আপনি কি ইউনিভারসিটির স্টুডেন্ট???তাহলে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার সারাজীবন কাজে দিবে

আসসালামু আলাইকুম।আশা করি সবাই আল্লাহ্-র রহমতে ভালই আছেন।আমিও ভালই আছি আলহামদুলিল্লাহ।আজ আমি আপনাদের দেখাব কিভাবে একটি নির্দিষ্ট সেমিস্টার এর সিজিপিএ নির্ণয় করা হয়।এছাড়াও ক্রেডিট,ক্রেডিট আওয়ার ইত্যাদি সম্পরকেও বিস্তারিত জানতে পারবেন।

এইচ,এস,সি পর্যন্ত আমরা আমাদের রেজাল্ট জি,পি,এ তে বের হতে দেখে এসেছি।অর্থাত গ্রেড,গ্রেড পয়েন্ট,জিপিএ(গ্রেড পয়েন্ট এভারেজ) সম্পরকে জেনে এসেছি।আমরা দেখে এসেছি আমাদের প্রতিটি বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্ট কে এভারেজ করে গ্রেড পয়েন্ট এভারেজ বা জি.পি.এ বের করতে।কিন্তু অনারস লেভেল এ এসে বা ইউনিভারসিটি তে উঠে দেখছি রেজাল্ট আসছে সি,জি,পি,এ তে যার পুর্ণ নাম cumulative grade point average..জিপিএ আর সিজিপিএ সম্পুর্ন আলাদা জিনিস।তো আসুন জেনে নিই কিভাবে সিজিপিএ বের করতে হয়।

সিজিপিএ কি জিনিস তা আমরা জানলাম।এখন জানব কিভাবে কোন সেমিস্টার এর সিজিপিএ নির্ণয় করতে হয়।আর তা করতে গেলে আমাদের 'ক্রেডিট' ও 'ক্রেডিট আওয়ার' সম্পরকে জানতে হবে।

ক্রেডিট: ইংরেজি শব্দ ক্রেডিট মানে অর্জন বা স্বীকৃতি।কোন একটা কোর্স কমপ্লিট করলে যে স্বীকৃতি পাওয়া যায় তাকেই ক্রেডিট বলা যেতে পারে।প্রতিটি কোর্স এর একটা ক্রেডিট থাকে।ইউনিভারসিটি ও কোর্স ভেদে ক্রেডিট বিভিন্ন অংকের হতে পারে।যেমন: ৩,৪ ইত্যাদি।

ক্রেডিট আওয়ার: ক্রেডিট আওয়ার হচ্ছে ক্রেডিট এর পিছনে ব্যয়ক্রিত ঘন্টা।প্রতিটি কোর্সের জন্য যেমন ক্রেডিট নিরধারন করা হয়ে থাকে,তেমনি ক্রেডিট আওয়ার ও থাকে।যেমন:কোন কোর্স এর ক্রেডিট যদি ৩ হয় এবং ক্রেডিট আওয়ার যদি হয় ৩৬ ঘন্টা তাহলে অই  কোর্স এর প্রতি ক্রেডিট সম্পন্ন করার জন্য ১২ ঘন্টা সময় বরাদ্দ আছে।কোর্সের ক্রেডিট ও ইউনিভারসিটির উপর ভিত্তি করে ক্রেডিট আওয়ার ও বিভিন্ন হতে পারে।

নিচে একটি ছক এর মাধ্যমে বিষয়গুলোকে আরো পরিষ্কার করার চেষ্টা করা হল---

GradeGrade pointCreditCredit hours
A+4.0033*12=36
A+4.0033*12=36
A+4.0033*12=36
A3.7533*12=36
A3.75.5       6

উপরের ছক থেকে আমরা গ্রেড,গ্রেড পয়েন্ট,ক্রেডিট,ক্রেডিট আওয়ার সম্পরকে স্বচ্ছ ধারণা পেলাম।এবার আসুন দেখি কিভাবে সিজিপিএ নির্ণয় করতে হয়।

উপরের ছক এ কোন এক শিক্ষারথীর কোন এক সেমিস্টার এর পাঁচটি বিষয়ের গ্রেড,গ্রেড পয়েন্ট,ওই বিষয়গুলোর ক্রেডিট ও ক্রেডিট আওয়ার দেওয়া আছে।এখান থেকে আমরা অই শিক্ষারথীর অই সেমিস্টার এর সিজিপিএ নির্ণয় করতে পারি।এর জন্য আমাদের জা করতে হবে তা হল প্রতিটি কোর্স এর গ্রেড পয়েন্ট কে অই কোর্স এর ক্রেডিট দ্বারা গুণ করতে হবে এবং প্রাপ্ত গুণফল গুলোকে যোগ করতে হবে।এবার সে সবগুলো কোর্স মিলে যতগুলো ক্রেডিট সম্পন্ন করেছে তা যোগ করতে হবে।এরপর প্রাপ্ত যোগফল কে আগের প্রাপ্ত যোগফল দিয়ে ভাগ করলেই সিজিপিএ বের হয়ে আসবে।উদাহরণ হিসেবে উপরের ছক কে ধরলে দেখা যাবে পাঁচটি বিষয়ের প্রতিটির গ্রেড পয়েন্ট ও ক্রেডিট এর গুণফল যথাক্রমে ১২,১২,১২,১১.২৫ ও ১.৮৭৫।এদেরকে যোগ করলে হয় ৪৯.১২৫।অপরদিকে পাঁচটি বিষয়ের ক্রেডিটগুলোর যোগফল দাঁড়ায় ৩+৩+৩+৩+.৫=১২.৫।এখন ৪৯.১২৫ কে ১২.৫ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ৩.৯৩ এবং এটাই অই শিক্ষারথীর উক্ত সেমিস্টার এর সিজিপিএ।

সুতরাং, ছকটিতে যদি  CGPA এর আরেকটি কলাম যোগ করা হয়,তাহলে এমনটি দেখায়-

GradeGrade pointCreditCredit hoursCGPA
A+4.0033*12=36
A+4.0033*12=36
A+4.0033*12=363.93
A3.7533*12=36
A3.75.5       6

এই তো গেল কোন এক সেমিস্টার এর সিজিপিএ নির্ণয় এর পদ্ধতি।এবার যদি বলা হয় ৬ কিংবা ১২ সেমিস্টার এর টোটাল সিজিপিএ বের করতে?...কি ভাবছেন?..এটা তো আরো সহজ।যদি ৬ সেমিস্টার হয় তাহলে ৬ সেমিস্টার পর্যন্ত সিজিপিএ গুলোকে যোগ করে ৬ দিয়ে ভাগ দিলেই টোটাল সিজিপিএ বের হয়ে আসবে।ঠিক একিভাবে ১২ সেমিস্টার হলে সব সিজিপিএ গুলোকে যোগ করে ১২ দিয়ে ভাগ করতে হবে।

আজ এই পর্যন্তই।আগামি কোন টিউন এ আবার দেখা হবে ইনশাআল্লাহ্।সেই পর্যন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি।

বি.দ্র:  এই টিউনটি সর্বপ্রথম আমার ব্লগ এবং ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।ঘুরে আসতে পারেন সেখান থেকে।

আমার ওয়েবসাইট ও ব্লগ http://rokomari-bd.blogspot.com  অথবা  Rifat Rupu

ফেইসবুকে আমি

Level 2

আমি রিফাত সাদিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিস