আপনি যদি এখনো Windows 10 Automatic Updates বন্ধ করতে না পারেন, তাহলে এটি আপনার জন্যই।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন??? আশাকরি সবাই ভালই আছেন। আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র টিউনে কি আপনারা বিরক্ত হন???  টিউমেন্টে জানাবেন। আমি জানি অনেকেই সবকিছু জানেন না  তাই আমার টিউনে যদি একজন ও উপকৃত হয় এতেই আমি খুশী।

আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই।

আপনারা তো আবার সব কিছুই নতুন নতুন খোঁজেন, আপডেট ছাড়া যেন চলেই না। সেই জন্য এখন উইন্ডোজ ১০ ব্যবহার করছেন। কিন্তু এই উইন্ডোজই আবার অটোমেটিক আপডেট হতে থাকে এটা অনেকেই পছন্দ করি না, কারণ, আমাদের দেশের ইন্টারনেট স্পীড আর দাম খুব চমৎকার যা বলে বোঝানো যাবে না সবাই জানেন। অনেকেই আছেন এখনো লিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন, আবার অনেকের ব্রডব্যন্ড লাইনের স্পীড কম থাকে, এই অবস্থায় যদি আপনাদের পিসিতে Windows 10 Automatic Updates নিতে থাকে তাহলে মেগাবাইট তো যাচ্ছেই সাথে ইন্টারনেট স্পিড অনেক স্লো হয়ে যায়। তো এখন কি করা যায়??? আগের সকল অপারেটিং সিস্টেম তো কন্ট্রোল প্যানেল থেকেই আপডেট ট্রান অফ করে রাখতাম। এখন এটা কি করি??

 

হ্যা এটার জন্য নিয়ম আছে।।

 

Turn off Windows Updates in Windows 10. You can do this using the Windows Update service. Via Control Panel  Administrative Tools, you can access Services. In the Services window, scroll down to Windows Update and turn off the process

 

বিস্তারিত দেখে নিতে পারেন সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়ালে।

চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে ফটোশপের A-Z টিউটোরিয়াল উপহার দিবো।

সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন।

আমার জন্য দোয়া করবেন।

 

ধন্যবাদ। আপ

 

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস