সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হল ফেসবুক। ফেসবুকে যেমন ভাল মন মানসিকতার মানুষ অাছে, তেমনি বাজে নষ্ট মন মানসিকতার মানুষেরও অভাব নেই।
ফেসবুক ব্যবহার করতে গিয়ে বৃব্রতকর ছবি বা পোস্টের মুখামুখি হন নাই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিছু নষ্ট মন মানসিকতার মানুষ অাছে যারা ফেসবুকে অাইডি খোলেন শুধু মাত্র বাজে পোস্ট করার জন্য। এইসব মানুষ কারো কোন উপদেশ শোনেনা। ভাল কথা বললে এরা কানে নেয় না।
এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজেদেরকে অারো সজাগ হতে হবে। যেখানেই অশ্লীল ছবি বা পোস্ট দেখবেন সেখানেই রিপোর্ট করবেন।
মনে রাখাবেন ফেসবুক কোন অশ্লীল ছবি, পোস্ট বা অশ্লীল প্রোফাইলকে কখনই সাপোর্ট করেনা। মাত্র একটি রিপোর্টের ভিত্তিতেও ফেসবুক যে কোন অশ্লীল ছবি, পোস্ট বা অশ্লীল প্রোফাইলকে সম্পূর্ন ডিলিট করে দেয়। শুধু সঠিক ভাবে রিপোর্ট করতে হবে।
কথায় অাছে “একের বোঝা, দশের লাঠি ”। তাই সবাই মিলে ফেসবুকের অশ্লীল ছবি ও টিউনের বিরুদ্ধে রিপোর্ট করতে হবে। অাপনি যদি সঠিক ভাবে রিপোর্ট দিতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে।
ফেসবুকের এমন কিছু গ্রুপ অাছে যেখানে সবাই ফেসবুকের অশ্লীল ছবি ও টিউনের বিরুদ্ধে রিপোর্ট করেন। অামি অাপনাদের অাজ এমন কিছু গ্রুপের লিংক দেব। অাপনারা এসব গ্রুপে নিজে জয়েন করবেন এবং অাপনাদের বন্ধুদেরেকও Add করে দিবেন।
অারো গ্রুপের নাম অাপনাদের জানা থাকলে টিউমেন্টে জানান…… অামি পরে সেটা Add করে দেব।
অশ্লীলতাকে ঘৃণা করার পাশাপাশি অশ্লীলতার বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়ে তুলুন। মনে রাখবেন শুধু মাত্র অশ্লীলতাকে ঘৃণা করলেই তা দুর হয়ে যাবেনা, বরং শক্ত প্রতিরোধের মাধ্যমেই তা সম্ভব।
কিভাবে ফেসবুকের অশ্লীল ছবি ও টিউনের বিরুদ্ধে রিপোর্ট করবেন তা জানতে নিচের ভিডিও টি দেখুন
ভিডিওটি ভাল লাগলে অামার Channel টি Subscribe করবেন।
লেখাটি প্রথমে এই ব্লগে প্রকাশিত হয়েছে। ফেসবুকে অামি
লেখাটি সম্পর্কে অাপনার মুল্যবান মতামত জানানোর অনুরোধ রইল।
আমি মুহাম্মদ পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।