প্রথমেই জেনে নেই ব্লগ comment নিয়ম
১. যে ব্লগে comment করবেন সেই ব্লগের বিষয়বস্তুর সঙ্গে যেন আপনার ব্লগের বিষয়বস্তুর মিল থাকে।
২.কোন ব্লগে comment করার সময় এংকর টেক্সটের মাঝে আপনার সাইটের লিঙ্ক দিতে হবে। dofollow করার জন্য নিচের মত করে html কোড বসাতে হবে।
কোডে বসালে যেমন দেখাবে
Buymobile
৩. কোন ব্লগে commentকরার সময় ঐ ব্লগের বিষয়বস্তু সম্পর্কে জানতে হবে।
৪. comment করার সময় শুরুতেই ব্লগার বা রাইটার এর নাম দিয়ে শুরু করবেন।
৫. আপনার comment টি যেন তথ্যবহুল বা গঠনমূলক হয়। comment কোন কথা যেন অসম্পূর্ণ না থাকে।
৬. ভুলেও ব্লগারের উদ্দেশ্যে ঘৃণা বা তিরস্কারমূলক কোন টিউমেন্ট করবেন না।
৭. আপনার পূর্বে অন্যরা কিভাবে comment করেছে সেটি লক্ষ্য করুন। তবে তাদের comment নকল করবেন না। কিভাবে তাদের চেয়েও ভাল টিউমেন্ট করা যায় সে চেষ্টা করুন।
৮. comment করার সময় কখনেই কঠিন শব্দ ব্যবহার করবেন না। comment সহজ সরল ভাষায় লিখবেন। বানান যেন ভুল না যায় সেদিক খেয়াল রাখবেন।
৯. comment একটু প্রশংসামূলক করবেন যেন পাঠকেরা পড়ে তৃপ্তি পায়।
১০. সবসময় সংক্ষিপ্ত গঠনমূলক comment করবেন।
এই ধাপ এ এসে আমরা আমাদের main domain টা কে আমাদের keyword এর সাথে related বিভিন্ন blog এ comment করে করে ছড়িয়ে দেব।
আমরা নেট এ ঘুরাঘুরির সময় বিভিন্ন সাইট এ নিচের মত comment box দেখতে পাই।
একজন blogger or website এর admin তার সাইট এর visitor দের সাথে তার লেখা article নিয়ে interaction চালানোর জন্য এরকম comment box use করে থাকে।
প্রশ্ন হল আমরা SEO তে কিভাবে এই comment box টা কে use করতে পারি। না আমরা নিজের সাইট এ comment box বসিয়ে visitor দের সাথে communication করার কথা এখানে বলছি না। আমরা seo এর এই ধাপে দেখব কিভাবে অন্য মানুষ এর blog or website এর comment box টা কে কিভাবে use করতে পারি আমার সাইট এর seo করার জন্য।
প্রায় প্রতি টা comment box খেয়াল করলে দেখব যে সেখানে একটা আমার নাম, ইমাইল আইডি, ওয়েব সাইট(যদি থাকে) এগুলুর নিচে comment লেখার জন্য একটা বড় box থাকে। আমরা এই comment box এর name option এ আমাদের name না দিয়ে targeted keyword লেখে mail এর ঘরে একটা email id দিয়ে আর website ঘরে আমাদের main site এর url টা দেব। এর পর যে বিষয় নিয়ে ঐ blog এ article টা লেখা হয়েছে সেটার সাথে related একটা 2/3 লাইন এর comment নিচের box টা লেখে সেটা submit করে দিতে পারি। নিচের মত করেঃ
এইটা দুইটা system আছে। একটা হল মাযে মাযে comment সাথে publish হয়ে যায়। আরেকটা system হল comment টা ঐ site/blog এর admin এর কাছে চলে যায়। সে comment টা পড়ে দেখে তার পর publish করে। বেশিরভাগ ক্ষেত্রে 2nd টাই হয়। তাই আমি সব সময় গুরুত্ত দেব যত বেশি পারা যায় comment টা যেন তার ব্লগ এর article এর সাথে related হয়।
Comment টা publish হলে দেখাবে নিচের মত করেঃ
উপরের উদাহরন টার live Demo: http://earningbd.com/#comment-184
অন্যের ব্লগ বা সাইট এর comment box থেকে আসা link dofollow হবে না nofollow হবে সেটা আমার select করার কোন উপায় নাই। এটা depend করে ঐ ব্লগ বা সাইট এর admin এর উপর।
কোন কোন blog OR site এ comment করব
a) Comment সবসময় করতে হবে আমার সাইট এর topics/keyword এর সাথে relevant site or blog এ।
b)শুধু relevant site or blog নয় আমরা যে comment টা লেখব সেটাও হতে হবে ঐ article এর সাথে related.
C) Comment box এ ……… nice blog…… thank you ….. very nice article ইত্যাদি shortcut comment করা থেকে বিরত থাকব।
তাহলে বুঝা যাচ্ছে সবার আগে আমার targeted keyword /topic related অনেক blog or site বের করে নিতে হবে যেখানে comment করার জন্য comment box আছে। এটা করতে পারলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। কারন এর পরে শুধু একবার লেখা একটা comment collected সব ব্লগ বা সাইট এ submit করতে পারব।
এর জন্য আমরা কত গুলু footprint use করব। footprint হল search engine গুলুতে special ভাবে command দিয়ে search দেওয়া। যেমনঃ আমরা how to swim লেখেও search দিতে পারি তবে particular কোন command দিয়েও search দিতে পারি।যেমনঃ intitle:”how to swim” .এরকম Command টা কে particular করার জন্য যে আলাদা কিছু word /symbol use করতে হয় সেগুলুকে footprint বলে। সেরকম কিছু footprint হলঃ
যদিও এটাকে footprint এর আওতাও আলোচনা করতেছি তবে বাস্তবে এটা কোন footprint না। এটা google এর ই একটা service শুধু মাত্র blog খুজে বের করার জন্য। এটা google এর normal web search box না বরং এটা blog search box. এখানে কোন keyword লেখে search দিলে google শুধু মাত্র ঐ keyword বা keyword related কোন topic নিয়ে article আছে এমন সব blog গুলু search result হিসাবে display করবে। আর আমরা জানি maximum blog এই admin তার visitor দের জন্য একটা comment box রাখে।
এই footprint এর “keyword” এ আমার targeted keyword লেখে বাকি সব কিছু ঠিক রেখে google এ search দিব। এতে করে google শুধু মাত্র ঐ related ঐ সকল সাইট বা ব্লগ search result এ display করবে যেগুলু wordpress দিয়ে বানানো হয়ছে। আর wordpress দিয়ে কোন website/blog বানালে তাতে একটা comment box থাকবে।
আমরা আমাদের ব্লগ বা সাইট এ যে comment box গুলু use করি সেগুলু একেকটা একেক system এর। এর মধ্যে অন্যতম একটা হল disqus comment system. Same ভাবে এই footprint এর “keyword” এ আমার targeted keyword লেখে বাকি সব কিছু ঠিক রেখে google এ search দিব। এতে করে google শুধু মাত্র ঐ keyword related ঐ সকল সাইট বা ব্লগ search result এ display করবে যেগুলুতে disquas system এর comment box use করা হয়েছে।
same ভাবে commentluv ও একটা comment box system. তবে এটার আলাদা একটা গুণ হল এই commentbox এ comment করে সেখান থেকে আমার website এর জন্য dofollow link বের করে আনা যায়। Same ভাবে এই footprint এর “keyword” এ আমার targeted keyword লেখে বাকি সব কিছু ঠিক রেখে google এ search দিব। এতে করে google শুধু মাত্র ঐ keyword related ঐ সকল সাইট বা ব্লগ search result এ display করবে যেগুলুতে commentluv system এর comment box use করা হয়েছে।
commentluv comment box গুলু দেখতে নিচের মত হয়ঃ
এই হল কয়েকটা footprint।এগুলুর সাহায্যে আমরা particular keyword related 800 -1000 ব্লগ খুজে বের করতে পারলেই enough।
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল লিখেছেন, তবে একটা প্রশ্ন আমি যদি অ্যাংক টেক্সট দিয়ে লিংক যোগ করি তাহলে এটি স্প্যামং এর পর্যায়ে পড়েনা?