বায়োমেটিক পদ্ধতিতে সিম রেজিস্টেশনের জন্য গ্রামীনফোন সফট্ওয়ার gp blue box

শুরুতে সবাই কে আমার সালাম ও মোবারক বাদ যানিয়ে আমার আজকের টিউন টি লিখতে বসলাম

আসসালামু আলাইকুম ওয়া রাহমা তুল্লাহি ওয়াবারাকাতুহু

আপনারা সবাই কেমন আছেন? আজ অনেক দিন পর হাজির হলাম আপনাদের মাঝে আশা করি ভালোই আছেন দোয়া করি মহান আল্লাহ পাক সবাই কে ভালো রাখুক আমিও আপনাদের দোয়ায় ও মহান আল্লহ তায়ালার রহমতে ভালোই আছি দোয়া করবেন যাতে মহান আল্লাহ তায়ালা আমাকে এবং আপনাদের সবাই কে ভালো রাখেন এবং আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে হাজির হতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দেয়।

কাজের কথায় আসি।বায়োমেটিক পদ্ধতিতে সিম রেজিস্টেশনের জন্য গ্রামীনফোন থেকে ডিভাইজ হিসাবে ট্যাব দেওয়া হয়েছে এবং সেখানে একটি সফট্ওয়ার gp blue box, যা দ্বারা সিম রেজিস্টেশন করা হয়, অনেকে ট্যাব ব্যবহার করতে করতে gp blue box apps টি ডিলিট করে দিয়েছে,কিন্তু gp blue box.apk কোন ওয়েব সাইট বা স্টোরে পাওয়া যায় না, gp blue box যাদের প্রয়োজন তারা ডাউনলোড করে নিন https://userscloud.com/pfaenpbvpw97

গ্রামীনফোন বায়োমেটিক পদ্ধতিতে সিম রেজিস্টেশনের জন্য যা প্রয়োজন একটি ট্যাব অবশ্য ৫" ডিসপেলে থাকতে হবে, ফিঙ্গার স্ক্যানার এবঙ ওটিজি ক্যাবেল লাগবে।
অবশ্যই সচল সিম বিক্রয় গ্রামীনফোন অনুমোদিত POS Code লাগবে।

যদি ভাল লাগে তাহলে অবশ্যই টিউনটি শেয়ার করবেন।আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব ভাললাগবে।

অনেকেই হয়ত এমন এপ্স ই খুজতেছিলেন।তাই আজ পেয়ে গেলেন।

প্রয়োজনে https://web.facebook.com/md.rafiqulislam74

Level 0

আমি মোঃ রফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai amar ekta question ache sudhu amar na amar moto jara bidesh e ache tader prai sobar ei prosno seta holo amader sim er ki hobe.amra to chaileo sim reg er jonno deshe jaite parbo na

যাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট স্কানার আছে তারা কি নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারবে,,?? পারলে কি কি লাগবে,,??

but kotha holo, gp tab a je sim use hoye, ai (sim+post code) chara kaj hoye na,

ধন্যবাদ ভাই, এটা খুঁজছিলাম………

পারলে বাংলালিংক এর টা শেয়ার করবেন প্লিজ

তাহলে আর কি করার

ভাই খুব সুন্দর পোস্ট, কিন্তু এই পদ্ধতি কি পিসিতে কি করা যাবে?? [email protected]

বাপরে দেশে জ্ঞানীর সমাহার!
উনি সফটওয়্যার কপি মেরে দিলেন হুয়াহুই ট্যাব থেকে তাতে কোন সমস্যা নেই তবে গ্রামীণ উনাকে অনুমতি দিয়েছিল বলে তো মনে হয় না।
কিন্তু উনি কি জানেন যে গ্রামীণ ফোনটার সাথে একটা নিজস্ব সিম দিয়ে দিয়েছে। সেটা ছাড়া অন্যে কোন সিমের মাধ্যমে একাজ করা মোটেও সম্ভব নয়।
তাইলে সফটওয়্যার নিয়ে কি লাভ হবে?

রাকিব রিয়াদ@ যে কোন সিম বা নেট হইলে চলে….

মোঃ আওয়াল-উর-রহমান শুভ ভাই@ গ্রামীণফোন অনুমোদিত POS কোড লাগবে।

ফরহাদ উজ জামান ভাই ধন্যবাদ হ্যা পিসিতে ব্যবহার করা যাবে।

Ochin_Manus ভাই ধন্যবাদ, যে কোন অপারেটরে নেট ব্যবহার করে কাজ করতে পারবেন কিন্ত গ্রামীণফোন অনুমোদিত POS কোড লাগবে।

রাসেল রহমান ভাই ধন্যবাদ য়ে কোন গ্রামীণফোন সেন্টারে গেলে হবে। যেহেতু আপনি দেশের বাহিরে আছেন সেহেতু আপনি আপানার পিতা মাতা নামে সিম রেজিস্টেশন করতে পারবেন।