প্রিয় ভাই-বোন,
গত পর্বে আমি শিখিয়েছিলাম parts of speech সম্পর্কে। আজ আমি আপনাদের শিখাবো Voice change.
আমি গত পর্বে যেমন ছড়ার মাধ্যমে শিখিয়েছিলাম parts of speech .
__________________________________________________________________
গত পর্বঃ
এবার ইংরেজী শিখুন ওয়েবসাইটে,একধাপ এগিয়ে থাকুন(পর্ব-১)
__________________________________________________________________
তেমনি আজও আমি ছড়ার মাধ্যমে শিখাব voice change.
-------------------------------------------------------------------------------------------
ছড়া
------------------------------------------------------------------------------------------
Obejct বেটা Subject হয়ে
হিঃ হিঃ করে হাসে,
nominative লজ্জা পেয়ে
By এর পরে বসে ।।
মূল verb এর past participle হয়
তার আগে ঠেসে বসে to be মহাশয়।।
__________________________________________
ব্যাখাঃ
active: I eat rice
passive : Rice is eaten by me
I eat rice এই বাক্যে subject -I , object- rice.
এখন দেখুন, আমাদের object - rice বেটা কিন্তু passive voice এ পরিবর্তন করার সময় ঠিক -ই subject হয়ে হিঃ হিঃ করে হাসছে।
passive voice এ লক্ষ্য করে দেখুন subject হল rice
কিন্ত সে আগে active voice এ object হিসাবে ছিল।
আখন আমি nominative এর কথা বলবো ।তার আগে চলুন ঘুরে আসা যাক nominative জগত থেকে।
Subject nominative
I Me
He Him
They Them
She Her
We Us
you you
এখন আবার উদাহরন এ ফিরে যাই।
"nominative লজ্জা পেয়ে by এর পরে বসে "
দেখুন nominative লজ্জা পেয়ে by পরে কিন্ত ঠিক -ই বসেছে
Rice is eaten by me .এখানে me হল nominative
এরকম আরো nominative । যেমনঃ him,her,them ইত্যাদি।
মুল verb এর past participle হয়েছে।
'eaten' হয়েছে 'eat' verb থেকে( rice is 'eaten' by me)
তার আগে কিন্ত 'to be ' মহাশয় মানে 'to be ' verb বসেছে।
লক্ষ্য করে দেখুন,
Rice 'is' eaten by me .( past participle -eaten এর আগে কিন্তু to be মহাশয় বসেছে মানে is বসেছে)
'to be ' verb যদি নাই বুঝেন তাহলে মনে রাখবেন এটি Auxiliary verb.
*Active voice এ যে কয়টি word থাকবে Passive voice এ তার থেকে ২ টি word বেশী থাকবে ১০০% নিশ্চিত থাকুন
কেমন লাগলো জানাবেন ।
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
সুন্দর হয়েছে