পাশ এ নিয়ে যেতে হবে।
আজ এই পর্যন্তই পরের টিউন এ আবার দেখা হবে।
আমার আগের টিউনটি হলোঃ
কিভাবে ইন্টারনেট Save করবেন এবং ফ্রী তে Clash of Clans খেলবেন বাংলা ভিডিও টিউটোরিয়াল
কিভাবে Google Play Store থেকে Andorid এর Apps কম্পিউটার দিয়ে ডাউনলোড করবেন বাংলা ভিডিও টিউটোরিয়াল
দেখে নিন কিভাবে PlayStation এর সকল গেমস খুবই সহজে কম্পিউটারে খেলবেন বাংলা ভিডিও টিউটোরিয়াল
ফেসবুক আইডি এর নাম Single করুন খুবই সহজে বাংলা ভিডিও টিউটোরিয়াল
দেখে নিন যেকোনো ওয়েবসাইটের প্রতিদিনের ভিজিটর কত ভিডিও টিউটোরিয়াল
YouTube Channel এর Playlist থেকে সকল ভিডিও খুবই সহজে IDM মাধ্যমে ডাউনলোড করুন ভিডিও টিউটোরিয়াল
আমি সিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।