ওয়ান্ডারশেয়ার FILMORA -অসাধারন একটি ভিডিও এডিটরঃ ২য় কিস্তি

ওয়ান্ডারশেয়ার FILMORA ১ম কিস্তিঃ  অসাধারন একটি ভিডিও এডিটর নিন With রেজিস্ট্রেশন

আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, এই কামনাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি গত পর্বে আপনাদের আজ এক অসাধারন ভিডিও এডিটিং সফটওয়্যার এর সাথে পরিচয় করে দিয়েছিলাম...আমি আবারও রিকুয়েস্ট করছি এই এডিটিং সফটওয়্যার এর সাথে যারা কাজ করেন এবং Expert তারা দয়া করে চুপ থাকবেন।

ভিডিও এডিট করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে। যেমন ইউলিড,প্রিমিয়ার,VirtualDub,Blender,ইত্যাদি। এর মধ্যে অনেক গুলোর জন্য একটি হাই কনফিগার পিসির প্রয়োজন। এনিমেশান ও ভিডিও এডিটিং এর জন্য একটু ভাল মানের কম্পিউটারই লাগে। কিন্তু যাদের লো কনফিগার পিসি ও যারা নতুন তাদের জন্য ওয়ান্ডার শেয়ার এর বেস্ট ভার্সন FILMORA  একটি অন্যতম ভিডিও এডিটিং টুল। আসুন শুরু করা যাক। ওয়ান্ডারশেয়ার FILMORA  অপেন করার পরেই নিচের মত স্ক্রীন আসবে।

 

এখানে দুটো অপশন রয়েছে ৪ঃ৩ এবং ১৬ঃ৩। আমরা ১৬ঃ৩ select করবো এবং নিচে দুটো Mode রয়েছে 1. Easy Mode 2. Full Feature Mode।  Easy Mode খুব সহজ...তারপরও যাদের অসুবিধা আমার ভিডিও টিউটেরিয়ালটি দেখুন...এখানে।

আমরা কাজ করবো দ্বিতীয়টি নিয়ে। Full Feature Mode অপেন করার পরে নিচের মত স্ক্রীন আসবে।

Wondershare Filmora  bangla tuterial

এখনে তিনটি Division রয়েছে।১। মিডিয়া লাইব্রেরিঃ ইম্পোর্ট করা সকল মিডিয়া ফাইল এখানে থাকবে। ২। এডিট করা ফাইল প্রিভিও করা যাবে। ৩। টাইমলাইনঃ ইম্পোর্ট করা সকল মিডিয়া ফাইল ড্রপডাউন করে এখানে নিয়ে এডিটিং এর কাজ করবো।

আপনি শুরুতে আপনার মিডিয়া ফাইল ইম্পোর্ট করতে হবে। আপনি ডিজিটাল ক্যামেরা, মোবাইল ডিভাইস, যেকোন প্রকার ভিডিও শট ইম্পোর্ট করতে পারেন এবং যদি আপনি চান, আপনি একটি ভিডিও সরাসরি আপনার কম্পিউটার এর ওয়েবক্যাম দিয়ে রেকর্ড করতে পারেন।

একটি ভিডিও Timeline এ যোগঃ Drag and drop টেনে আনুন Timeline এ।

drag-drop-media-files

 

Trim ভিডিও ক্লিপঃমাউস এগিয়ে অথবা পিছিয়ে টেনে নিয়ে যেখানে যতক্ষণ না ট্রিম আইকন

trim-icon
trim-icon

শো করে তারপর টানুন এবং অবাঞ্ছিত অংশ কেটে ফেলতে পারেন।

trim-a-video

আপনার ভিডিওটির শুরু বা শেষ থেকে ভিডিও ছাঁটাই করার প্রয়োজন হলে,স্লাইডার টেনে নিয়ে ভিডিও প্রথম বিভক্ত করতে হবে, অবাঞ্ছিত অংশ নির্বাচন করে কাঁচি আইকন টিপুন।

cut-a-section

লিখতে মনে হয় কারোই ভালো লাগে না... আর ইউটিউব থাকতে আমি লিখলেও হয়তো আপনারা এত ধৈর্য নিয়ে আমার টিউন পড়বেনই না।

তাহলে দেখুন এবং শুনুন বিস্তারিত...এখানে।

ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করবেন খারাপ লাগলে মাফ চাই, খারাপ টিউমেন্টে লিখার অনুপ্রেরনা হারাই। আপনাদের বেশি সাড়া পেলে সফটওয়্যারটির ব্যবহার নিয়ে চেইন টিউন নিয়ে হাজির হব,ইনশাআল্লাহ।

যে সব বন্ধুরা জব সার্চ করছেন তারা আমার ব্লগে ঘুরে আসতে পারেন আশা করি উপকৃত হবেন...আমার ব্লগ। ভালো থাকবেন...  সুস্থ থাকেন এই কামনাই শেষ করছি, আল্লাহ হাফেজ।

Level 2

আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস