প্রিয় ব্লগারদের পোস্টগুলো নিয়ে যেভাবে বানাবেন একটি অটোমেটিক আপডেটেড কমিউনিটি ব্লগের মতো ব্লগস্পট ব্লগ

হ্যা, ব্লগটা ঠিক এরকমই হবে অনেকটা টেকটিউনস, সামহোয়্যারইন বা এরকম কমিউনিটি ব্লগের মতো। তবে শেখানে শুধুমাত্র প্রকাশিত হবে আপনার নির্বাচন করে দেওয়া ব্লগারদের লেখা। এই ব্লগের আরেকটা সুবিধাও আছে। সেটা হচ্ছে কেউ আপনার ব্লগে লিখতে না চাইলেও তার ঘাড় ধরে লিখাতে পারবেন আপনি। অর্থাৎ আপনিই মডু সেখানে। কারে যোগ করবেন কারে ব্যানড করবেন সেটা আপনিই নির্ধারণ করে দিবেন।

এছাড়া আইলসাদের জন্য এটা একটা জোশ সিস্টেম। আপনাকে কিছুই করা লাগবেনা। অটোমেটিক্যালি একের পর এক পোস্ট পাবলিশড হতে থাকবে আপনার ব্লগে। যাহোক ভনিতা বাদ দিই। এরকম একটা ব্লগের উদাহরণ হিসেবে আমার ব্লগস্পট ব্লগ টা ঘুরে আসতে পারেন। আর কেউ এখান থেকেই একনজর দেখতে চাইলে স্ক্রীনশট দিচ্ছিঃ

নীচের দিকে সকল দেখান নামে একটা অপশান আছে। সেখানে ক্লিক করলে একসাথে অনেকগুলা ( প্রায় ৪০-৫০ টার মতো ) পোস্ট দেখাবে। এরপর যে যে পোস্টগুলো আপনি পড়তে চান সেগুলোর শিরোনামে ক্লিক করে পড়তে পারেন পোস্টগুলো। এই পোস্টগুলো আসবে সামহোয়্যারইন বা টেকটিউনসের মতো করেই। অর্থাৎ সবার শেষে যে পোস্টটি প্রকাশিত হবে সেটা সবার আগে।

যাহোক এবার টিউটোরিয়ালে চলে যাই। যাদের কোন ব্লগস্পট ব্লগ নেই তারা blogger.com এ গিয়ে একটি একাউন্ট খুলে ফেলুন। এরপর লগ-ইন করুন।

একাউন্ট খোলার পদ্ধতি ডিটেইল দিচ্ছিঃ

সাইন আপ এ ক্লিক করলে নিচের মতো আসবে

চালিয়ে যান


ব্লগ তৈরী করুন


যে নামটি দিতে চান (যেমন ronyiut.blogspot.com ) সেটি লিখে উপলভ্যতা যাচাই করুন। চালিয়ে যান।


চালিয়ে যান


ব্লগিং শুরু করুন


উপরে কালো কালির তীর চিহ্ন দিয়ে চিহ্নিত ডিজাইনে ক্লিক করুন।


একটি গ্যাজেট যুক্ত করুন।


নতুন উইন্ডোতে কিছু তালিকা ওপেন হবে। সেখান থেকে "ব্লগ তালিকা" খুঁজে বের করে তার ডানপেশের যোগ চিহ্নতে ক্লিক করুন।

undefined
এরপর টিকচিহ্ন দেওয়ার যতগুলো অপশন আছে তার সবগুলোতে টিক চিহ্ন দিয়ে চিত্রের মতো "তালিকাতে যুক্ত করুন" এ ক্লিক করুন।


এরপর যে ব্লগারের লেখা আপনার ব্লগে দেখতে চান তার ব্লগের rss লিঙ্ক পেস্ট করুনু। যেমন সামহোয়্যারইনের ব্লগার আমার ব্লগের rss লিঙ্ক হচ্ছে
Click This Link

ronybest পরিবর্তন করে যে কোন ব্লগারের লগইন নাম দিয়ে তার ব্লগের rss লিঙ্ক বানাতে পারেন। আমার ওয়ার্ডপ্রেস ব্লগের rss লিঙ্ক http://ronyiut.wordpress.com/feed/ , ব্লগস্পটের Click This Link এখানে শুধু ronyiut পরিবর্তন করে অন্য কারও ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস ব্লগের rss লিঙ্ক পেয়ে যাবেন। যে কোন জায়গায় rss লিঙ্ক কে এই ছবি দ্বারা চিহ্নিত করা হয়।

যাহোক, এরপর যুক্ত করুন এ ক্লিক করুন। সামহোয়্যারইন ব্লগের যে কারও ব্লগের নাম সাধারণত somewhereinblog নামে আসে। এটাকে রিনেম করে আপনার পছন্দমতো নাম বসিয়ে দিতে পারেন। যেমনঃ রনি রাজশাহী।


সংরক্ষন করুন।

এভাবে যাদের যাদের যোগ করতে চান করুন। চাইলে পত্রিকা (যেমন প্রথম আলো) কেও আপনি যোগ করতে পারেন। তাহলে প্রথম আলোতে নতুন কোন খবর আশা মাত্রই তা ব্লগে প্রকাশিত হবে।

undefined

এরপর আমার ব্লগ তালিকার উপর মাউস চেপে ধরে টেনে এনে তা আমার ব্লগ পোস্টস এর উপরে ছেড়ে দিন।

undefined

এরপর সংরক্ষন করুন।
undefined

ব্যস। ব্লগ দেখুন। তৈরি হয়ে গেছে আপনার বানানো কমিউনিটি ব্লগ। :)

পূর্বে আমার ওয়ের্ডপ্রেস ব্লগ এবং সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত।

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর টিউন হইছে,
ধন্যবাদ টিউনের জন্য।

টিউনটি খুব ভাল লাগল, আপনাকে অসংখ্য ধন্যবাদ

খুব ভাল ,আপনি দেখি ব্লগ মহারাজ 🙂

খুবই কাজে লাগবে। ধন্যবাদ।

হুম… আগেই জানতাম … তাইতো বলি রনি মহারাজ এর ব্লগে লিংক কেন। ডুবে ডুবে চুরি :d করতেছো বায়া হাহাহাহাহাহা 🙂 ভাল ভাল .. সুন্দর উপস্থপনা।

Level 0

Kob kajer ekta jenes delen bhai

বাহ কত ভালো একটা টিউন, শুধু মাত্র আপনার টাইটেল ভালো হয় নাই তাই মানুষ ক্লিক করলো না। টাইটেল টা পারলে চেন্জ করুন। টিউন টা কাজের আমি চাই সবাই দেখুক।
ধন্যবাদ

সুন্দর টিউন ….. দেখি কাজে লাগানোর সময় পাই কিনা…..

অনেক জটিল টিউটন।

Level New

কাজটা এখনি শুরু করে দেব? না পরে করব, এখন প্রিয়তে রেখে দিলাম। ধন্যবাদ রনি পারভেজ।

সুন্দর পোস্ট।শেয়ার করার জন্য ধন্যবাদ।