PAYZA ব্যবহারকারীদের জন্য সুখবর। PAYZA এর সাথে Bkash অ্যাকাউন্ট যোগ করুন এবং অনলাইনে আয়কৃত অর্থ আপনার হাতে নিয়ে আসুন (মেগা টিউন)।

গত কিছুদিন আগেই payza এর সাথে BKASH চুক্তিবদ্ধ হয়েছে। এটা বাংলাদেশি ফ্রীলেঞ্চারদের জন্য অনেক বড় সুখবর।এখন যেকোনো PAYZA ব্যবহারকারী তাদের BKASH অ্যাকাউন্ট এর মাধ্যমে পেইজা তে টাকা যোগ করতে পারবেন।অল্প কিছুদিনের মাঝে হইত আরেকটি অফার নিয়ে আসবে পেইজা যেখানে পেইজা থেকে আপনার BKASH অ্যাকাউন্ট এ টাকা আনতে পারবেন।তাই যাদের পেইজা অ্যাকাউন্ট নেই অথবা যারা অনলাইনে কাজ করার পর টাকা তুলতে পারছেন না তারা এখনি একটি অ্যাকাউন্ট খোলে ফেলুন। কিভাবে পেইজা অ্যাকাউন্ট খোলতে হবে, ভেরিফায় কিভাবে করতে হবে এবং কিভাবে BKASH থেকে টাকা পেইজা অ্যাকাউন্ট এ যোগ করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি।

প্রথমে এই লিঙ্ক এ গিয়ে রেজিস্ট্রেশান করে ফেলুন।

রেজিস্ট্রেশান করতে নিচের চিত্র গুলো দেখে কাজ করুনঃ

১) এই লিঙ্ক এ যাওয়ার পর নিচের চিত্র এর মতো আসবে। তারপর get your personal account এ ক্লিক করুন।

২) তারপর নিচের চিত্র এর মতো আসবে। তারপর আপনার country সিলেক্ট করুন। personal এর নিচে select লেখাই ক্লিক করুন।

৩) এখন নিচের চিত্র এর মতো আসবে।

এখানে আপনি ছেলে হলে mr এবং মেয়ে হলে mrs বা আপনার অন্য কোন উপাদি থাকলে তাও ব্যবহার করতে পারবেন।

তারপর আপনার FIRST NAME (নামের প্রথম অংশ) LAST NAME (আপনার নামের দ্বিতীয় অংশ)email এর জায়গায় আপনার ইমেইল আইডি দিন, তারপর আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিন। সবশেষে GET STARTED এ ক্লিক করে অ্যাকাউন্ট খোলে ফেলুন।

এখন আপনার ইমেইল এ একটি ভেরিফিকেসন লিঙ্ক যাবে। লিঙ্ক এ ক্লিক করে ইমেইল ভেরিফাই করে ফেলুন।

এখন আপনার পেইজা অ্যাকাউন্ট টি ভেরিফাই করতে হবে, এজন্য আপনার জাতীয় পরিচয় পত্র, এবং এক কপি ফটো লাগবে।

পেইজা অ্যাকাউন্ট ভেরিফাই করতে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

১) আপনার পেইজা অ্যাকাউন্ট এ লগিন করার পর আপনার নামের উপর ক্লিক করুন

অনেকগুলো অপশন আসবে তার মাঝখান থেকে verification লেখার উপর ক্লিক করুন।

২) এখন document validation এর উপর ক্লিক করুন।

৩)তারপর national id card লেখার উপর ক্লিক করুন। আপলোড ফাইল লেখার উপর ক্লিক করে প্রথমে আইডি কার্ড এর ফ্রন্ট পেজ, তারপর ব্যাক পেজ এবং শেষের টাতে আপনার নিজের ফটো আপলোড করুন।

তারপর NEXT লেখার উপর ক্লিক করুন।

৪) তারপর নিচের চিত্রের মতো আসবে

এখন ৪-৫ দিন সময় লাগবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হতে।

অ্যাকাউন্ট ভেরিফাই হউয়ার পর এরকম লেখা আসবে

ব্যাস, হয়ে গেলো আপনার একটি ভেরিফাই পেইজা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দিয়ে আপনি অনাইন এ কেনা কাটাকরতে পারবেন। অনাইনে কাজ করে তার অর্থ আপনি এই অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার হাতে পাবেন। পেইজা বাংলাদেশের সব ব্যাংক সাপোর্ট করে তাই আপনি যেকোনো ব্যাংক এর মাধ্যমে আপনার টাকা তুলতে পারবেন।

কিছুদিনের মাঝেই হয়ত আপনার পেইজা অ্যাকাউন্ট থেকে টাকা আপনার bKash অ্যাকাউন্ট এ ট্রান্সফার করতে পারবেন।
এখন দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেইজা তে টাকা যোগ করতে পারবেন।

নিচের চিত্রগুলো দেখলেই বুজতে পারবেন।

প্রথমে add fund  এ ক্লিক করুন, তারপর bKash লেখার উপর ক্লিক করুন।

এখন নিচের চিত্রটি খেয়াল করুনঃ

আপনার মোবাইল থেকে *২৪৭# এ ডায়াল করে বিকাশ অ্যাকাউন্ট এ প্রবেশ করুন।

তারপর যে নাম্বার এ টাকা পাঠাবেন ওই জাইগায় পেইজার বিকাশ নাম্বার ০১৭৫৭৬৯৬১২৭ দিন

কতো টাকা পাঠাবেন তা দিন

রেফারেঞ্চ নাম্বার দিন

counter নাম্বার এ ১ দিন

তারপর আপনার ফোন এ একটি এসএমএস আসবে, এসএমএস এ একটি transaction id দেওয়া থাকবে তা আপনার পেইজা অ্যাকাউন্ট এ লগিন করে উপরের চিত্রে দেখানো জাইগায় দিন।

তারপর create transaction এ ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনার পেইজা wallet এ ক্লিক করে দেখুন আপনার পেইজা অ্যাকাউন্ট এ টাকা যোগ হয়ে গেছে।

যদি সাথে সাথে যোগ না হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার অ্যাকাউন্ট এ লগিন করুন দেখবেন ঠিক এ টাকা যোগ হয়ে গেছে।
কোন কিছু বুজতে সমস্যা হলে টিউমেন্ট করবেন।

ফেসবুক এ আমি খোরশেদ আলম বুলবুল

লেখাটি প্রথমে আমার ব্লগে প্রকাশিত হয়েছে।

ভালো থাকবেন সবাই।

ধন্যবাদ।

Level 0

আমি খোরশেদ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bKash অ্যাকাউন্ট এর মাধ্যমে পেইজা থেকে কিভাবে টাকা উঠাবো?

কমেন্ট করার জন্য ধন্যবাদ @আলাউদীন ভাই।
পেইজা থেকে বিকাশে টাকা উঠানোর সিস্টেম এখনো চালু হয় নাই, আশা করা যায় খুব শিগ্রই তা চালু হবে। এখন শুদু বিকাশ থেকে পেইজাতে টাকা অ্যাড করার অপশন চালু হইছে।

বিকাশ থেকে যে টাকা এ্যাড করবেন সেটা তো টাকাতেই থাকবে ডলার হবেনা। সুতরাং এই টাকা দিয়ে তেমন কোন কাজে লাগবে না। আর এই টাকা তুলতে ও অনেক ঝামেলা করতে হয়। আমার নিজের 1800 টাকার মত পড়ে আছে।

কোন ঝামেলা নাই, আপনি যদি ব্যাংক থেকে টাকা তুলতে যান তাহলে ডলার কে টাকাই কনভার্ট করে দিবে, এক ই রকম টাকা টাও ডলারে কনভার্ট হয়ে যায়।

vai 01757696127 ey number ta j tader ami kivabe sure hobo..

আপনার পেইজা অ্যাকাউন্ট এ লগিন করার পর add fund থেকে bkash এ ক্লিক করলে তারাই আপনাকে এই নাম্বার এ বিকাশ করতে বলবে। সুতরাং সন্দেহ করার মতো কিছু নেই।

মোবাইল দিয়ে কি Payza অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে নাকি কম্পিউটার লাগবেই?

মোবাইল দিয়েও ভেরিফাই করতে পারবেন @মোঃ রাফি ভাই

Level 0

পেইজা অনেক ঝামেলা, ভেরিফাই হতে ১-১.৫ সপ্তাহ সময় নিয়ে নেয়, আর বিকাশ থেকে টাকা লোড করলে চার্জ কাটে ১.৯%। বাংলাদেশ-এ কোন ক্রেডিট বা ডেবিট কার্ড দেয় না, ওদের অ্যাকাউন্ট-এ ভিসা কার্ড ছাড়া অন্য কোন কার্ড অ্যাড করা যায় না, আর অনলাইন-এ কেনাকাটা বলতে শুধু রকমারি.কম আর এখনি.কম আর আমার দেশ আমার গ্রাম এবং বাংলাদেশ ব্রান্ড কোম্পানি সাপোর্ট করে কিন্তু কিনতে গেলে অনেক ঝামেলা করে। আর এসব ওয়েব সাইট-এ বিকাশ বা ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে এমনি ক্রয় করা যায়। ব্যক্তিগত ভাবে আমার ভালো লাগে নি পেইজা, তার চেয়ে বরং নেটেলার অনেক ভালো, ভার্চুয়াল মাস্টার কার্ড দেয় যা দিয়ে যেকোন ওয়েব সাইট থেকে কেনাকাটা করা যায় শুধু বাংলাদেশ থেকে টাকা লোড করার অপশন টা একটু জটিল।

@jewel ভাই, অনলাইন পেমেন্ট প্রছেসর হিসেবে paypal এর বিকল্প নেই। কিন্তু বাংলাদেশে যেহেতু paypal সাপোর্ট করে না তাই পেইজা ব্যাবহার না করে বিকল্প কোন রাস্তা ও নেই।

khub sundor post vai

ধন্যবাদ ফরহাদ উজ জামান ভাই

রেফারেন্স নাম্বার কি?

আপনার ইচ্ছামতো সংখ্যা দিয়ে দিয়েন @তাহমিদ হাসান ভাই

মুই তো ভাবিছিলুম, payza থাকি বিকাশে টেকা তোলা যাবি !!!
একন আবার এইডে মুই কিতা শুনো,,,
…মোর এতো আবেগ ক্যারে ???
মোর চোখত পানি আইতিয়াছে,,
মোরে কেউ মাইরাহালা

©©>/Don’t mind,,,♥

টিউনটি সত্যিই অনেক সুন্দর হয়েছে। মুভি প্রেমীদের জন্য নতুন সাইট…. http://goo.gl/vgS1XJ

Level 0

আমার একটি পেইজা একাউন্ট আছে এবং আমার একাউন্টে কিছু টাকা আছে । আমার একাউন্টটিতে নামের ঠিক নিচে “Personal Verified” লেখাটি আছে তাহলে কি আমার একউন্টটি Verified ?
আর টাকা ব্যাংকের মাধ্যমে কিভাবে পাব ? আর আমার U.S.D ব্যালেন্স এর নিচে টাকা দেখায় না । আবার টাকায় কনভার্ট করতে চাইলে আমার একাউন্টে নিচের ম্যাসেজ আসে ।

You will soon be able to convert any foreign currency into BDT inside your wallet for free – stay tuned.
অতিশীঘ্রই আপনি আপনার ওয়ালেট থেকেই বৈদেশিক মুদ্রা টাকাতে এক্সচেঞ্জ করতে পারবেন – আমাদের সাথেই থাকুন।”

এখন আমি কি করতে পারি । আমি কি আমার ব্যাংক একাউন্টে টাকা তুলতে পারব । http://imgur.com/Fag8rgz
আমার একাউন্টের ছবি আপলোড করে দিলাম । আশা করি সহযোগিতা করবেন । ভাল থাকবেন ।

আচ্ছা ভাই, আমি কি এই পেইজা একাউন্ট দিয়ে AliExpress, Amazon, DHgate, eBay প্রভৃতি ইন্টারন্যাশনাল সাইট থেকে পন্য কিনতে পারব?

bKash dara deposit korar por ami kivabe taka ke dollar e convert korvo?

টাকাকে ডলারে কনভার্ট করা যাবে না এবং টাকা দিয়ে রকমারী. কম থেকে বই কিনা ছাড়া কিছু করতেও পারবেন না। বিকাশ থেকে পেইজাতে টাকা টাকা লোড করা আর ধরা খাওয়া একই কথা। বাংলাদেশ কমার্স ব্যাংকে যান সেখান থেকে টাকা উইথড্র করতে পারবেন অথবা ০১৮২০২৮২৮২৯ এই নাম্বারে ফোন করুন।

Level 0

National Id Nai. Passport copy deia ki account khola jabe vai ?