পোল্ট্রি ফার্ম করুন স্বাবলম্বি হউন (বেকারত্ব দুর করুন) পর্ব-৪ চেইন টিউন

আসালামু আলাইকুম,   কেমন আছেন সবাই?আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমিও ভালোই আছি। যারা বেকার আছেন তারা এ দিকে আসেন। পোর্ট্রি ব্যাবসা একটি সম্ভাবনাময় ব্যাবসা।

আমার ধারাবাহিক টিউনে পোল্ট্রির উপর সম্পর্ন ফ্রি টিউটোরিয়ার থাকবে এবং যারা মুরগীর ব্যাবসা করতে চান তারা আমার ইউটিউব চ্যানেল এর ভিডিও দেখে দেখে ফার্ম করতে পারবেন।

#‎ব্রয়লার‬ মুরগি থেকে ভাল লাভ করতে হলে খামারীদের যা করনীয়

ব্রয়লার মুরগি খাবারে এলো আর গেল নীতি মানাটাই বুদ্ধিমানের কাজ। খামারে একই বয়সের মুরগি থাকবে। এবং এ বয়সী মুরগি থেকে অপর বয়সী মুরগিদের মধ্যে রোগ ছড়াতে পারবে না।

খামার ঘর পূর্ব পশ্চিম দিক করে হবে। বায়ু চলাচল ব্যবস্থা ভারো থাকা দরকার। মুরগির ঘরগুলির পরস্পর দূরত্ব হবে ১১-১২ মিটার (৩৫-৪০ ফুট)।

 

 

 

 

 

#‎খামার‬ বাড়ি তৈরী করাঃ
ঘরে মুরগি আসার আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, ব্লো ল্যাম্প দিয়ে ফাক ফোকরগুলিতে পোকা মাকড় (উকুন, ছোট বড় এটুলি) মেরে দেওয়া। বাচ্চা মুরগির জায়গা গরম ব্যবস্থা, মুরগি আসবার ৪৮ ঘন্টা আগে পরীক্ষা নিরিক্ষা করে নেওয়া উচিত।
ব্রুডারকে খবরের কাগজ দিয়ে ঘিরে দিতে হবে। তাপমাত্রা হওয়া দরকার ৩৫ ডিগ্রি সেঃ (৯৫ ডিগ্রি ফাঃ)।

 

 

 

 

 

 

 

#ব্রয়লার বাচ্চার জন্য মেঝেতে জায়গা দিতেঃ

বাচ্চা পিছু জায়গা দিতে হবে ৪৫ বঃ সেমি (৭ বাঃ ইঞ্চি)। বেশি বচ্চার সংখ্যা হলে পরস্পরকে কামড়া কামড়ি করবে। খাবার এবং পানির জন্য লড়াই করবে ফলে বাচ্চা দুর্বল হয়ে পড়বে। এতে ক্ষতি হবে ব্যবসার।

এ পর্বের ভিডিও দেখতে  Click Here

আমার অন্যান্য টিউনসমূহ

বিজ্ঞানসম্মত পোল্ট্রি পালন করুন (বেকারত্ব দুর করুন) ব্রুডিং ব্যাবস্থাপনা

আর নয় বেকারত্ব, পল্ট্রি ফার্ম করুন স্বাবলম্বি হউন পর্ব-১

পল্ট্রি ফার্ম করুন স্বাবলম্বি হউন পর্ব-২, Brooding Management (Hot Tune)

নিয়মিত ভিডিও টিউটোরিয়াল পেতে আমার Youtube Channel এ  Subscribe করতে পারেন। Click Here

আমার  ফেইজবুক গ্রুপ এ জয়েন্ট করতে পারেন। এখানে পোল্ট্রি ব্যবস্থাপনা সম্পর্ক অনেক সাহায়্য পাবেন।Click Here)

আমার Blog এ ঘুরে আসতে পারেন (Click Here)

Level 0

আমি বকুল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস