কথা না বড়িয়ে কাজ শুরু করি। সবাই সফল হতে পারবেনা না বা টিউটোরিয়াল অনুযায়ী কাজ করবে না। তারপরেও লিখে যাই ভাবি একজন উপকৃত হলেই আমি সার্থক !
টিটির খুব ফ্যান আমি। তাই টিটির মাধ্যমে আগ্রহী শিক্ষাথীদের পাওয়ার ডিরেক্টর -২০১৫ বাংলা টিউটোরিয়াল প্রভাইড করতে চাই। টিটিকে ধন্যবাদ।
গত পর্বে দেখিয়ে ছিলাম কিভাবে পাওয়ার ডিরেক্টর -২০১৫ প্রোডাক্ট একটিভ করতে হয়! কিন্তু এডোব কোম্পানি হ্যাকিং এর আওতাই আমার চ্যানেলের বিরুদ্ধে মামলা করে ও ভিডিও টি ডিলেট করে দেয়! ! যদি কারো সেই টিউটোরিয়াল টী লাগে তাহলে এখানে টিউমেন্ট করতে পারেন! অথবা সোশ্যাল মিডিয়া এর সাহায্য নিতে পারেন!!!
আজকে দেখাবো ! বিয়ের প্যাকেজ প্রোজেক্ট ও এডিটিং
এই প্রোজেক্ট টি দুটি পর্বে ভাগ করেছি - দুটি আজকেই টেকটিউনে প্রকাশ করবো !!
আমি আপনাদের জন্যই টিউটোরিয়াল মেক করেছি।
দেখে নিন ও আজ থেকে চর্চা শুরু করুন।
আর সময় থাকলে একটিভ থাকতে পারেন!
আমি মোঃকামাল হোসেন ফুয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,খুলনা।
ভাই এই রকম টিউন অনেকে করছে কিন্তু কয়য়দিন পর আর পাওয়া যায় না আশা করি আপনি নিয়মিত টিউন করবেন। আর হে ভাই বিয়ে বারির ভিডিও নানা রকম ডিজাইন করে আর অনেক রকম ইফেক্ট দেয় আশা করি আপনি আমাদের এগুলা সিখাবেন। আর আপনার video editor software টির লিনক দিন প্লিজ। ধন্যবাদ