আজ একটা বিশেষ কারণবশত লিখতে বসলাম। ইনবক্সে অনেক প্রশ্ন। ভাই, স্কেল বুঝিনা। আর স্কেল না বুঝলে সঙ্গীত নিয়ে লাফালাফি করে লাভ নেই। আগেই ভেবে রেখেছিলাম যে এমন একটা ভিডিও বানাব যেটা দ্বারা সবাইকে বোঝানো সম্ভব হবে। যেহেতু ক্লাস নিলে সবার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না তাই চেয়েছিলাম কোনো অ্যানিমেশনের মাধ্যমে যাতে সবাইকে বোঝাতে পারি।
আপাতত কমপ্লিট করেই আপলোডটা করলাম।যারা আজ থেকেই মিউজিক কম্পোজিং শুরু করতে চাচ্ছেন বা অনেক আগে শুরু করেও কেউ স্কেল বিষয়টা ধরতে পারছেন না মূলত তাদের জন্যই এই ভিডিও।সবচেয়ে সহজভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছি। মিউজিকের কাজ না করলেও সাধারণ জ্ঞানের জন্য হলেও এই ভিডিও সবাই দেখবেন আশাকরি।
প্রথম ভিডিওতে মিউজিকের সবচেয়ে বেসিক জিনিসগুলো পাবেন। মিউজিক কীভাবে আসলো। নোটের উৎপত্তি কীভাবে এলো এবং সাধারণ কিছু জ্ঞান। দ্বিতীয় ভিডিওতে পাবেন স্কেল সম্পর্কে বিস্তারিত তথ্য। কীভাবে স্কেল বের করবেন আর সে অনুসারে প্র্যাকটিস করবেন।
আর তৃতীয় ভিডিওতে পাবেন যে কীভাবে এই দুই জ্ঞান FL Studio তে প্রয়োগ করে কাজে লাগাবেন আর মিউজিক তৈরি করবেন।তৃতীয় ভিডিওটা অবশ্যই দেখবেন তা না হলে কিছুই ভালভাবে বুঝতে পারবেন না।
আজকে আর বেশি কথা বলব না।আশা করছি এই তিন ভিডিও আপনার অনেক ভুল ভেঙে দেবে। অনেক নতুন তথ্য জানতে পারবেন। আর সবাই বুঝতেও পারবেন আশা করি। বাদবাকি আপনার চর্চার উপর নির্ভর করছে। আর একান্তই যদি না বুঝতে পারেন তাহলে ইনবক্সে বা গ্রুপে জানাবেন। উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে শুভরাত্রি।
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
TNXXXXXXXX MANY MANY TNX………………r NEXT part kobe diben vaii??????