আপনার কি YouTube Channel আছে? কেন logo বা watermark add করা উচিৎ? কিভাবে খুব সহজে logo বা watermark add করবেন?

আপনার কি YouTube Channel আছে? তাহলে দেখে নিন কিভাবে খুব সহজে logo বা watermark add করবেন সকল YouTube Video এর জন্য।
এটি YouTube নিয়ে একটি Tutorial. অনেকেই YouTube নিয়ে কাজ করছেন। কিন্তু সব চ্যানেল কিন্তু দেখতে প্রোফেশানাল হয় না। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে Watermark add করবেন।

কিন্তু প্রশ্ন হল কেন আমি YouTube এ watermark ব্যবহার করব? YouTube Channel এ যারা কাজ করেন তারা খুব ভালো করে জানেন যে YouTube এ কত রকম Option আছে ব্যবহার করার জন্য। যা দিয়ে আপনি একটি চ্যানেল কে প্রোফেসনাল লুক দিতে পারবেন। তারই একটা পার্ট হল Watermark option. এটি use করলে চ্যানেল কে দেখতে খুব সুন্দর দেখায়। যেটি অনেকেই জানেন না। অনেকে কি করেন Photoshop এ একটি লোগো বানিয়ে ভিডিও এডিট এর সময় এটিকে অ্যাড করে দেন। যার ফলে প্রতিবার ভিডিও বানানোর সময় লোগো টিকে অ্যাড করতে, যেটা একটা সমস্যাও বটে। কিন্তু আপনি যদি একবার YouTube এ Watermark অ্যাড করে দেন সেটি Automatic সব ভিডিওতে কাজ করবে। বারবার Upload করতে হবে না।

Video Link: Click Here

How to add a logo watermark for all YouTube videos
YouTube watermark এর সুবিধা হল এই যে, যখন কেউ আপনার ভিডিও টা দেখবে, সে ওই লোগো বা Watermark দেখে বুঝতে পারবে কে এর মালিক।
আর সবচেয়ে বড় সুবিধা হল কেউ যদি ওটার উপর মাউস নিয়ে যায়, তাহলে Watermark বা Logo টি তাকে Subscribe করতে বলবে। এর লোগো লাগানোর সবচেয়ে বেশি সুবিধা।
Most of all it is looking a professional and beautiful.

See more Tutorials:

অনেক হল একটা একটা করে ভিডিও ডাঊনলোড, পুরো Playlist Download করুন এক ক্লিক দিয়ে

 

ফ্রি টিপসঃ কোন সফটওয়্যার ছাড়াই YouTube থেকে ভিডিও ডাউনলোড করে নিন।।সহজ দুটো টিপস

যে ভিডিও টা ডাউনলোড করতে চান তার Link টা কপি করুন যেমন ধরুন https://www.youtube.com/watch?v=eHOc-4D7MjY এই link টা

এবার youtube এর আগে ss বা 10 টাইপ করুন তারপর Enter দিন

এই রকম দেখাবেঃ

https://www.10youtube.com/watch?v=eHOc-4D7MjY

অথবাঃ

https://www.ssyoutube.com/watch?v=eHOc-4D7MjY

এবার আপনি একটা অন্য সাইটে যাবেন এবং আপনি এখান থেকে সহজে যে কোনো Format এ একটা একটা করে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Level 0

আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস