আসসালামু আলাইকুম। অনেকদিন পর লিখছি। আমাদের অনেকেই Clash of Clans খেলেন। আর কিছুদিন যাবত লক্ষ্য করছি যে ব্যবহারকারীরা কেনো কারণে তাদের Gmail পরিবর্তন করতে চাচ্ছেন, তাদের village হারিয়ে গেছে কিন্তু কিছু করতে পারছেন না। আরেকটা বিষয়, অসাধুরা অনেককে ফ্রি Gems এর লোভ দেখিয়ে তাদের Clash of Clans একাউন্ট হ্যাক করে নিচ্ছে। এই লিখাটি পড়ার মাধ্যমে আপনি নিজেই Gmail পরিবর্তন করতে পারবনে, হারানো village উদ্ধার করতে পারবেন এবং নিজেকে নিরাপাদ রাখতে পারবেন।
Clash of Clans একটি জনপ্রিয় strategy game। এন্ড্রয়েড এবং আইওএস উভয় মোবাইলের ব্যবহারকারীরা এই গেম প্রচুর পরিমাণে খেলে থাকেন। অনেকেই তাদের প্রথম ব্যবহৃত Gmail পরিবর্তন করতে চান। অনেকে বলে “এটা পরিবর্তন করা যায় না”। আসলে এটা পরিবর্তন করা যায় এবং খুবই সহজ। আপনি নিজেই পারবেন। আবার অনেক সময় আমাদের village এ Gmail sync না করার কারণে অ্যাপ uninstall করলে বা করতে হলে বা ভুলে হলে আমাদের village হারিয়ে যায়। আপনার হারানো village উদ্ধার করতে আর সমস্যা হবে না। আরেকটা বিষয় হলো অনেকে Gems খুজেন। এক কথায় তারা ফ্রি Gems পেতে চান। ফ্রি কে না পেতে চায় বলুন? এটারই ফায়দা উঠায় কিছু মানু্য। তারা ফ্রি Gems দেয়ার কথা বলে Gmail এবং Clash of Clans আইডি হাতিয়ে নেয়। আগেই বলে রাখি Clash of Clans আইডি হ্যাক করা খুব সোজা। Gmail পরিবর্তন করে ফেললেই তো আইডির access হারিয়ে ফেলবেন। আজ আমি এই বিষয়ে যতটুকু সম্ভব বিস্তারিত বলার চেষ্টা করব।
Gmail পরিবর্তন করার উপায়
বিঃদ্রঃ এই পদ্ধতি শুধু মাত্র Android মোবাইলের জন্য। আমার IPhone না থাকার কারণে সুনিশ্চিতভাবে কিছু বলতে পারব না। তবে আপনার village টি একটি Android মোবাইলে connect করে পদ্ধতি অনুস্মরণ করুন, কাজ হবে (এর জন্য Game Center থেকে আপনার village এর তথ্য remove করার প্রয়োজন হতে পারে)। আমি নিজের দুইটি এবং অন্য কয়েকজনের আইডির Gmail পরিবর্তন করেছি। সুতরাং সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি আপনার কাজে কোনো সমস্যার জন্য আপনার আইডির সমস্যা হয় তাহলে তার জন্য আপনিই দায়ী।
এখন আসি আসল কথায়, আমরা কি ভাবে এটা করব যখন Clash of Clans দ্বারা এর জন্য কোনো option প্রদান করা হয়নি? আমরা এটা করব Clash of Clans এর village রিকোভারি ব্যবহার করে। হারিয়ে যাওয়া village ফিরে পাওয়ার সহজ উপায় হলো Gmail পরিবর্তন। এক ঢিলে দুই পাখি! এতে আপনারা জানতে পারবেন যে কিভাবে হারিয়ে যাওয়া village উদ্ধার করতে হয়। আপনারা হয়ত জানেন না যে Clash of Clans খুব user friendly, তারা ব্যবহারকারীদের খুবই গুরুত্ব দেন। আমরা প্রথমে একটি নতুন village খুলব এবং আমরা যে নতুন Gmail টি আমাদের আইডিতে যোগ করতে চাই সেটি এই নতুন village এর সাথে connect করব। তারপর আমরা Clash of Clans এর কাছে message পাঠাব যে আমাদের village টি হারিয়ে গেছে। অর্থাৎ, আমরা আমাদের village এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। তারা কিছুক্ষণের মাঝেই যোগাযোগ করবেন। পরবর্তিতে কিছু তথ্য চাইবে Clash of Clans এর Help shift, ঐগুলোর উত্তর দিলে তারা আমাদের একটি কোড দিবেন। ঐ কোড আমাদের Clash of Clans অ্যাপ এ যোগ করার মাধ্যমে আমরা আমাদের village এ নতুন Gmail পাব বা আমাদের জিমেইল পরিবর্তন হবে।
কার্যপদ্ধতি
এবার আপনার village এর details টুকে রাখুন, যা যা রাখতে হবেঃ-
বিঃদ্রঃ পরবর্তিতে verify করার জন্য Clash of Clans এর Help Shift আপনার কাছে আরো তথ্য চাইতে পারে, সেসবও সঠিকভাবে উত্তর দিতে হবে। তবে আমি কয়েকটা village এর Gmail পরিবরতন করেছি, সেগুলোতে এসবের বাইরে কিছু প্রয়োজন হয় নি।
Dear Clash of Clans Dev team, I lost my village and heres my details:
*Username: আপনার village এর নাম
*Clan name: আপনার যে আইডির Gmail পরিবর্তন করবেন সে আইডি যে clan এ আছে সেই clan এর নাম
*Player Tag: আপনার player tag, উদাহরণঃ #QR35435J
*Town Hall: আপনার Town Hall Level
*XP Level: আপনার XP Level
I worked for a company, they gave me a gmail account which i used to sign in with my Clash of Clans village. Recently, I left that job and they took that gmail from me. They cleared my all goggle play games activity, unfortunately Clash of Clans is one of them. Now i can’t login to my village because there’s no village synced in that gmail as they cleared game data. I’ve made a good progress and can’t give up now. If any more infromation need to verify my authentication please ask and help me.
এভাবে আপনারা সহজেই আপনাদের village এর Gmailপরিবর্তন করতে পারবেন এবং হারিয়ে যাওয়া village উদ্ধার করতে পাড়বেন।
বিঃদ্রঃ এই লিখাটি শুধুমাত্র নিজের প্রয়োজনে ব্যবহার করবেন, কারোর ক্ষতি করবেন না বা করলে আপনি দায়ী থাকবেন এবং Cyber Crime বলে গণ্য হবে।
সতর্কতা
কিছুদিন আগে একটা survey তে দেখা গেছে বাংলাদেশের ৪৩% ইন্টারনেট ব্যবহারকারী এ ধরণের নানান ধোকা এবং হুমকির শিকার হন। আসুন আমরা নিজে সচেতন হই এবং অন্য কে সচেতন করি।
Moral of the lesson
লোভ না করে চোখ-কান খুলা রেখে ইন্টারনেট চালান। কাউকে প্রতারণা করবেন না। জ্ঞান সকলের মাঝে বিলিয়ে দিন।
আজকে এপর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। ভাষাগত ত্রুটিসহ সকল ভুল ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং দয়া করে টিউমেন্টে জানাবেন। টিউনের সম্পুর্ণ অংশ আমার নিজের লেখা, তাই কেউ প্লিজ কপি করবেন না। আর যদি করেন তাহলে অবশ্যই ক্রেডিট দিবেন। আল্লাহ হাফেয।
আমি এস এম মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তির প্রতি আগ্রহ প্রচুর। আমি সব সময় প্রযুক্রি সম্পর্কে নতুন কিছু জানতে চেষ্টা করি। টেকটিউনস এর সাথে অনেক বছর যাবত আছি । শুরু করেছিলাম এই টেকটিউনস দিয়ে, এখন তথ্য প্রযুক্তির এই বিশাল সাগরে "অ, আ, ই" পর্যন্ত শিখেছি ।
আমার ৯ এর ভিলেজ একটা হেক হয়ছে, এ রকম একটা পোস্ট খুজতেছিলাম। ধন্যবাদ।