খুব সহজে আপনার ব্লগের টিউনে “Read More” লেখাটি যোগ করুন। (ভিডিওসহ)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভাল, আমিও আলহামদুলিল্লাহ খুব ভাল।

এটি আমার তৃতীয় টিউন, লেখালেখিতে আমি তেমন অভ্যস্ত নই তাই ভুল ত্রুটি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যদি ভুল ত্রুটি হয়ে যাই টিউমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি শুধরানোর চেষ্টা করব। আমার টিউনটি যদি আপনার ভাল লাগে তবে অবশ্যই সেটাও টিউমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি, আপনাদের অনুপ্রেরণাই আমাকে আগামীতে লেখার শক্তি যোগাবে বলে আমি মনে করি। যাই হোক চলুন মূল টিউনের দিকে যাওয়া যাক। 🙂

আমরা যারা গুগল ব্লগারের ব্লগ সাইট ব্যবহার করি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ব্লগের টিউনে “Read More” যোগ করবেন। হয়ত অনেকেই এই ব্যপারে আগে থেকেই জানেন কিন্তু আমার এই টিউনটি হলো যারা জানেন না তাদের জন্য। 😉

 

চলুন শুরু করা যাক, প্রথমে ব্লগারে যান, আপনার ব্লগের নামের উপর ক্লিক করে ব্লগের ড্যাশবোর্ডে প্রবেশ করেন,

 

 

সেখান থেকে টিউনে যান, এখন আপনি যে টিউন এডিট করবেন সে টিউনের উপর কার্সর রাখলে কিছু অপশন আসবে সেখান থেকে এডিট এ ক্লিক করুন।

 

 

এবার আপনি যেখানে Read More যোগ করতে চান সেখানে কার্সর রাখুন

 

 

এবং “insert jump break” আইকনে ক্লিক করুন।নিচে ছবিতে দেখুন।

 

 

ব্যস! কাজ শেষ এবার আপডেট এ ক্লিক করে প্রিভিউ করুন,

দেখবেন আপনার টিউনে Read More যোগ হয়ে গেছে। :mrgreen:

 

 

আজ এই পর্যন্তই, কোন অসুবিধা হলে অবশ্যই জানাবেন।

যদি বুঝতে অসুবিধা হয় ছোট্ট এই ভিডিওটি দেখে আপনার টিউনে Read More লেখাটি সহজেই যোগ করতে পারেন।

টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে এইখানে

Level 0

আমি মঞ্জুরুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি একজন প্রযুক্তি প্রেমী। প্রযুক্তির সাথে থাকতে এবং নতুন কিছু শিখতে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি মনে করি সেই অকৃতজ্ঞ যে অন্যের কাছ কিছু শিখতে পারলে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে না। এখানে দেখলাম অনেক কত কষ্ট করে পোস্ট করে টাকার বিনিময়ে না, আমাদের মত মানুষদের অন্তত উচিত কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা, এতে করে টিউনকারিরা আমাদের মন্তব্য কারণে উৎসাহিত হয়ে আরো ভালো টিউন উপহার দিবে।

    আপনার মূল্যবান টিউমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন।