ফটোশপের মজার এডিটিং হয়তো আপনি এটিই খুজছেন

আসসালামু আলাইকুম, আমি মোহাম্মাদ যোবায়ের আহমেদ, এটা আমার প্রথম ফটোশপ টিউটুরিয়াল

 

কোন প্রকার ভূলত্রুটি হলে আশাকরি ক্ষমাময়  দৃষ্টিতে দেখবেন।

সকলের সুবিদার্থে সব শেষে ভিডিও লিঙ্ক দেয়া হয়েছে

প্রথমেই ফটোশপ ওপেন করুন।

 

তারপর ফাইলে ক্লিক করুন এবং নিউতে ক্লিক করুন

স্কিন শট অনুসরন করুন

 

গ্রেডিয়েন্টে ক্লিক করুন এবং স্ক্রিন শট অনুসরন করুন

স্টাইল = রিডায়াল

স্কেল = ৩০০-৩৫০/৪০০-৪৫০

এবারে মোটামুটি কাজ শেষ

এরপর আপনার পছন্দনিয় ছবিটি ওপেন করুন

এবং

আপনার ছবিটিতে ক্লিক করে ওপেনে ক্লিক করুন

স্ক্রিন সট অনুসরন করুন

এরপর মেনু থেকে ইমেজে ক্লিক করে এডজাস্টমেন্টে ক্লিক করুন এবং সেখান থেকে থ্রেসহোল্ড ক্লিক করুন

স্ক্রিনসট অনুসরন করুন

এরপর আপনার সামনে একটি মেনু আসবে সেখান থেকে প্রয়োজন মত লেভেল ঠিক করে নিন

এরপর মুভটুল সিলেক্ট করে আপনার ছবিটি ড্রাগ করে আপনার সঠিক জায়গায় নির্ধারন করুন

স্ক্রিনসট অবলম্বন করুন

মাল্টিপ্লে সিলেক্ট করুন

স্কিনসট অনুসরন করুন

স্কিনশট অনুসরন করুন

বুঝতে সমস্য হলে ভিডিওটি দেখুন।

ইরেজার টুলটি সিলেক্ট করে অপ্রয়োজনিয় অংশটুকু মুছে দিন।

স্ক্রিনসট অনুসরন করুন।

CTRL+T চেপে ফ্রিট্রান্সফার্ম করে প্রয়োজন মত রিসাইজ করে নিন।

এরপর ক্রিয়েট নিউলেয়ারে ক্লিক করুন এবং নতুন একটি লেয়ার তৈরি করুন।

এবারে পেনটুল সিলেক্ট করুন এবং ফরগ্রাউন্ড কালার বেগুনি সিলেক্ট করুন।

এবার ব্রাশ সাইজ একটু ছোট করে বেগুনি রংয়ের মাঝখানে সাদা রং দিন।

স্ক্রিনসট অনুসরন করুন

রংয়ের লেয়ারটি সিলেক্ট করে CTRL+J সিলেক্ট করুন।

আমার মত আমি চেষ্টা করেছি। ভিডিওটি দেখলে আরো ভালো বোঝতে পারবেন

ধন্যবাদ সবাইকে

ভূলত্রুটি হলে ক্ষমাময় দৃষ্টিতে দেখবেন

Level 2

আমি মোহাম্মাদ যোবাইর আহমেদ। executive, Export, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস