সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল

ওয়ার্ডপ্রেসে সম্পূর্ণ ব্লগ তৈরি

সবাইকে আমার সালাম । আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল লিখতেছি । আজ এর পর্ব ৮ লিখতে যাচ্ছি ।

আজ আমি আমাদের ওয়েবসাইটে বাংলা ভাষা কিভাবে ইন্সটল করতে হবে সেই বিষয়ে লিখব । তবে যারা ওয়ার্ডপ্রেস ব্লগ/সাইটকে ইংলিশ করতে চান তাদের জন্য এই পোস্ট না। ত কিভাবে করবেন আপনার ব্লগ ওয়ার্ডপ্রেস বাংলায় রুপান্তর তার বর্ননা নিম্নে দেওয়া হল ।

১ম ধাপ

প্রথমে আপনি ওয়ার্ডপ্রেস এখান যান এখানে ২টি ফাইল পাবেন তা একটি bn_BD.mo এবং অন্যটি bn_BD.po। থেকে bn_BD.mo ফাইলটি ডাউনলোড করে নিন । এখানে bn_BD.po ফাইলটি ডাউনলোড করে Poedit দিয়ে আপনার পছন্দ মত শব্দ ব্যবহার করতে পারবেন ।

২য় ধাপ:

এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [ http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।

11 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৭] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগিইন সেট আপ  | Techtunes

৩য় ধাপ:

এবার আপনার File Management এর নিচে online file manager এ ক্লিক করুন ।

21 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৭] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগিইন সেট আপ  | Techtunes

৪র্থ ধাপ :

online file manager এ ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন ।

31 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৭] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগিইন সেট আপ  | Techtunes

৫ম ধাপ :

htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করার পর wp-config ফাইলটি ডাউনলোড করে নিন। এবার এটি যে কোন text editor বা Notepad দিয়ে অপেন করুন এ open করুন ।

৬ষ্ট ধাপ :

এবার define (‘WPLANG’, ”); খুঁজে বের করুন এবং এখানে WPLANG এর পরে (“) চিহ্ন দুটির মাঝে bd_BD লিখুন ।এরকম হবে define (‘WPLANG’, ‘bn_BD’);। এবার ফাইলটি সেভ করে wp-config.php করুন । তারপর wp-config ফাইল্টা মুছে ফেলে আপনার সেভ করা ফাইল টা আপলোড করে দিন ।

৭ম ধাপ

এবার আপনি wp-content বা wp-includes ফোল্ডারের ভেতরে প্রবেশ করুন। এবং তার ভি ভেতরে languages নামে একটি ফোল্ডার তৈরী করুন । তার ভিতর আপনার ডাঊণলোড করা bn_BD.mo ফাইল টা languages ফোল্ডারের ভেতরে আপলোড করুন। ব্যস কাজ শেষ ।

আপনি যদি সম্পুর্ন কাজ টি সঠিক ভাবে করতে পারেন তাহলে নিচের স্কিনশর্ট টার মত দেখাবে ।

তথ্য সুত্র বিডি টিউটোরিয়াল২৪ ব্লগ

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ফাহিম ভাই।

ধন্যবাদ, আরো জানতে চাই ।

ফাহিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

ভাই আমি এই সব সাইট সম্পকে তেমন কিছুই বুঝি না । ফাহিম রেজা ভাই আমি আপনার tutorial দেখে একটা সাইট খুলেছি । আমার সাইটা open করলে index page open হয় । পরে wordprass এ click করলে amar site open hoi । plz help me my site http://www.mig33z.co.cc

    বাইটহোষ্ট ব্যবহার করলে আপনি অনলাইন ফাইল ম্যনেজার দিয়ে htdocs এর ভেতর WordPress ডাইরেক্টরি থেকে সব ফাইল মুভ করে একটি ডাইরেক্টরি উপরে মুভ করুন। অর্থাত্‍, htdocs/Wordpress/ থেকে htdocs/-এ। আশা করি বুঝতে পেরেছেন।

    Level 0

    আদনান ভাই আপনাকে অনেক অনেক অনেক ধন্ন্যবাদ । কাজ হয়েছে ।

    😀

ধন্যবাদ ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] এর জন্য,
অনেক কিছু শিখতে পারছি তোমার টিউন থেকে।

Level 2

Lot of Thanks.

যাই বলেন… চেইন টিউনগুলো সবগুলোই ভাল হইছে… দারুন । ধন্যবাদ

ভাই আমার সাইটে াাপনার পদ্ধতিতে বাঙলা ভাষা ইনেষ্টল হচ্ছে না। হেল্প করেন [email protected]