এবার ইংরেজী শিখুন ওয়েবসাইটে,একধাপ এগিয়ে থাকুন(পর্ব-৪)

আজ আপনাদের আমি শিখাবো "Use of right form verbs" . অনেক দিন বিরতি নেয়ায় আমি আপনাদের নিকট আন্তরিক ভাবে দুঃখিত। আশাকরি এবার continue করতে পারবো।
________________________________________________________________
গত পর্বঃ
এবার ইংরেজী শিখুন ওয়েবসাইটে,একধাপ এগিয়ে থাকুন(পর্ব-৩)

এবার ইংরেজী শিখুন ওয়েবসাইটে,একধাপ এগিয়ে থাকুন(পর্ব-২)

এবার ইংরেজী শিখুন ওয়েবসাইটে,একধাপ এগিয়ে থাকুন(পর্ব-১)

________________________________________________________________

১।চিরন্তন সত্য বুঝালে present indefinite tense হয়।
যেমনঃ The sun rises in the east

২। Auxiliary verb বিহীন বাক্যকে negative / interrogative করতে sub ও tense অনুযায়ী do/does/did বসে।
যেমনঃ He came home yesterday.
ans : Did ye came home yesterday?

৩। To be এবং Having এর পরে verb এর past participle হয়।
যেমনঃ He ran away having taken money.

৪।as though ,as if, wish থাকলে ব্রাকেট এর verb এর জায়গায় were বসে।
যেমনঃ I wish I (to be) a king.
ans : I wish I were a king

৫। Every,one of,each থাকলে verb singular হবে।
যেমনঃ One of the boys was absent

৬। যদি কোন simple sentence এ দুটি verb থাকে তবে ২য় verb এর সাথে ing যুক্ত হয়।
যেমনঃ I saw him going

৭। each এবং every এক মনে হলেও এক নয়।
যখন কোন কিছু পৃথকভাবে চিন্তা করা হয় তখন each বসে এবং যখন কোন কাজ group wise করা বুঝায় তখন every বসে।
যেমনঃ Study each sentence carefully
এখানে sentence গুলো one by one বুঝানো হয়েছে।
আবার , Every sentence must have a verb .
এখানে সকল প্রকারের sentence কে বুঝানো হয়েছে।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রোমেল ভাই আপনার উদ্যোগ প্রশংসনীয়। ভাই আপনি আপনার এই লেসনগুলো যদি একত্রে একটি পিডিএফ ফাইল আকারে প্রকাশ করেন তবে আমাদের আরও বেশি উপকার হয়। আমরা যেকোন সময় বইয়ের মত পড়তে পারি… ধন্যবাদ… 🙂

    ধন্যবাদ বাপ্পী ভাই সুন্দর একটি পরামর্শ দেবার জন্য।অচিরেই আপনাদের সামনে হাজির করবো আমার ইংরেজী টিউটোরিয়াল।

    এই কথাতো আমি আগেই বলছি।
    আজকের টিউনটা ও জটিল হইছে।

    ধন্যবাদ সোহেল ভাই।

বাপ্পী ভাইয়ের সাথে সহমত। টিউনের জন্য রোমেল ভাইকে ধন্যবাদ

হ্যাঁ আমিও বাপ্পী ভাইয়ের সঙ্গে একমত পোষন করতেছি

ভাই আপুনি আপনার সুযোগ মতে টিউন করেন।কারন আপনার অসুস্থতা,তাই আপুনি প্রতিদিন টিউন করলে সমস্যা হবে না।আমরা যারা ইংরেজি শিখতে আগ্রহী আমারা সবগুলি সংগ্রহে রাখবো পরে আস্তে আস্তে সেইখান থেকে শিখে নিব।ধন্যবাদ আপনাকে।

এগিয়ে যান রোমেল ভাই,
আপনার স্কুলের ছাত্র হিসাবে সব সময় পাশে পাবে।
অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইল আপনার সম্পুর্ন সুস্থতা কামনা করে।

এইখান থেকে আমরা ইংরেজি শিখতে চাই।তাই পরিপূর্ন সব কিছু নিয়ে আলোচনা করলে আমাদের জন্য ভালো হবে।তাই আমার মতে tense নিয়ে একটা টিউন হওয়া দরকার।যেহেতু আজকের আলোচনায় tense এর বিষয় এসেছে।

    সব কিছুই আমি শিখাবো আউয়াল ভাই।আমি তো আর কোন বই follow করিনা ,তাই একটু এলোমেলো লাগতে পারে।কিন্তু আমি সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দিব।ধন্যবাদ