আমাজন এফিলিয়েট মার্কেটিং করে মাসে ১০০০ ডলার আয় করার প্ল্যান :: সঠিক পদ্ধতি অবলম্বন করে নিস সাইট ডিজাইন [কোডিং জ্ঞান ছাড়াই] [চেইন টিউন : পর্ব – ০৬]

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

পর্ব ৪-এ লিখেছিলাম: নিস সাইটের জন্য পারফেক্ট ডোমেইন এবং বেস্ট হোস্টিং বাছাই। সেখানে কীভাবে ওয়ার্ডপ্রেস সেটাপ করতে হয় সেটাও দেখিয়েছিলাম। মনে আছে? মনে না থাকলে সেটা পড়ে নিন ভালো করে।

কারণ আজকে তারপর থেকেই শুরু হবে। কিন্তু যারা গোড্যাডি থেকে ডোমেইন-হোস্টিং কিনবেন না তারা কীভাবে সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন? ব্যাপারটা আসলে তেমন কঠিন না। বরং আরও সহজ। এটা অল্প কথায় লিখে আজকের মূল পর্বে চলে যাবো- সঠিক পদ্ধতি অবলম্বন করে নিস সাইট ডিজাইন করা দেখাবো। কিন্তু সেজন্য আপনাকে ওয়েব ডিজাইনার বা ওয়েব প্রোগ্রামার বা ওয়েব ডেভেলপার হতে হবে না। ওকে?

কীভাবে এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন?

প্রায় প্রতিটি হোস্টিং প্রোভাইডারের হোস্টিং-এ সফটাকোলাস নামক একটা সফটওয়্যার আছে। ঐটা ব্যবহার করে এক ক্লিকে (আসলে কয়েকটা ক্লিক করতে হয়... ;)) ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। কীভাবে সেটা করবেন তা শেখার জন্য নিচের ছোট্ট ভিডিওটা দেখে নিতে পারেন।

তো, যে যেভাবে পেরেছেন, ধরে নিলাম আপনার সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে। আমি এখন পরের পর্বে, মানে আজকে যেটা নিয়ে আলাপ করবো- “কীভাবে আপনার নিস সাইটটা ডিজাইন করবেন?” অংশে চলে যাবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল সংক্রান্ত কোনো জটিলতা/সমস্যা দেখা দিলে আমাকে জানাবেন নিচে টিউমেন্ট করে।

কীভাবে নিস সাইট ডিজাইন করবো?

কাজের এবং বুঝতে সুবিধার জন্য আমরা পর্বটি কয়েকটি ভাগে ভাগ করে নেবো। অর্থাৎ কোনটার পর কোনটা শিখবো সেটা আমরা দেখে নিই চলেন এক নজরে:

  • প্রাথমিক সেটাপ
  • থিম সেটাপ
  • প্লাগিন সেটাপ
  • পেজসমূহ এবং টিউনসমূহ সেটাপ
  • ওভারঅল অন্যান সেটাপ

উপরের এই পাঁচটা সাব-পার্ট সেটাপ করতে পারলেই আমাদের কাজ কমপ্লিট। একটা ব্যাপার মনে রাখুন। সাইটকে ডিজাইন দিয়ে ভারি করে ফেলবেন না। সাইট হওয়া উচিত নিট এন্ড ক্লিন। সাদা ব্যাকগ্রাউন্ড-এ কালো/গ্রে বর্ণের লেখাই সর্বোৎকৃষ্ট।

চলুন উপরের পর্বগুলো ধারাবাহিকভাবে শিখে নেয়া যাক:

প্রাথমিক সেটাপ

ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। তাইতো? এবার http://www.YourNicheWebsite.com/wp-login.php-এ গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করার পর পাচ্ছেন একটি ড্যাশবোর্ড। অর্থাৎ আপনার সাইটের এডমিন প্যানেলে লগিন করেই যে পেজটা পাচ্ছেন সেটাই হচ্ছে ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা প্রায় সব ওয়েবসাইটের ড্যাশবোর্ড-ই সেইম। দেখুন নিচের স্ক্রিনশটটা। তাহলেই এক নজরে বুঝে যাবেন:

উপরের স্ক্রিনশটটা ভালো করে দেখে নিন। তাহলেই আপনার সাইটের এডমিন প্যানেল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। কিছু বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে ভুলবেন না। আশা করি আপনার প্রশ্নের সমাধান দিতে পারবো।

থিম সেটাপ

নিস সাইটের জন্য পেইড থিম ব্যবহারের পক্ষে প্রায় সবাই-ই। আমি নিজেও আমার নিস সাইটগুলোতে পেইড থিম ইউজ করি। কিন্তু শুরুতে আমি আপনাকে বলবো ফ্রি থিম ইউজ করার জন্য। আর ফ্রি থিমের মধ্যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমের বিকল্প হয় না। নিচের স্ক্রিনশটটা দেখে নিন ভালো করে:

যদি আপনি নতুন থিম বা ডিফল্ট থিমের পরিবর্তে অন্য থিম ব্যবহার করতে চান তাহলে সেটা ইনস্টল করতে হবে “Appearance” অংশ থেকে। নিচের ধাপগুলো খেয়াল করুন:

১. “Appearance”-এ মাউস নিলে পপআপ হবে। উপরের স্ক্রিনশট দেখুন।
২. “Themes” বাটনে/মেনুতে ক্লিক করুন। নতুন পেজ ওপেন হবে।
৩. সবচেয়ে উপরে দেখুন “Add New” বাটন আছে। ওখানে ক্লিক করুন।
৪. সার্চ অপশন পাবেন এই পেজে। থিম সার্চ করে ইনস্টল করতে পারেন। অথবা “Upload” বাটনে ক্লিক করে Upload করতে পারেন আপনার পিসিতে যদি অলরেডি কোনো থিম থেকে থাকে।
৫. সবশেষে থিমটি একটিভ করুন। ব্যাস হয়ে গেলো।

নতুন থিম একটিভ করলে পুরনো থিমটা ডিএকটিভ হয়ে যায় অটোমেটিক। এভাবে আপনার ইচ্ছেমতো থিম পরিবর্তন বা সংযোজন করতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ হলো- শুরুতে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম নিয়েই কাজ করুন। পেইড থিম নিয়ে অযথা সময় ও অর্থ নষ্ট করবেন না। তারপর শুরুর ২/১ টা প্রজেক্টে সাকসেস হলে, টাকা খরচ করে পেইড থিম কিনতে পারবেন, ডেভেলপার রেখে ডিজাইন করতে পারবেন সাইট নিজের ইচ্ছে-স্বাধীনমতো।

প্লাগিন সেটাপ

প্লাগিন ইনস্টল করা অনেকটা থিমের মতোই। তাই এখানে আর ডিটেইলস কিছু লিখবো না। শুধু প্রয়োজনীয় প্লাগিনগুলোর একটা লিস্ট দিচ্ছি:

1. All in One SEO Pack
2. Jetpack by WordPress.com
3. Google XML Sitemap
4. Eggplant 301 Redirect (Optional)
5. Social Share (Optional)

উপরের এই ৪/৫ টা প্লাগিন-ই যথেষ্ট একটা নিস সাইটের জন্য। অযথা প্লাগিন ইনস্টল করে সাইট ভারি করে তুলবেন না। সাইটের স্পিড কমে গেলে সাইট রেংক হতে বেশি সময় লাগে। অনেক সময় গুগল স্যান্ডবক্সে ফেলে রাখে তিন মাস, অযথাই। সুতরাং অপ্রয়োজনীয় প্লাগিন ইনস্টল করা থেকে বিরত থাকুন।

ওয়ার্ডপ্রেস সেটাপ ভিডিও টিউটোরিয়াল

আমার এই লেখা পড়ে যদি আপনাদের সমস্যা হয় ওয়ার্ডপ্রেস সেটাপ করতে, তাহলে একটা ভিডিও দেখতে পারেন। তবে এজন্য একটা কাজ করতে হবে। আমার Azon Star সাইটে যেতে হবে। সেখানে এই লেখাটি দেখুন: How to Design an Amazon Niche Site? এই টিউটোরিয়ালে নিচের স্ক্রিনশটের মতো একটি অংশ আছে। ওখান থেকে যেকোনো একটা শোশ্যাল বাটনে ক্লিক করে লেখাটা শেয়ার দিন আর পেয়ে যাবেন ভিডিও টিউটোরিয়ালটা:

পেজসমূহ এবং টিউনসমূহ সেটাপ

পেজসমূহ হচ্ছে- সাইটে পেজ এড/এডিট করার জন্য। কি কি পেজ লাগবে তার একটা লিস্ট আমি কনটেন্ট ডেভেলপমেন্ট অংশে দেবো। তবে মোটামুটি একটা নিস সাইটে ৫-৭ টা পেজ লাগে।

আর টিউন লাগে মোটামুটি ২০-৩০ টা। তবে অনেক অভিজ্ঞ নিস সাইট অউনার বলেন ১০০ টাও লাগতে পারে। কিন্তু আমি দেখেছি ভালো করে ১৫ টা টিউন সাইটে থাকলেও হয়। অর্থাৎ সাইট রেংক করে। টিউনগুলো হবে এরকম: ২০ টা তথ্যমূলক টিউন এবং ১০ টা রিভিউ। শুরুতে এই কয়টা লাগবেই। এ সম্পর্কে বিস্তারিত পাবেন পরের পর্বে।

ওভারঅল অন্যান্য সেটাপ

ওভারঅল অন্যান্য সেটাপের মধ্যে আছে পার্মালিংক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব। এটা সেটিংস অংশে করতে হবে। “Settings"-এ মাউস হোভার করলে ওভারে দেখবেন “Permalink" একটা মেনু আছে। ওখানে ক্লিক করে সাইটের পার্মালিংক দিতে হয়- টিউন নেম/Post Name। কেন? সেটা এসইও অধ্যায়ে লিখবো। কারণ এটা এসইও’র কাজ।

এছাড়াও সাইটের টাইটেল, ট্যাগ লাইন ইত্যাদি দিতে হয় সেটিংস-এর জেনারেল/General অধ্যায়ে। এই বিষয়গুলো টুকটাক ব্যাপার। কিন্তু গুরুত্বপূর্ণ। তো আশা করবো আপনারা বিষয়গুলো যত্নের সাথে খেয়াল করবেন।

সর্বশেষ কথা

এই পর্ব এখানেই সমাপ্ত। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি গুরুত্বের সাথে প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো। আমাকে পারসোনালি কন্ট্যাক্ট করার চেয়ে এখানে টিউমেন্ট করে কিছু জানতে চাইলে সেটা আমি দ্রুত রিপ্লাই দেই। কেন? কারণ এতে আপনি লাভবান হলেন- পাশাপাশি অন্যরাও জানতে পারলো। সেটা ডাবল লাভ হয় না?

তো আজকে এই পর্য়ন্তই থাকলো। ভালো থাকুন। এবং সাথেই থাকুন। 🙂

Level 0

আমি এজন স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো টিউন 🙂 অপেক্ষা করছিলাম এইটার জন্নই ।
আপনার শরীর এর কি অবস্থা ভাই ???

    আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। ধন্যবাদ। সাথেই থাকুন।

      ভাইয়া আপনি বলেছেন ১২ টি টিওটোরিয়াল দিবেন।বাকি গুলো কোথায় পাবো?আমি এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে পুরোপুরি জানতে চাচ্ছি ভাইয়া ।প্লিজ জানাবেন

আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ বস আজকে আবার এমন একটি সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য…Best of luck

    আরও নতুন কিছু আসছে। ইনশাল্লাহ ভালো কিছু উপহার পাচ্ছেন শিগগিরই। সাথেই থাকুন।

চালিয়ে যান আমি আপনাকে follow করছি

অনেক ধন্যবাদ ফিরে আসার জন্ন।আপনার সু-স্বাস্থ্য কামনা করছি।

আপনাকেও ধন্যবাদ আরিফ জামান ভাই। সাথেই থাকুন।

ধন্যবাদ ভাইয়া পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম 🙂

    পরবর্তী টিউন দ্রুতই আসছে। আপনাকেও ধন্যবাদ। সাথেই থাকুন।

দুরন্ত কলম সৈনিক, চালিয়ে যান ভাইয়া ।খুব সুন্দর উপস্তাপনা ।
ধন্যবাদ ধন্যবাদ শত ধন্যবাদ আমাদের জন্য কষ্ট করার কারণে ।
পরবর্তী টিউটরিয়ালের অপেক্ষায় রইলাম,
প্রথমেই টিউমেন্ট করার ইচ্ছা ছিলো কিন্ত লগইন সমস্যায় দেরী হয়ে গেল।
আর আপনার জন্য অনেক দুয়া রইল ।

    আপনাকেও ধন্যবাদ। পরবর্তী টিউন শিগগিরই আসছে। সাথেই থাকুন।

আমি ফেসবুক গ্রুপে অ্যাড আছি। আমি এই প্রজেক্টে কাজ করতে চাচ্ছি।

ভাই আপনার ফেসবুক আইডিটা একটু দেন। আমি কথা বলতে চাই।

না দিতে চাইলে আমাকে একটু নক করেন প্লিজ। facebook.com/osthirrrr

    ফেসবুকে গ্রুপ এখনও খোরা হয়নি। খোলা হলে আপনাকেও এড করা হবে। আপাতত যেকোনো সমস্যা এখানে লিখে জানান। রিপ্লাই দেয়ার শতভাগ চেষ্টা থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ।

আমার সর্বপ্রথম প্রশ্ন হল, এই টিউটোরিয়াল’টা কি ফ্রি সাইট এবং পেইড সাইট সকলের জন্য??? যদি সকলের জন্য হয়, তাহলে ফ্রি যাদের তারা কি ওয়ার্ডপ্রেস ইন্সট্যাল দেওয়ার কোন প্রয়োজন আছে??? কেননা ফ্রি সাইট ওপেন করলে দেখা যায় এমনিতেই নাম বাছাই করতে বলে, থিম সিলেক্ট করতে বলে। তাহলে কি সেটাপ বলতে এটাকেই বোঝায়???
দ্বিতীয় প্রশ্ন হল ওয়ার্ডপ্রেস লগিন করে মাই সাইট এ গেলে প্লুগিন নামে কোন অপশন পাচ্ছিনা, তাহলে প্লুগিন ইন্সট্যাল দিব কীভাবে এবং কোথা থেকে?? এটা কি পেইড সাইটের জন্য??? নাকি আপনি ধাপে ধাপে তা বলবেন।
আর সফটাকুলাস যে সফটওয়্যার টা এটাও কি পেইডদের জন্য?? আশা করি উত্তর গুলা দিবেন???

    দু’টোতে একসাথে কাজ না করাই ভালো। হয় পেইড মেথডে করুন অথবা ফ্রি মেথডে।

    ওয়ার্ডপ্রেস.কম আর ওয়ার্ডপ্রেস.ওআরজি দুটো আলাদা বিষয়। যখন আপনি ফ্রি-তে সাইট বানাবেন তকন ওয়ার্ডপ্রেস.কম। এখানে আপনি থিম চেঞ্জ করতে পারবেন কিন্তু প্লাগিন এড করার অপশন থাকছে না।
    আর ওয়ার্ডপ্রেস.ওআরজি-তে নিজের স্বাধীনমতো কাজ করতে পারবেন। প্লাগিন, থিম এড/চেঞ্জ/এডিট করা যাবে।

    আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

Waiting for next article……

    শিগগিরই আসবে। সাথেই থাকুন। ধন্যবাদ।

ভাই আগামী পর্বের অপেক্ষায় আছি 🙁

আমিও অপেক্ষায় আছি ভাই। আশা করি শিগগিরই পরের পর্ব লিখতে পারবো। ইতোমধ্যে প্রিপারেশনও নেয়া হয়ে গেছে। ইংরেজিটা অলরেডি পাবলিশ করা হয়েছে। বাংলাটা শিগগিরই আসবে।

সাথেই থাকুন। ধন্যবাদ।

ভাই, আপনার সব গুলা পর্ব প্রায় মুখস্থ করে ফেলছি ইতিমধ্যে……… আপনার আগামী পর্ব আসতে আসতে Youtube থেকে wordpress site design এর কিছু বেসিক Tutorial দেখছি ।
আপনার পরামর্শ যেহেতু পুরা চেইন tutorial শেষ করার পর কাজ শুরু করা তাই Hosting এবং Domain এখন ই কিনছি নাহ । Dollar রেখে দিছি যাতে শেষ হওয়া মাত্র কাজ শুরু করে দিতে পারি ।
আবার ও ধন্যবাদ এমন একটা উদ্যোগ নেয়ার জন্য 🙂

বন্ধুরা, আজকে পাবলিশ হলো সিরিজের ৭ম পর্ব। সময় করে পড়ে নিতে পারেন: https://www.techtunes.io/tutorial/tune-id/429284

ধন্যবাদ। সাথেই থাকুন।

    Bhaia…Eta to asche na…direct techtunes er home page e chole jacche…

    স্টার ভাই আপনার এই কষ্টকর টিউনগুলোকে স্বাগাত জানাই।
    কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে- আমি গুগল এ্যডওয়ার্ড লাগিন করতে পারছি না। যতবারই লগিন করতে যাচ্ছি ততবারই ক্রেডিট কার্ড,পেমেন্ট চাচ্ছে। আমর স্ক্রীণশট গুলো একটু দেখলে খুশি হতাম।
    http://s17.postimg.org/o0gne8ar3/Untitled.jpg

    http://s15.postimg.org/hf0r9wriz/Untitled2.jpg

    ধন্যবাদ আপনাকে। 🙂

অসাধারণ! আপনার লেখা নিয়মিত পরছি। আশা করি কাজে আসবে। ধন্যবাদ!

Level 0

amazon bounty theke ki earn kora jay?

(পর্ব – ০৭: নিস সাইটের জন্য প্রয়োজনীয় কনটেন্ট লেখা/সংগ্রহ এবং সাজানো ) এটার লিংক কাজ করছে না। ক্লিক করলে টেকটিউনসের হোমপেজে নিয়ে যায়। সমস্যা একটু দেখুন।