আর নয় বেকারত্ব, পল্ট্রি ফার্ম করুন স্বাবলম্বি হউন পর্ব-২, Brooding Management (Hot Tune)

আসসালামু আলাইকুম।আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন।

পল্ট্রি ফার্ম করুন স্বাবলম্বি হউন পর্ব-২ এ আপনাকে স্বাগতম। এ  পর্বে আপনাদের ব্রুডিং ব্যাবস্থাপনা নিয়ে আলোচনা করব।

যারা মুরগী পালন করছেন তারা কমবেশী Brooding বিষয়ে জানেন। তারপরেও জানারতো কোন শেষ নেই। এই টিউনটি নতুনদের জন্য কার্যকরী।

কাজের কথায় আসি ও প্রথমে এ একটি উদাহরন দিয়ে বলি,

একটি বিশাল আকৃতির বিল্ডিং তুললে এর ভিত্তি যেমন শক্ত করে দিতে হয় তেমনি মুরগীর Brooding টি ভাল করে করতে হয়।

মুরগী পালন করার সবচেয়ে গুরুত্তপূর্ন সময় হল Brooding. Brooding অর্থ  তাপ দেওয়া।

উপযুক্ত পরিবেশে সঠিক তাপমাত্রায় আশানুরুপ উৎপাদন পাওয়ার লক্ষে সঠিক ভাবে নিদিষ্ট সময়ের মধ্যে মুরগীর বাচ্চা লালন পালন করাকে  Brooding বলে।

 

মুরগী পালন করার পুর্বে Brooding টা ভালভাবে জানতে হবে সেজন্যে মুরগী পালনের সমস্ত ব্যাবস্থাপনা পর্যায়ক্রমে টিউনে

থাকবে এবং বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকবে। এই পর্বের ভিডিওটি নিচে দেওয়া হল

ভিডিওটি ভাল লাগলে আরও ভিডিও দেখতে চাইলে আমার Youtube Channel    Subscribe করতে পারেন। Subscribe করলে নিয়মিত আপডেত পাবেন।

ভিডিওটি দেখতে (এখানে) ক্লিক দিন।

প্রথম পর্বের ভিডিও দেকতে এখানে ক্লিক দিন।

Youtube Channel    Subscribe করতে চাইলে এখানে ক্লিক

করুন।

FB Group এ জয়েন্ট  করতে পারেন https://web.facebook.com/groups/131743787235675

FB -https://web.facebook.com/sopnil125

Blog : http://www.techgalpo.blogspot.com

FB Page https://web.facebook.com/Online-Earning-891833027609179/

ভাল লাগলে দেকবেন আর না লাগলে প্লিজ খারাপ টিউমেন্টস করবেন না।

ভাল থাকবেন সুস্থ থাকবেন। আবার দেখা হবে।

 

Level 0

আমি বকুল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস