হ্যালো বন্ধুরা! আশা করি সবাই ভাল আছেন। বর্তমান প্রযুক্তি বিশ্বে সবাই চায় নিজে একটি ব্লগ বা ওয়েবসাইটের মালিক হতে। কিন্তু সবাইতো আর টাকা খরচ করে ডোমেইন-হোষ্টিং নিতে সক্ষম না। যারা টাকা খরচে সক্ষম তারাও বিদেশী কোম্পানীর পেমেন্ট মেথড এর ঝক্কি-ঝামেলা, দেশীয় কোম্পানীর খারাপ সার্ভিস কিংবা টাকা খোয়া যাওয়ার ভয়ে সে পথ মাড়ায় না। কিন্তু ওয়েবসাইট যে চাই-ই-চাই! HostingTom Dot Com আপনাকে সে সুযোগ করে দিচ্ছে।
আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রীতে মানসম্মত একটি ওয়েবসাইট বানিয়ে নিবেন। আপনি যদি একটু চালাক ও ওয়ার্ডপ্রেস-জুমলা ইত্যাদিতে সামান্য পটু হন তাহলে টেকটিউনস কিংবা এই ধরনের টপ লেভেল ওয়েবসাইটও বানিযে ফেলতে পারেন নিমিষেই।
অনভিজ্ঞদের সাথে আমি আছি, সুতরাং চিন্তার কিছু নেই; আপনিও পারবেন।
আমরা জানি একটি ওয়েবসাইট বানাতে হলে প্রধানত তিনটি জিনিস লাগে।
আমরা যেহেতু টাকা খরচ করতে চাই না তাই আমরা একটি সাবডোমেইন ও ফ্রী হোষ্টিং নিব। তবে সৌভাগ্যের বিষয় হলো আমাদের হোষ্টিং ফ্রী হলেও আমরা কিন্তু দারুন সব প্রিমিয়াম ফিচার পাচ্ছি যা অনেক পেইড হোষ্টিং কোম্পানীও দিতে পারে না।
প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে একটি ফ্রী হোষ্টিং একাউন্ট রেজিষ্ট্রার করুন। নিচে বুঝার সুবিধার্থে স্ক্রীনশন দিলাম। আপনার ইউজার নেমটিই আপনার সাব-ডোমেইনের অংশ হবে। তই সতর্কতার সাথে চুজ করুন। (অবশ্য আপনি যে কোন সময় যে কোন থার্ড পার্টি থেকে কেনা টপ লেভেল ডোমেইন ব্যবহার করতে পারবেন।)
উপরোক্ত ফর্মটি ফিল আপ করে রেজিষ্ট্রার বাটনে ক্লিক করলে আপনার মেইলে একটি কনফার্মেশন ইমেইল যাবে নিম্নরূপঃ
কনফার্মেশন লিঙ্কে ক্লিক করলেই আপনার হোষ্টিং একাউন্ট ক্রিয়েশন আরম্ভ হবে মিনিট খানেক অপেক্ষা করার পর এরকম একটি ইনভেয়েস/স্ক্রীন দেখতে পাবেনঃ
এখানে আপনার Control Panel URL, User Name, (Password আপনি রেজিষ্ট্রেশনের সময় যেটি দিয়েছিলেন) এবং Home page URL থাকবে। আপনার ডিফল্ট হোম পেজটি নিম্নরূপ হবেঃ
এটি আপনি Edit/Delete যা ইচ্ছে করতে পারবেন। পেয়ে গেলেন আপনার সাব-ডোমেইন ও হোষ্টিং। এবার সি-প্যানেলে লগইন করে নিজের মনের মতো করে সাজানোর পালা। আপনার ইনভয়েসে উল্লেখিত User Name & Password দিয়ে সি-প্যানেলে লগইন করুনঃ
আরো ভালোভাবে বুঝার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেনঃ
আমার কথা আমি রেখেছি। আপনাকে সি-প্যানেল পর্যন্ত পৌঁছে দিয়েছি। যারা একক-আধটু বোঝেন তারা ইতিমধ্যেই খুশিতে লাফিয়ে উঠে কাজ শুরু করে দিয়েছেন। আরা যারা এখন কি করবেন বুঝতে পারছেন না তারা খানিক গুগলিং করুন অথবা আামর পরবর্তী টিউনের জন্য অপেক্ষা করুন।
আর হ্যা, HostingTom Dot Com সাথে আপনার বন্ধুদেরও পরিচয় করিয়ে দিন।
ধন্যবাদ সবাইকে।
আমি মিজান গফুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে ফ্রি হোস্টিং যতই সুবিধা প্রদান করুন না কেন এর কোন নিশ্চয়তা নাই। ফ্রি হোস্টিং এর মধ্য হোস্টিয়া সাইট অনেক ভাল