আসসালামুয়ালাইকুম।কেমন আছেন আপনারা? আশাকরি ভাল।নিজের একটি ব্লগ কেনা চায়?ব্যাক্তিগত ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস এই সবচেয়ে ভাল তবে ব্লগ থেকে আয় এডসেন্স এর মাধ্যমে বা ব্লগের নিরাপত্তামূলক বৈশিষ্ট্যের জন্য ব্লগার এর সেরা।ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি তেমন অভিজ্ঞ নই তবে আশার কথা টিউনার ফাহিম রেজা বাঁধন ভাই ও তওহিদুল ইসলাম ভাই এ ব্যাপারে টিউটোরিয়াল লিখছেন।আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ বানাতে চান তারা উনাদের পোস্ট সমুহ অনুসরন করতে পারেন।ব্লগার নিয়ে টিউটোরিয়াল লিখা হচ্ছে না দেখে লেখা শুরু করলাম। আমি একবারে নতুনদের জন্য ব্লগ বানানো থেকে শুরু করলাম।আপনাদের উৎসাহ পেলে নিয়মিত লেখার চেস্টা করব।
আসুন ব্লগারে ব্লগ বানানোর শুরুতে ব্লগার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। ব্লগারের জম্ন ১৯৯৯ সালের ২৩শে অগাস্ট ওয়েব আপ্লিকেশন তৈরির কোম্পানি পায়রা ল্যাব এর হাত ধরে।পরবর্তীতে জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল পায়রা ল্যাব কিনে নেয় ২০০৪ সালের ০২রা মে তারিখে এবং তারা এর ডেভেলোপমেন্ট এর কাজ শুরু করে।ব্লগার এর হোস্টিং গুগলের নিজস্ব সার্ভারে হোস্টিং এবং এর সাবডোমেন ব্লগস্পট(.blogspot) নামে পরিচিত।
ব্লগারে ব্লগ তৈরির জন্য প্রথমে আপনার দরকার একটি জিমেইল এর ই-মেইল ঠিকানা।আপনার আগের থাকলে সেটি ব্যাবহার করতে পারেন বা নতুন একটি খুলে সেটি ব্যবহার করতে পারেন।
এখানে আপনার ইমেইল ঠিকানা ,নাম দেখানো হবে।এছাড়াও আরেকটি ঘর খালি থাকবে সেটি হচ্ছে প্রদর্শনের নাম।এটি আপনি কি নামে পোস্ট প্রকাশ করতে চান সেটি যেমন এই পোস্ট আমি প্রকাশ করছি নিশাচর নাইম নামে।এরপর শর্তাবলীর অনুমোদন এর ঘরে টিকমার্ক দিয়ে চালিয়ে যান এ ক্লিক করুন।
ব্লগ দেখে হতাস হওয়ার কিছুই নেই। 😀 পরবর্তীতে এই ব্লগকে কিভাবে আরো সুন্দর করা যায় সেটি সম্পর্কে আলোচনা করব।আজ এইটুকু পর্যন্তই।কারো বাংলায় ব্লগের বিষয়বস্তু বুজতে সমস্যা হলে ড্যাসবোর্ড থেকে ভাষা এর জায়গার ইংরেজি ডিফল্ট করে দেয়া যায়।
---ধন্যবাদ।
আগামী পর্বে আমরা ব্লগারে পোস্টিং এডিটর সম্পর্কে আলোচনা করব।
আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।
ভাল একটা কাজ হাতে নিয়েছেন আশা করি শেষ পর্যন্ত চালিয়ে যাবেন,
প্রথম পর্ব অনেক অনেক সুন্দর হইছে,
অপেক্ষায় রইলাম পরবর্তি পর্বের।
ধন্যবাদ টিউনের জন্য।