নেটে অনেক খুঁজাখুঁজি করে দেখলাম, বেশিরভাগ জায়গায় Zbigz - Premium Account এর Email এবং Password জানার জন্য Survey Complete করতে হয়। আর এটাযে কতটা বিরক্তিকর তা শুধুমাত্র তারাই জানে যারা পূর্বে এর সম্মুখীন হয়েছে। তারপরেও আমি Survey Complete করে দেখেছি যে এর Username এবং Password বেশিরভাগই ভুয়া। আর কথা বাড়ব না। চলুন চলে যাই মূল টিউনে।
Zbigz কি জিনিসঃ
টরেন্ট নাম শুনেননি এরকম মানুষ পাওয়া খুবই দুর্লভ। তবুও যদি কেউ না জানেন, তবে গুগল থেকে জেনে নিন কারন টরেন্ট আমার টিউনের বিষয়বস্তু নয়।
Torrent ফাইলগুলো ডাউনলোড করতে আলাদা Download Manager প্রয়োজন। অনেকেই বলতে পারেন যে সেই Download Manager ব্যবহার করলেই তো হয়। কিন্তু এর কিছু সমস্যা আছে। সেই Download Manager দিয়ে কোন কিছু ডাউনলোড করলে ডাউনলোডের পাশাপাশি আপনার অজান্তেই আপলোডও হয়। যার কারনে ডাউনলোড স্পিড কমে যায়। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে নতুন Movie, Full Software সবার আগে টরেন্টেই আপলোড হয়। তাহলে এর সমাধান ?? Zbigz হল এর একটি অন্যতম সমাধান। এক কথায় Zbigz হল - টরেন্ট ফাইলকে IDM দিয়ে ডাউনলোড করার মাধ্যম।
Zbigz প্রিমিয়াম অ্যাকাউন্ট এর সবচেয়ে বড় সুবিধাঃ
১। Torrent ফাইলগুলো ফুল স্পীডে ডাউনলোড।
২। যেকোন সাইজের ফাইল ডাউনলোড।
কিভাবে Zbigz প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করবেনঃ
১। প্রথমে http://www.zbigz.com এ যান।
২। তারপর নিচের দেওয়া Email এবং Password দিয়ে Login করুন। কাজ শেষ।
Email এবং Password:
ভাই, আপনাদের সকলের কাছে একটা ছোট্ট Request - দয়া করে অন্যদের ফাইল Delete করবেন না। কেন করবেন Delete একবার ভাবুন?? এখানে তো Unlimited Storage রয়েছে। আর সবচেয়ে বড় কথা - দয়া দয়া দয়া করা Password Change করার ভুল, ভুলেও করবেন না। এতে আমাদের সকলেরই লস।
[Password Updated on 10 Minutes Ago]
Password আর Username পেতে এখানে ক্লিক করুন
প্রমানের Screenshot
কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
এখন Email এবং Password তো পেলেন। কিন্তু দুঃখের বিষয় হল এই পাসওয়ার্ড পরিবর্তনশীল। প্রতিদিনই এই পাসওয়ার্ড পরিবর্তন করা হয়। কেউ বোকার মত পাসওয়ার্ড পরিবর্তন করলে তা একঘণ্টার মধ্যে আপডেট করা হয় [ দয়াকরে এরকম কবেন না...]।
Skip 10 Times To get password. If you can't skip then close this tab
Why we shrink links ?
Do you think that Zbigz provide us free account ???? No they are not our fatherinlaw. So we had to buy premium account for you guys. If you can't skip then close this window and Peace
আমি আবির মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।