কিভাবে গুগল কাস্টম সার্চ ইঞ্জিন তৈরি করবেন আপনার ব্লগ/ওয়েবসাইটের জন্য (ভিডিও)

কাস্টম সার্চ ইঞ্জিন কি ?

ব্লগ বা ওয়েবসাইটের ডিফল্ট সার্চ পক্রিয়া অনেকটা অকেজো বললেই চলে। কারন বলতে গেলে আমার যেমন গুগল মামাকে ভুল ভাল কি দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত রেসাল্ট পেয়ে জাই কিন্তু ব্লগ বা সাইটের ডিফল্ট সার্চ ইঞ্জিন এর মাধ্যমে সেটা করা সম্ভব না। ফলে ভিজিটর যখন আপনার ব্লগে কিছু খুজবে হয়তো একটু বানান ভুলের কারনে রেসাল্ট টা সে পাবে না

কেন কাস্টম সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন ?

আপনি যদি চান আপনার ব্লগের ভিজিটরগন খুব সহজেই সার্চ করে কাঙ্ক্ষিত ফলা ফল পেয়ে যাক তাহলে আমার মতে আপনার গুগল কাস্টম সার্চ ইঞ্জিন ব্যবহার করা উচিত। গুগল কাস্টম সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি নিজেই আপনার সার্চ ইঞ্জিন তৈরি করে নিতে পারেন। এবং সার্চ ইঞ্জিনটি আপনার ব্লগে সেটাপ করতে পারবেন খুবি সহজে। এতে ঝামেলার কোন কাজ নেই।

কিভাবে কাস্টম সার্চ ইঞ্জিন তৈরি করবেন এবং আপনার সাইটে যুক্ত করবেন  ?

খুব সহজেই আপনি কাস্টম সার্চ ইঞ্জিন তৈরি করে নিতে পারেন। ৩ মিনিটের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার কাস্টম সার্চ ইঞ্জিন টি তৈরি করে নিতে পারবেন। নিচে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম। ইউটুব থেকে দেখে নিন ভিডিওটি

কিভাবে গুগল কাস্টম সার্চ ইঞ্জিন তৈরি করবেন আপনার ব্লগ/ওয়েবসাইটের জন্য

ভিডিওটি দেখতে এখনে ক্লিক করুন

ভিডিওটি দেখতে এখনে ক্লিক করুন

ভিডিওটি দেখতে এখনে ক্লিক করুন

Level 1

আমি ব্লগার তাজমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভিডিওটি ইম্বেড করে দিলে ভাল হত।

var ad_idzone = “2270229”,
ad_width = “728”,
ad_height = “90”,
v_pos = “top”,
h_pos = “center”,
eventMethod = window.addEventListener ? “addEventListener” : “attachEvent”,
eventer = window[eventMethod],
messageEvent = (eventMethod == “attachEvent”) ? “onmessage” : “message”;

eventer(messageEvent, (function(ad_idzone){
return function(e) { if (e.data == “show-iframe-” + ad_idzone) document.getElementById(“sticky-banner-” + ad_idzone).style.display = “”; };
})(ad_idzone), false);