কিভাবে Instagram থেকে ভিডিও ডাউনলোড করবেন

Instagram_logo
Instagram Logo

Instagram বর্তমানে বহুল ব্যবহৃত ও পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে অন্যতম। এতে ছবি ও ভিডিও শেয়ার করা যায়।তবে ভিডিও এর দৈর্ঘ্য সর্বোচ্চ ১৫ সেকেন্ড। কিন্তু ছোট হলেও অনেক সময় এতে সংগ্রহে রাখার মত ভিডিও বা ছবিও পাওয়া যায়।কিন্তু Instagram এ ছবি বা ভিডিও ডাউনলোড করার কোনো সিস্টেম নেই। তবে এখানে শুধুমাত্র ভিডিও ডাউনলোডেরর সিস্টেম টাই দেওয়া হলো। এটা সত্যিই খুব সহজ।এজন্য নিচের থেকে কোন একটি মাধ্যম বেছে নিন।

InstaSave অ্যাপ ব্যবহার করে ডাউনলোড: এটি একটি অ্যান্ড্রয়েড এবং ios অ্যাপ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

  • প্রথমেই মোবাইলে InstaSave For Instagram ইন্সটল করে নিন।
  • এখন ইন্সটাগ্রামে প্রবেশ করুন। এবং যেই ভিডিও ডাউনলোড করতে চান তার লিংকটি কপি করুন।
  • শেয়ার লিংক কপি করতে ভিডিওটির সাইডে থাকা মেনু বাটনে ক্লিক করে "Copy Share Url" এ ক্লিক করুন।
  • এখন ইন্সটল করা InstaSave অ্যাপ চালু করুন।কিছুক্ষন অপেক্ষা করুন। দেখুন কপি করা ভিডিওগুলো এখানে চলে আসছে।
  • এখন সাইডে থাকা সেভ বাটনে ক্লিক করে ভিডিওটি সেভ করুন।

আরো সহজে বুঝার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন

Dredown এর মাধ্যমে : অনেকটা অাপনি যেভাবে কোন Website থেকে Youtube ভিডিও ডাউনলোড করেন ঠিক সেভাবেই Dredown থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

  • প্রথমে আপনাকে কাঙ্খিত ভিডিও এর শেয়ার করার লিংক কপি করতে হবে। পিসি বা ওয়েব ব্যবহারকারী হলে এড্রেসবার থেকেই লিংক কপি করে নিতে পারবেন।কিন্তু অ্যাপ ব্যবহারকারী হলে প্রথমে যে ভিডিওটা শেয়ার করেছে তার প্রোফাইলে যেতে হবে। এরপর কাঙ্খিত ভিডিওতে ক্লিক করে নিচে মেনু থেকে Copy Share Link এ ক্লিক করে লিংক কপি করুন।
  • এবার ব্রাউজারের এড্রেসবারে http://www.dredown.com/instagram লিখে Dredown এর সাইটে যান।
  • এখানে যে বক্স আছে তাতে কপিকৃত লিংকটি পেস্ট করুন এবং পাশে থাকা Dredown এ ক্লিক করুন।
  • এতে ভিডিওটি কিছুক্ষনের মধ্যে অটোমেটিকলি ডাউনলোড হবে কিন্তু না ডাউনলোড হলে বক্সের নিচে দেয়া লিংকে ক্লিক করবেন।
  • ঠিক এমন পদ্ধতি অনুসরন করে SaveDeo দিয়েও ভিডিও ডাউনলোড করতে পারবেন।

আরো সহজে বুঝার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন

আশাকরি এই পদ্ধতিতে আপনি Dredown থেকে Instagram ভিডিও ডাউনলোড করতে পেরছেন। আর শুধু ইন্সটাগ্রাম ভিডিও না এর মাধ্যমে আপনি Facebook, Keek এবং Youtube থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Torch ব্রাউজার এর মাধ্যমে :যেকোন ধরনের ভিডিও টর্চ ব্রাউজার গ্রাব করতে পারে এবং তা ডাউনলোড লিংকে পরিনত করে। এ পদ্ধতি অনুসরন করেই Torch Browser এর মাধ্যমে ভিডিও ডাউনলোড করা যায়।

  • এজন্য প্রথমেই Torch Browser এর ওয়েবসাইট থেকে টর্চ ব্রাউজার ডাউনলোড করে পিসিতে ইন্সটল করে নিন।
  • এবার যদি ব্রাউজারে লগ ইন অবস্থায় থাকেন তবে কাঙ্খিত ভিডিওতে যান। আর আগে থেকেই যদি লিংক কপি করা থাকে তবে Address Bar ঐ লিংকটি পেস্ট করে Enter দিন।
  • পেজ লোড হলে ভিডিওটি খানিকটা Play করুন। এতে করে টর্চ ব্রাউজার ভিডিওটি গ্র্যাব করে ডাউনলোড লিংক জেনারেট করতে পারবে।
  • এখন উপরের বারে দেখেন যে "Video" লেখা বাটন টি ক্লিক করা যাচ্ছে যেটা আগে ধূসর ছিল।
  • এবারও কি বলে দিতে হবে কি করতে হবে?? "Video" লেখা Button টিতে ক্লিকে করে ভিডিওটি ডাউনলোড করুন।
  • ডাউনলোড করা ভিডিওটি .mp4 ফরমেটে সেভ হবে। আশা করি ভিডিওটা সকল Player এই সাপোর্ট করবে।

আরো সহজে বুঝার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন

আশাকরি আপনি এখন Instagram থেকে ভালোলাগা ভিডিওগুলো সহজেই ডাউনলোড করতে পারবেন।  ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। আর আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ইউটিউব চ্যানেলে Subscribe করতে ভুরবেন না।

Find Us On Facebook

Find Us On Youtube

Level 0

আমি টেকটিউটর বাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস