প্রথমে Run এ গিয়ে Enter চাপুন
এরপর Regedit লিখে ok দিন।
HKEY_CURRENT_USER এ ডবল ক্লিক করুন
পর্যায়ক্রমে এভাবে Software---->Microsoft---->Windows---->Current version---->Internet Settings সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ডানদিকে অপশন পাবেন
ডানদিকে সবার উপরে Default এ ডবল ক্লিক করুন এরপর Value 10 বসিয়ে ok দিন
এখন ডানদিকে খালি জায়গায় রাইট ক্লিক করে DWORD Value সিলেক্ট করুন । এরপর নাম লিখুন ঠিক এভাবে MaxConnectionsPerServer লিখার পর খালি জায়গায় ক্লিক করুন।এর উপর আবার ডবল ক্লিক করে প্রথমে Decimal সিলেক্ট করে Value 6 বসিয়ে ok দিন।
একইভাবে আবার ডানদিকে খালি জায়গায় রাইট ক্লিক করে DWORD Value সিলেক্ট করুন । এরপর নাম লিখুন ঠিক এভাবে MaxConnectionsPer1_0Server
লিখার পর খালি জায়গায় ক্লিক করুন।আবার ডবল ক্লিক করে প্রথমে Decimal সিলেক্ট করে Value 6 বসিয়ে ok দিন।
ইন্টারনেট এক্সপ্লোরার রিস্টার্ট দিয়ে চালু করুন ,উইনন্ডোজও রিস্টার্ট দিলে ভালো হয় । বাউজিং স্পিড অনেক বেড়ে যাবে।
আমি রাতপ্রহরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিতো ভাই ফায়ারফস্ক ব্যবহার করি, তারপরো ধন্যবাদ