ইউটিউব এ অনেকেই কাজ করে এডসেন্স নিয়ে। কিন্তু ভিডিও তে ভিউ হয় না বলে তাদের ইনকাম হয় না।
আজ কেন ভিউ হয় না এবং কি কি করলে ভিউ বাড়বে তার পুরোটা লিখবো।..
তো প্রথমেই বলি কেন ভিউ হয় না। এর অনেক ছোট কারণ ও থাকতে পারে। যা অনেক সময় চোখেই বাধে না। তার ভিতর কিছু কারণ-
১. ভিডিওটির মান ভালো না।
২. ভিডিও এর নাম সঠিক ভাবে নেই।
৩. ভিডিও টিতে আকর্ষণ করার মতো কিছু নেই।
৪. ভিডিও টিতে ট্যাগ ঠিক মতো বসানো নেই।
৫. যে কীওয়ার্ড দিয়ে ভিডিও টি আগে আনতে চান, তা হয় না।
৬. ভিডিওটিতে এসইও করা নেই।
৭. ভিডিওটি কারো কোনো উপকারে আসে না।
৮. ভিডিওর টি যত টুকু কাজ তার চেয়ে বেশি সময় নিয়ে বানানো।
৯. চ্যানেল এ কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যাকশন খাওয়া।
১০. ভিডিও তে ভালো কোনো কভার ফটো নাই।
১১. আরো অন্যান্য কারণে।
তো এবার কোনো ভিডিও তে এইসব দিক ঠিক মতো খেয়াল করে ভিডিও আপলোড করতে হবে। সেই জন্য যা করবেন-
১. ভিডিওটির মান কমপক্ষে ৪৮০পি রেজুলেশন হতে হবে।
২.যে কীওয়ার্ড দিয়ে ভিডিও টি সার্চ রেজাল্ট এ আগে আনতে চান সেই কীওয়ার্ড টি দিয়ে ফার্স্ট এ নাম দিতে হবে।
৩. ভিডিও এর ডিসক্রিপশন এ কীওয়ার্ড টি অন্তত ২ বার দিতে হবে।
৪. যে কীওয়ার্ড দিয়ে ভিডিও টি দেখতে চান অবশ্যই এই ট্যাগ এ দিতে হবে। এটাই সার্চ ইঞ্জিন আগে দেখে। ভিডিও টিতে কয়েক টি ট্যাগ দিতে পারেন একই কীওয়ার্ড এর ওয়ার্ড ঘুরিয়ে।
৫. যে কীওয়ার্ড দিয়ে ভিডিওটি রেঙ্কিং করতে চান সেই কীওয়ার্ড এ অনেক ভিডিও আছে। তাই আপনার টা ফার্স্ট এ দেখাচ্ছে না। এর জন্য এসইও করতে হবে।
৬. ভিডিও তে এসইও কিভাবে করবেন তা নিচে দেওয়া আছে।
৭. ভিডিও টি যদি নাটক, কৌতুক, মজার কিছু হয় তাহলে প্রব্লেম নাই কিন্তু কোনো ট্রিক, টিউটোরিয়াল ভিডিও হলে অবশ্যই উপকারী হতে হবে।
৮. ভিডিও টি যদি টিউটোরিয়াল, টিপস বা ট্রিক এর হয় তাহলে যত ছোট বানানো যায় তত ছোট করতে হবে।
৯. চ্যানেল এ কখন ও ইউটিউব থেকে নেওয়া ভিডিও, বা এরকম কিছু না করা যাতে কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যাকশন খায়।
১০. ভিডিও তে ভিউ বাড়ানোর খুব গুরুত্ব পূর্ণ কাজ হলো ভিডিও তে একটা আকর্ষনীয় কভার ফটো থাকা। খুব ভালো কভার ফটো যা ভিউর দের আকর্ষন করে ভিডিও টি দেখতে।
তো সব টিক ঠাক থাকার পর ও ভিউ হয় না ? এর কারণ কি?
এইবার আসি ইউটিউব এসইও করার কথা নিয়ে। ইউটিউব এ অন পেইজ এসইও করা যায় না।
অনপেজ এসইও করতে হলে পুরো সাইট তার কন্ট্রোলে থাকা লাগে। অনপেজ এসইও youtube.com ডোমেইন এ করা যায়। কিন্তু আমরা তো শুধু ইউটিউব এর একটি ভিডিও নিয়ে করবো। আর তাই অফজেই করতে হবে।
তো এবার অফপেজ এসইও নিয়ে কিছু বলি। ইউটিউবে অফপেজ এসইওতে যেগুলো করতে হয়-
১. ব্যাকলিংক তৈরী করা।
২. লিংক বিল্ডিং করা।
৩. সোশ্যাল শেয়ারিং ও বুকমার্কিং করা।
৪. বিভিন্ন সার্চ ইঞ্জিন এ পিং করা।
এই ৩টি কাজের মাধ্যমেই একটা ভিডিও সার্চ ইঞ্জিনে রেঙ্কিং করানো যায়।
আমি অনেক আগে শুধু ব্যাকলিংক, পিং ও সার্চ ইঞ্জিনে ভিডিও সাবমিট করে কিভাবে ১ ঘন্টায় একটি ইউটুবে ভিডিও গুগল ও বিং এ কিভাবে ইনডেক্স করানো যায় নিজের কীওয়ার্ড দিয়ে তার একটি ভিডিও ছেড়েছিলাম।
সেই ভিডিও টা দেখে কাজ করতে পারেন।
ভিডিওর নাম- Index Your Youtube Video To Search Engine in 1 Hour
ভিডিও লিংক - http://www.youtube.com/watch?v=hWBWTeleQqQ
এরপর সব চেয়ে বেশি রেঙ্কিং পাওয়া যায় সোশ্যাল শেয়ারিং ও বুকমার্কিং এর মাধ্যমে। অনেক সোশ্যাল সাইট আছে ইন্টারনেট এ যা আপনার জানাও নেই।
তার ভিতর কিছু নাম করা- ফেইসবুক, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, রেডডিট (ডিক্টরি), লিংকড ইন, মাই স্পেস, ফ্লিকার আরো কত কি।
কিভাবে সোশ্যাল শেয়ারিং এবং বুকমার্কিং করবেন তা নিয়ে খুব শীঘ্রই একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো।
আজ এই পর্যন্তই। কারো কোনো টিউমেন্ট থাকলে করতে পারেন।
আমার গ্রুপে জয়েন দিতে চাইলে- http://www.facebook.com/groups/earningbd.online/
আমি ব্লগার ব্লগার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kajer kotha