কিভাবে পোল্ট্রি ফার্ম করতে হয় এবং পালন করার পদ্ধতি। ভিডিও টিউটোরিয়াল সহ

ভাল আছেন নিশ্চই। আজ আমি খামারী ভাইদের দৃষ্টি আর্কর্ষন করছি।

আজ আমি সোনালী মুরগীর ভ্যাকসিন কিভাবে দিতে হয় তা জানাবো।

প্রথমে আপনারা পানির টেস্ট করিয়ে নিবেন। ব্যাক্টেরিয়া এর পরিমাণ কিরূপ কিংবা আয়রণের পরিমাণ। এজন্য পানির PH টেস্ট করা অত্যন্ত প্রয়োজন। পরবর্তীতে সে অনুযায়ী পানি বিশুদ্ধ করণ করবেন।

এত কথার এক কথা হল খরচ কমানো এবং লভ্যাংশ বাড়ানো।

সোনালী মুরগীতে ভ্যাকসিনেশন

৫ম দিন রাণীক্ষেত (ক্লোন)

১৪ তম দিন গামবোরো ইন্টারমেডিয়েট

২০ বা ২২ তম দিন গামবোরো ইন্টারমেডিয়েট+

২৮ তম দিন (রাণীক্ষেত+ব্রঙ্কাইটিস)

৪০ বা ৪২ তম দিন রাণীক্ষেত (ক্লোন)

মুরগীর পরিমাণের অবশ্যই ১০% অধিক ভ্যাক্সিনের ডোজ ব্যবহার করার চেষ্টা করবেন।

৩৫ দিন বয়সে অবশ্যই কৃমিনাশক ব্যবহার করবেন। এবং এর পর অবশ্য ভিটামিন বি-১ বিহীন লিভার টনিক এবং ভিটামিন-সি ব্যবহার করুন।
যদি মুরগী কৃমি দ্বারা আক্রান্ত হয়, তবে ভ্যাকসিন কাজ করবে না। অথবা মুরগীতে সালমোনেলা, ই. কোলাই কিংবা মাইকোপ্লাজমা দ্বার আক্রান্ত হলে কোন ঔষধ কাজে আসবে না।

বিঃদ্রঃ ভ্যাক্সিন মুখস্থের জিনিস না। অবস্থা বুঝে ব্যবস্থা।

ভ্যাকসিন সম্পকে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।

এই ভিডিওটি দেখন

মুরগী পালন পদ্ধতি সম্পর্কে আমার ইউটিউব চ্যানেল আছে Subscribe করতে পারেন।

পোল্ট্রি বিষয়ে Facebook Group আছে Joint করতে পারেন।

পোল্ট্রি বিষয়ে Blog আছে ঘুরে আসতে পারেন।

অন্য েএকটি চমৎকার ভিডিও দেখতে পারেন।

টেকটিউনসকে অসংখ্য ধন্যবাদ টিউনারশীপ ফেরত দেওযার জন্যে।

Level 0

আমি বকুল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস