আসসালামুআলায়কুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমে ভাল আছি। আমি টেকটিউনস এ টিউনার হয়েছি অনেকদিন যাবত। কিন্তু সময় স্বল্পতার কারণে টিউন করতে পারিনা। তো আজকে সময় নিয়ে টিউন করতে বসলাম। আমার টিউনের বিষয়বস্তু হল কিভাবে আপনার কম্পিউটার থেকে Hohosearch ভাইরাস দূর করবেন। তাহলে চলুন আগে Hohosearch ভাইরাস সম্পর্কে জেনে নেওয়া যাক-
Hohosearch ভাইরাস কি?
Hohosearch হল একটি ব্রাউজার হাইজ্যাকার। যা আপনার কম্পিউটারের ব্রাউজারগুলোকে হাইজ্যাক করে থাকে। আপনি যখন আপনার কম্পিউটারের ব্রাউজারে প্রবেশ করবেন, তখন আপনি অটোমেটিকভাবে Hohosearch.com এ চলে যাবেন, শুধু তাই নয় আপনি যখন নতুন ট্যাব ওপেন করবেন তখনও আপনি Hohosearch এ চলে যাবেন। এটি আপনার ব্রাউজারকে ধীরগতি করে দেয় এবং আপনার জন্য অত্যান্ত বিরক্তিকর। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার কম্পিউটারের ব্রাউজার থেকে Hohosearch ভাইরাস দূর করা যায়-
১| প্রথমে আপনার কম্পিউটারের Start বার্টনে ক্লিক করুন এবং Control প্যানেলে যান
২| এবার Unstall Programs এ ক্লিক করুন
৩| এবার Unstall Programs এ গিয়ে Hohosearch ভাইরাসের সাথে সম্পর্কিত এন্ট্রিগুলো চয়ন করুন
৪| এবার Unstall or change a program এ ক্লিক করুন
অনেকসময় এ পদ্ধতি অনুসরণ করেও ভাইরাস রিমুভ করা যায় না। সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারকে রিস্টার্ট দিতে পারেন। আশা করি ভাইরাস রিমুভ হয়ে যাবে।
আজ এ পর্যন্তই। সকলে ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর সম্ভব হলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসবেন।
আমি আব্দুল ওয়াকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।