পুরাতন বাটারি দিয়ে বানিয়ে নিন Stylish Charging লাইটার ফুল টিউটোরিয়াল।

সবাই কেমন আছেন। আশা করি ভালো। অনেক দিন  হলো আপনাদের মাঝে কিছু নিয়ে আসি না তাই নিয়ে হাজির হলাম মজার একটি টুল কিট।

আপনি এটি  সহজে বাসায় বসে বানাতে পারবেন। এর জন্য দরকার পুরাতন একটি বাটারি। আর গ্লু সহ তার।

প্রথমে একটি বাটারি নিন। তার পর এটির দুই মাথায় দুটি তার কানেক্ট করুন নিছের ছবির মত।

পুরো টা আমি ভিডিও আকারে করেছি যাতে আপনাদের সুবিদা হয় বানাতে।

ভিডিও টি দেখলে আপনারা ভালো বুজতে পারবেন।

এটি চার্জ দেওয়া যাবে। একবার চার্জ দিলে অনেক বার ব্যবহার করতে পারবেন। এটি আপনি পকেটে নিয়ে যেকোন যায়গায় যেতে পারেন।

সহজে বহন যোগ্য দেখতেও সুন্দর।

যারা ধূমপান করেন। এটি দিয়ে বন্ধু দের কাছে ভাব মারতে পারবেন। সো এখনি ভিডিও টি দেখে বানিয়ে নিন।

Video Link:

আমার আরো টিউটোরিয়াল ঃ

Photoshop Cs5 প্রিমিয়াম Lynda.com এর ভিডিও টিউটোরিয়াল ফ্রি তে পার্ট- ১

এখনি একটি ভোটার আইডি কার্ড তৈরি করুন, illustrator এর মাধ্যমে। সাথে থাকছে ai ভেক্টর ফাইল।

আপডেট করুন আপনার Android one এর সকল ফোন / Symphony Roar A50 Lollipop 5.1 এ। (ওয়ার্ক ৪/৮ জিবি ইন্টারনাল মডেল) টিউন টি সবার জন্য।

বানিয়ে নিন আপনার H.S.C, S.S.C, Hons সার্টিফিকেট। পিএসডি এবং ইপিএস ফাইল। সাথে ফন্ট পাকেজ।

আপনার পিসি তে নেট খরচ বেশি হচ্ছে। অথবা নেট কানেক্ট করলেই এন্টিভাইরাস সহ বিভিন্ন আপস মেগাবাইট কেটে নিচ্ছে? আপনার জন্য এই টিউনটি।

আপনার ওয়েব সাইট এ ভিজিটর বাড়িয়ে নিন। সফটওয়্যারের মাধ্যমে।

 

Level 0

আমি ডার্ক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস