সবাইকে সালাম। আপনাদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগলো এবং টিউন করার সাহস ও বাড়লো। দেরি হল কারন কারেন্ট থাকে না সেজন্য লিখা শেষ করতে পারিনি। আপনাদের যা যা লাগবে। আজ শুধু এক্সপি কি ভাবে করে সেটি বলব।
প্রথমে এখান থেকে flesh prep software টি ডাউনলোড করে নিন। সেটি আনজিব করে নিন।
হয়ে যাবে আপনা bootable windows xp stick.
এর পর bios এ গিয়ে boot from usb করে দিন.তারপর মজা দেখবেন। বি.দ্র. বুট হওয়ার পর ২ নাম্বাটি সিলেক্ট করবেন।
আমি MONIR-ctg2009। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনকে ভালভাবে উপভোগ করতে চেষ্টা করি। টাকা আয় করতে ভাল লাগে।কিন্তু রাখতে পারিনা।
মনির ভাই,
পদ্ধতিটা বেশ জটিল বলে মনে হচ্ছে…..তবুও সাহস করে অন্ত্যত পক্ষে একবার হলেও চেষ্টা করব। আর অবশেষে টিউনটা করার জন্য ধন্যবাদ ।
মামুন ভাই উন্ডোজটা হলো অপারেটিং সিস্টেম। মোট কথা যেখানে সকল সফটওয়্যার ইন্সটল করা হয়। সেই সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি।
আপনি আরো বিস্তারিত জানতে হলে হার্ডওয়্যার ক্লাসটা করে নিন তাহলে ভাল করে বুঝতে পারবেন।
যদি এটি আসলেই করা যায় তাহলে খুবই ভাল হবে। তবে টিউটোরিয়ালটি আরো গুছিয়ে এবং সবার বোঝার সুবিধার্থে স্টেপ বাই স্টেপ লিখলে অনেক ভাল হতো। আরো একটি টিউন আশা করছি। চালিয়ে যান
যদি এটি আসলেই করা যায় তাহলে খুবই ভাল হবে। তবে টিউটোরিয়ালটি আরো গুছিয়ে এবং সবার বোঝার সুবিধার্থে স্টেপ বাই স্টেপ লিখলে অনেক ভাল হতো। আরো একটি টিউন আশা করছি। চালিয়ে যান.. অপেক্ষায়…
ভাই কাউ কি জানেন যে adsense বন্ধ করা adsense আবার কি চালু করে দায়? জানলা জানান আমার দর কার?
মনির ভাই, এইটা কি ফন্ট? বুঝতে পারছিনা কিছুই….দয়াকরে একটু সহজ করে দেন……….