প্লাস্টিক বোতলের পুনঃব্যবহার :: পুরোনো প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করুন সুন্দর একটি কলমদানি

আসসলামুআলায়কুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর দয়ায় সকলে ভালোই আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমে ভালই আছি। বেশি কথা না বলে টিউনে চলে যায়-

 

এখনকার সময় প্লাস্টিকের ব্যবহার খুবই বেড়ে গেছে। যেখানেই যান সেখানেই প্লাস্টিক। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কোল্ড ড্রিংক ক্রয় করলে, সেগুলো প্লাস্টিকের বোতলেই দেওয়া হয়। আর কোল্ড ড্রিংক পান করা শেষ হলে আমরা বোতলগুলো কি করি? নিশ্চয় ফেলি দিই। কিন্তু আপনি ইচ্ছা করলে এই প্লাস্টিক বোতলগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতে পারেন। তো চলুন, আজকে আমরা শিখব পুরোনো প্লাস্টিক বোতল দিয়ে কিভাবে একটি সুন্দর কলমদানি তৈরি করা যায়।

 

 

প্রয়োজনীয় উপকরণঃ

১| একটি পুরোনো প্লাস্টিক বোতল
২| প্লাস্টিক কাঁটার যন্ত্র
৩| যেকোন ধরনের ছিদ্র করার যন্ত্র

 

কাজের ধাপঃ

 

১| যেকোন ধরনের একটি প্লাস্টিক বোতল সংগ্রহ করুন

 

২| প্লাস্টিক বোতলের বুক বরাবর কেঁটে ফেলুন

 

৩| এবার বোতলের নিচের দিকের অংশটি কেঁটে ফেলুন। নিচের চিত্র দেখুন

 

৪| যেকোন ধরনের ছিদ্র করার যন্ত্র দিয়ে বোতলের মুখটি ছিদ্র করুন

 

৫| অনুরূপভাবে বোতলের নিচের দিকের অংশটি ছিদ্র করুন

 

৬| এবার নাঁটের সাহায্য বোতলের মুখ ও নিচের অংশটি জোড়া লাগিয়ে দিন। নিচের চিত্র দেখুন

 

৭| এবার আপনার বোতলটির মুখ লাগিয়ে দিন। নিচের চিত্র দেখুন

 

৮| দেখলেনতো, কেমনভাবে আপনি একটি সুন্দর একটি কলমদানি তৈরি করে ফেললেন

 

এখন আপনি আপনার তৈরিকৃত কলমদানিতে বিভিন্ন ধরনের কলম রাখতে পারবেন

 

বুঝতে কোন সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন >> https://youtu.be/sUB6BEF9bnU

 

এভাবে পুরোনো প্লাস্টিক বোতল ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা যায়। তো পর্যায়ক্রমে প্লাস্টিক বোতলের পুনঃব্যবহার নিয়ে টিউন করা হবে।

যদি টিউনটি আপনার ভাল লেগে থাকে অবশ্যয় একটি টিউমেন্ট করবেন। যদি আপনাদের সাঁড়া পায়, তাহলে ২য় পর্ব লিখব। সেই পর্যন্ত সকলে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

Level 0

আমি আব্দুল ওয়াকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice tune…

ধন্যবাদ @সুফল সরকার