শিখুন C++ এর A to Z [পর্ব-৩৩ ] :: Arrow selection operator

শিখুন C++ এর A to Z

সি++ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সের  34  তম পর্বে Arrow selection operator  সেটা   আলোচনা করেছি। এটা ব্যবহার করার ফলে আমাদের প্রগ্রামকে যেমন সাজাতে পারবো ঠিক তেমনি প্রগ্রামকে অনেক সহজ করে দেয়।তো আজকের পর্বে দেখবো কিভাবে আমরা  আমাদের প্রোগ্রাম এ ক্লাস কে বিভিন্য ফাইলে   কিভাবে রাখতে  পারি সেটাই আরও কিছু উদারহন সহ দেখবো। ।  সি++ এটার ব্যবহার খুব বেশি হয়ে থাকে সি++ সহ জত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব গুলতে এটার ব্যবহার অনেক বেশি তাই ক্লাসস অনেক ভাল ভাবে বঝা সবার জন্যেই জরুরি।আমি একদম সহজ ভাবে তুলে ধরেছি  আশা করি আজকের টিউটোরিয়াল টি বুঝতে  কোন সমস্যা হবেনা।   আর একটা বিষয় মনে রাখতে হবে সি++ এ ভাল হতে হলে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম বারবার টেস্ট করতে হবে কি কি ভুল হচ্ছে সে গুলো ঠিক করার জন্যে। তাছাড়া পারদর্শী হওয়া খুব কঠিন হবে।

এই পর্বটি বুঝতে সমস্যা হলে previous  পর্বটি দেখে নিতে পারেন। সেই সাথে টিউমেন্ট করেও জানাতে পারেন। কোন সমস্যা হলে আমি সেটা পরবর্তী তিউতরিয়ালে আলছনা করে সমস্যা সমাধান দিয়ে দেব। আর অবসস্যই টিউমেন্ট করবেন টিউটোরিয়াল গুলো বুঝতে পারছেন কিনা সেটা ক্লিয়ার হওয়া যাবে।

সৌজন্যে ঃ টেক শিক্ষা

ফেসবুকে আমি  ঃ Mustakim Billah Hemel

Level 0

আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস