Instagram বর্তমানে বহুল ব্যবহৃত ও পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে অন্যতম। এতে ছবি ও ভিডিও শেয়ার করা যায়।তবে ভিডিও এর দৈর্ঘ্য সর্বোচ্চ ১৫ সেকেন্ড। কিন্তু ছোট হলেও অনেক সময় এতে সংগ্রহে রাখার মত ভিডিও বা ছবিও পাওয়া যায়।কিন্তু Instagram এ ছবি বা ভিডিও ডাউনলোড করার কোনো সিস্টেম নেই। তবে এখানে শুধুমাত্র ভিডিও ডাউনলোডেরর সিস্টেম টাই দেওয়া হলো। এটা সত্যিই খুব সহজ।এজন্য নিচের থেকে কোন একটি মাধ্যম বেছে নিন।
InstaSave অ্যাপ ব্যবহার করে ডাউনলোড: এটি একটি অ্যান্ড্রয়েড এবং ios অ্যাপ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আরো সহজে বুঝার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন
Dredown এর মাধ্যমে : অনেকটা অাপনি যেভাবে কোন Website থেকে Youtube ভিডিও ডাউনলোড করেন ঠিক সেভাবেই Dredown থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
আরো সহজে বুঝার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন
আশাকরি এই পদ্ধতিতে আপনি Dredown থেকে Instagram ভিডিও ডাউনলোড করতে পেরছেন। আর শুধু ইন্সটাগ্রাম ভিডিও না এর মাধ্যমে আপনি Facebook, Keek এবং Youtube থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।
Torch ব্রাউজার এর মাধ্যমে :যেকোন ধরনের ভিডিও টর্চ ব্রাউজার গ্রাব করতে পারে এবং তা ডাউনলোড লিংকে পরিনত করে। এ পদ্ধতি অনুসরন করেই Torch Browser এর মাধ্যমে ভিডিও ডাউনলোড করা যায়।
আরো সহজে বুঝার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন
আশাকরি আপনি এখন Instagram থেকে ভালোলাগা ভিডিওগুলো সহজেই ডাউনলোড করতে পারবেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। আর আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ইউটিউব চ্যানেলে Subscribe করতে ভুরবেন না।
আমি টেকটিউটর বাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।