সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন

ওয়ার্ডপ্রেসে সম্পূর্ণ ব্লগ তৈরি

সবাকে আমার সালাম জানিয়ে আমার আজকের লেখা আরাম্ভ করলাম। আশা করি সবাই ভালই আছেন । আমিও আল্লাহ এর অশেষ রহমতে ভালই আছি । আমি আমার ধারাবাহিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল এর ১২ নং পর্ব লিখতে যাচ্ছি। আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০ প্লাগিন । এই ১০টি প্লাগিন আপনার ব্লগ এর জন্য অনেক প্রয়োজনীয় তা এগুলো আপনার সংগ্রহে রাখুন । প্লাগিন কিভাবে ইনস্টল করবেন তা জানতে এই পোস্ট টা পড়ুন । [বিঃ দ্রঃ আমি ১ মাসের জন্য ঢাকার বাইরে যাচ্ছি তাই এই ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল এর বাকী পর্ব গুলো পেতে ১ মাস অপেক্ষা করতে হবে ]

নিচে আমি এক এক করে ১০টি প্লাগইন এই নাম , বর্ননা ও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম

১) ওয়ার্ডপ্রেস প্লাগিন (BanglKB)

BanglaKB হল বাংলা লেখার একটি স্ক্রীপ্ট । আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে আপনি এই স্ক্রীপ্ট ব্যবহার করতে পারবেন। এটা আপনি ব্লগে মন্তব্য করার সময় ব্যবহার করতে পারবেন। BanglaKB ডেভেলপার এস এম ইব্রাহিম লাভলু। তার ব্লগ এর ঠিকানা এখানে । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

২)ওয়ার্ডপ্রেস প্লাগিন (Bangla Date)

আপনারা যারা বাংলা ব্লগ বানিয়েছেন শুধু তাদের জন্য এই প্লাগিন । আপনারা হয় দেখে থাকবেন পোষ্টের নিচে তারিখ ইংরেজি দেখায় , আপনি ওয়ার্ডপ্রেস ব্লগ বাংলা করার পর ও এটা এমনি দেখায়। আপনি যদি প্লাগিন টি ব্যবহার করে তাহলে এটা অটোমেটিক বাংলা হয়ে যাবে। এই প্লাগিন টি তৈরী করেছে একুশে । একুশে ও Bangla Date প্লাগিন সম্পর্কে জানতে এখানে ভিজিট করুন

৩)ওয়ার্ডপ্রেস প্লাগিন (All in One SEO Pack)

সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পেতে এই প্লাগিন টি ব্যবহার করা হয় । এটা অনেক জনপ্রয়ি একটা প্লাগিন । All in One SEO Pack অটোমেটিক আপনার ব্লগের পোষ্টগুলোকে সার্চ ইঞ্জিনে সাবমিট করে। এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

৪)ওয়ার্ডপ্রেস প্লাগিন (Contact form 7 )

আপনার ব্লগে যোগাযোগ নামে পেজ এ প্লাগিন টি ব্যবহার করতে পারবেন । এর মাধ্যমে আপনার কে সহজেই যে কেউ মেইল করতে পারবে । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

৫)ওয়ার্ডপ্রেস প্লাগিন (WP-DB-Backup )

অনেক সময় আপনার ব্লগ এর হোস্টিং সাপেন্ড হতে পারে। তখন কি করবেন । আপনি এই প্লাগিন ব্যবহার করে আপনার ব্লগ এর সকল কিছু ব্যাক-আপ দিয়ে রাখতে পারবেন । তাই হোস্টিং সাস্পেন্ড হলে বা ব্লগ এর কোন সমস্যা হলে আপনি আপনার ব্যাক-আপ ফাইল ব্যবহার করতে পারবেন । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

৬)ওয়ার্ডপ্রেস প্লাগিন (Sidebar Login)

এই প্লাগিন আপনার ব্লগ ব্যবহার করলে আপনার ব্লগ যে কেউ সহজে রেজি এবং লগইন করতে পারবে । এই আপনার Sidebar থাকবে । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

৭)ওয়ার্ডপ্রেস প্লাগিন (WP PageNavi )

পেজ নেভিগেশন এর জন্য অনেক প্লাগিন আছে। তার মধ্যে সহজ ব্যবহার যোগ্য একটি প্লাগিন হল Wp-PageNavi। Index.php , Archive.php একটি মাত্র php কোড বসিয়ে দিয়ে আপনি আপনার ব্লগে পেজ নেভিগেশন সুবিধাটি যুক্ত করতে পারবেন। php কোড এখানে <?php if(function_exists(‘wp_pagenavi’)) { wp_pagenavi(); } ?> । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

৮)ওয়ার্ডপ্রেস প্লাগিন (WordPress Post Ratings)

এই একটা অনেক ভাল মানের প্লাগিন । এটি ব্যবহারে এর ফলে আপনার ব্লগ কোন পোস্ট ভিজিট এর কাছে কেমন লাগলো তা ভিজিটর এর দেওয়া রেটিং দেখে বুঝতে পারবেন ।এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

৯)ওয়ার্ডপ্রেস প্লাগিন (Twittle tools )

এই প্লাগিন ব্যবহারে ফলে আপনার ব্লগ এ যেকোন পোস্ট হওয়ার সাথে সাথে আপনার টুইটার একাউন্ট এ আপডেট পেয়ে যাবে আপনার টুইটার ফ্লোয়ার রা । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

১০)ওয়ার্ডপ্রেস প্লাগিন (WP Polls )

এর আর একটা কাজের প্লাগিন । এর মাধ্যমে আপনি আপনার ব্লগ ভোট এর ব্যবস্থা করতে পারবেন । এটা ব্যবহার করা খুবেই সহজ । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

তথ্যসুত্র: Web Design Tools24


[সময় সলফতার কারনে বিস্তারিত লিখতে পারলাম না , এজন্য আমি দুঃখিত । পরে এই প্লাগিন গুলো এবং আর কিছু প্লাগিন নিয়ে বিস্তারিত ও ব্যবহার প্রনালী সম্পর্কে আলোচনা করবো ]

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোভাবে ফিরে আসেন

“সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২]”র জন্য অসংখ্য ধন্যবাদ।
এবং অনেক অভিনন্দন টিউটোরিয়ালটি কষ্ট করে চালিয়ে যাওয়ার জন্য।
এক মাস অপেক্ষা করতে কোন আপত্তি নাই ভাল জিনিস পেতে হইলে একটুতো অপেক্ষা করতেই হবে।

ধন্যবাদ ফাহিম ভাই চালিয়ে যাওয়ার জন্য। আশা করি পরের অংশগুলোও শীঘ্রই পাবো।

thanks…………..

Level 0

Thanks for this tutorial.you can find more wordpress tips on http://techsloution4u.com/

ধন্যবাদ ফাহিম ভাই

অপ্রাসঙ্গিক লিঙ্ক দেয়ার জন্যে সেটা মুছে দেয়া হলো এবং টিউমেন্টার তথা কমেন্টারকে ওয়ার্নিং দেয়া হল – মডারেটর

Level 2

Thank u so much for plug ins. If u give us more then we will more great full to u.

WordPress Theme ১০ টি বেস্ট সেল In themeforest http://www.techtunese.com/wordpress/top-10-wordpress-theme-bestsellers/