সি++ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চরসের আজকের পর্বে কিভাবে আমরা রেনডোম নাম্বার জেনারেটর তৈরি করতে পারি সেটা দেখবো।যে প্রোগ্রামটি প্রতেয়কবার রান করার সময় আমাদের ভিন্ন নাম্বার দিবে। অনেক সময় আমরা চাই যে একটা প্রোগ্রাম তৈরি করতে যেটা জখন রান হকনা কেন সেটা আমাদের প্রত্যেক রান হওয়ার পরে বিন্য নাম্বার আমাদের দিবে। সেই কাজ টা আমারা এই রেন্দম নামবার জেনারেটর তৈরি করে বেবহার করতে পারি। আমাদের ে প্রোগ্রাম টি তৈরি করতেও লুপ বেবহার করেছি। কারন লুপ ব্যবহার করার মাদ্যমে তৈরি করা সহজ। আমি উদাহরণ সহ তুলে ধরেছি আসা করি বুঝতে সমস্যা হবেনা।খুব কঠিন না একটু খেয়াল করে কোড গুলো দেখলেই সহজ মনে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে সি++ এ ভাল হতে হলে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম বারবার টেস্ট করতে হবে কি কি ভুল হচ্ছে সে গুলো ঠিক করার জন্যে। তাছাড়া পারদর্শী হওয়া খুব কঠিন হবে।
এই পর্বটি বুঝতে সমস্যা হলে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। সেই সাথে টিউমেন্ট করেও জানাতে পারেন। কোন সমস্যা হলে আমি সেটা পরবর্তী তিউতরিয়ালে আলছনা করে সমস্যা সমাধান দিয়ে দেব। আর অবসস্যই টিউমেন্ট করবেন টিউটোরিয়াল গুলো বুঝতে পারছেন কিনা সেটা ক্লিয়ার হওয়া যাবে।
সৌজন্যে ঃ টেক শিক্ষা
ফেসবুকে আমি ঃ Mustakim Billah Hemel
আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।