গত কিছুদিন আগেই payza এর সাথে BKASH চুক্তিবদ্ধ হয়েছে। এটা বাংলাদেশি ফ্রীলেঞ্চারদের জন্য অনেক বড় সুখবর।এখন যেকোনো PAYZA ব্যবহারকারী তাদের BKASH অ্যাকাউন্ট এর মাধ্যমে পেইজা তে টাকা যোগ করতে পারবেন।অল্প কিছুদিনের মাঝে হইত আরেকটি অফার নিয়ে আসবে পেইজা যেখানে পেইজা থেকে আপনার BKASH অ্যাকাউন্ট এ টাকা আনতে পারবেন।তাই যাদের পেইজা অ্যাকাউন্ট নেই অথবা যারা অনলাইনে কাজ করার পর টাকা তুলতে পারছেন না তারা এখনি একটি অ্যাকাউন্ট খোলে ফেলুন। কিভাবে পেইজা অ্যাকাউন্ট খোলতে হবে, ভেরিফায় কিভাবে করতে হবে এবং কিভাবে BKASH থেকে টাকা পেইজা অ্যাকাউন্ট এ যোগ করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি।
প্রথমে এই লিঙ্ক এ গিয়ে রেজিস্ট্রেশান করে ফেলুন।
রেজিস্ট্রেশান করতে নিচের চিত্র গুলো দেখে কাজ করুনঃ
১) এই লিঙ্ক এ যাওয়ার পর নিচের চিত্র এর মতো আসবে। তারপর get your personal account এ ক্লিক করুন।
২) তারপর নিচের চিত্র এর মতো আসবে। তারপর আপনার country সিলেক্ট করুন। personal এর নিচে select লেখাই ক্লিক করুন।
৩) এখন নিচের চিত্র এর মতো আসবে।
এখানে আপনি ছেলে হলে mr এবং মেয়ে হলে mrs বা আপনার অন্য কোন উপাদি থাকলে তাও ব্যবহার করতে পারবেন।
তারপর আপনার FIRST NAME (নামের প্রথম অংশ) LAST NAME (আপনার নামের দ্বিতীয় অংশ)email এর জায়গায় আপনার ইমেইল আইডি দিন, তারপর আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিন। সবশেষে GET STARTED এ ক্লিক করে অ্যাকাউন্ট খোলে ফেলুন।
এখন আপনার ইমেইল এ একটি ভেরিফিকেসন লিঙ্ক যাবে। লিঙ্ক এ ক্লিক করে ইমেইল ভেরিফাই করে ফেলুন।
এখন আপনার পেইজা অ্যাকাউন্ট টি ভেরিফাই করতে হবে, এজন্য আপনার জাতীয় পরিচয় পত্র, এবং এক কপি ফটো লাগবে।
পেইজা অ্যাকাউন্ট ভেরিফাই করতে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১) আপনার পেইজা অ্যাকাউন্ট এ লগিন করার পর আপনার নামের উপর ক্লিক করুন
অনেকগুলো অপশন আসবে তার মাঝখান থেকে verification লেখার উপর ক্লিক করুন।
২) এখন document validation এর উপর ক্লিক করুন।
৩)তারপর national id card লেখার উপর ক্লিক করুন। আপলোড ফাইল লেখার উপর ক্লিক করে প্রথমে আইডি কার্ড এর ফ্রন্ট পেজ, তারপর ব্যাক পেজ এবং শেষের টাতে আপনার নিজের ফটো আপলোড করুন।
তারপর NEXT লেখার উপর ক্লিক করুন।
৪) তারপর নিচের চিত্রের মতো আসবে
এখন ৪-৫ দিন সময় লাগবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হতে।
অ্যাকাউন্ট ভেরিফাই হউয়ার পর এরকম লেখা আসবে
ব্যাস, হয়ে গেলো আপনার একটি ভেরিফাই পেইজা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দিয়ে আপনি অনাইন এ কেনা কাটাকরতে পারবেন। অনাইনে কাজ করে তার অর্থ আপনি এই অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার হাতে পাবেন। পেইজা বাংলাদেশের সব ব্যাংক সাপোর্ট করে তাই আপনি যেকোনো ব্যাংক এর মাধ্যমে আপনার টাকা তুলতে পারবেন।
কিছুদিনের মাঝেই হয়ত আপনার পেইজা অ্যাকাউন্ট থেকে টাকা আপনার bKash অ্যাকাউন্ট এ ট্রান্সফার করতে পারবেন।
এখন দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেইজা তে টাকা যোগ করতে পারবেন।
নিচের চিত্রগুলো দেখলেই বুজতে পারবেন।
প্রথমে add fund এ ক্লিক করুন, তারপর bKash লেখার উপর ক্লিক করুন।
এখন নিচের চিত্রটি খেয়াল করুনঃ
আপনার মোবাইল থেকে *২৪৭# এ ডায়াল করে বিকাশ অ্যাকাউন্ট এ প্রবেশ করুন।
তারপর যে নাম্বার এ টাকা পাঠাবেন ওই জাইগায় পেইজার বিকাশ নাম্বার ০১৭৫৭৬৯৬১২৭ দিন
কতো টাকা পাঠাবেন তা দিন
রেফারেঞ্চ নাম্বার দিন
counter নাম্বার এ ১ দিন
তারপর আপনার ফোন এ একটি এসএমএস আসবে, এসএমএস এ একটি transaction id দেওয়া থাকবে তা আপনার পেইজা অ্যাকাউন্ট এ লগিন করে উপরের চিত্রে দেখানো জাইগায় দিন।
তারপর create transaction এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনার পেইজা wallet এ ক্লিক করে দেখুন আপনার পেইজা অ্যাকাউন্ট এ টাকা যোগ হয়ে গেছে।
যদি সাথে সাথে যোগ না হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার অ্যাকাউন্ট এ লগিন করুন দেখবেন ঠিক এ টাকা যোগ হয়ে গেছে।
কোন কিছু বুজতে সমস্যা হলে টিউমেন্ট করবেন।
ফেসবুক এ আমি খোরশেদ আলম বুলবুল
লেখাটি প্রথমে আমার ব্লগে প্রকাশিত হয়েছে।
ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ।
আমি খোরশেদ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bKash অ্যাকাউন্ট এর মাধ্যমে পেইজা থেকে কিভাবে টাকা উঠাবো?