ইন্টারনেট এক্সপ্লোরারের ব্রাউজিং স্পিড দ্রুত করুন

আমার প্রিয় টেকটিউনার বন্ধুরা আপনাদের সাথে আজ আমিও টেকটিউনে যুক্ত হলাম। আমি নতুন তাই উন্নতমানের টিউন দিতে পারলাম না। তবে কিছুদিন যাক, মনে হয় আমিও শিখতে শিখতে আরো ভালো ভালো টিউন করতে পারবো এটা আমার কনফিডেন্ট রয়েছে।আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই সবকিছু।

যাই হোক, আমি এখন কিভাবে ইন্টারনেট এক্সপ্লোরারের ব্রাউজিং স্পিড কিভাবে বাড়ানো যায় সেটা জানাবো যদিও মজিলাতে ব্রাউজিং করাটা সবার পছন্দ হওয়াতে ইন্টারনেট এক্সপ্লোরারে ব্রাউজিং বর্তমানে অনেক কমে এসেছে। কিন্তু যারা এখনও ইন্টারনেট এক্সপ্লোরারকে কিছুটা হলেও মনে রেখেছেন তাদের জন্য-

প্রথমে  Run এ গিয়ে Enter চাপুন

এরপর Regedit লিখে ok দিন।

HKEY_CURRENT_USER এ ডবল ক্লিক করুন

পর্যায়ক্রমে এভাবে Software---->Microsoft---->Windows---->Current version---->Internet Settings সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ডানদিকে অপশন পাবেন

ডানদিকে সবার উপরে Default এ ডবল ক্লিক করুন এরপর  Value 10 বসিয়ে ok দিন

এখন  ডানদিকে খালি জায়গায় রাইট ক্লিক করে DWORD Value সিলেক্ট করুন । এরপর নাম লিখুন ঠিক এভাবে MaxConnectionsPerServer লিখার পর খালি জায়গায় ক্লিক করুন।এর উপর আবার ডবল ক্লিক করে প্রথমে Decimal সিলেক্ট করে Value 6  বসিয়ে ok দিন।

একইভাবে আবার  ডানদিকে খালি জায়গায় রাইট ক্লিক করে DWORD Value সিলেক্ট করুন । এরপর নাম লিখুন ঠিক এভাবে MaxConnectionsPer1_0Server
লিখার পর খালি জায়গায় ক্লিক করুন।আবার ডবল ক্লিক করে প্রথমে Decimal সিলেক্ট করে Value 6  বসিয়ে ok দিন।

ইন্টারনেট এক্সপ্লোরার রিস্টার্ট দিয়ে চালু করুন ,উইনন্ডোজও রিস্টার্ট দিলে ভালো হয় । বাউজিং স্পিড অনেক বেড়ে যাবে।

Level 0

আমি রাতপ্রহরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমিতো ভাই ফায়ারফস্ক ব্যবহার করি, তারপরো ধন্যবাদ

আমি সবচেয়ে দ্রুততম ব্রাউজারটি ব্যবহার করি। IE নিয়ে গবেষনা করার চিন্তা ভাবনা করিনা।
https://www.techtunes.io/internet/tune-id/29017/

(টিউনের জন্য ধন্যবাদ)

মজিলা ফায়ারফক্স ব্যবহার করি। তারপরও দেখি চেষ্টা করে। আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ রুহুল ভাই, Cometbird share করার জন্য। আসলে যার যার যে ব্রাউজার ভালো লাগে সে তাই use করে। Mozilla আসার আগে একসময় IE টাই ছিল কিন্তু ব্রাউজিংয়ের একমাত্র ভরসা,সবাই IE বেশি use করত, যাকে আমরা ভুলতে বসেছি। use নাই বা করলাম কিন্তু এর টিপস জানা তো আর গবেষণা করা নয়।ধন্যবাদ……..

টিপসটা ভালই মনে হচ্ছে কিন্তু এর কোন প্বার্শপ্রতিক্রিয়া কি আছে অর্থাৎ ব্রাউজার কিংবা উইন্ডোজের কোন সমস্যা হবে কিনা।
এবং পুর্বাবস্থায় ফিরে আসা যাবে কিনা।
ধন্যবাদ টিউনের জন্য টিউন সুন্দর হইছে।

Level 0

আমি Cometbird ব্যবহার করি । তার পর ও ভাল লেগেছে। ধন্যবাদ আপনার সুন্দর টিউন -এর জন্য।