আশা করি টিউনার বন্ধুরা ভালোই আছেন। হঠাৎ করেই যেন আজ টিউন করতে বসে পরলাম। অনেক টিউনারই আমাকে ফেসবুক অথবা পার্সেনালি মেইল করে জানিয়েছেন যে আমি যেন টিউটোরিয়াল টিউন করি। সত্যি কথা বলতে কি, আমি নিজেই তেমন আহামরিভাবে কোন বিষয়ে এক্সপার্ট নই যে টিউটোরিয়াল লিখব। তবে বিভিন্ন টিউনার এ কথাও বলেছেন যে, আমি নিজে টিউটোরিয়াল না করলেও, ভালো কোন টিউটোরিয়ালের সোর্স নিয়ে যেন টিউন করি। ভেবে দেখলাম, এটুকু তো করা যেতেই পারে। নেটে ঘাটাঘাটি করতে করতে হরহামেশাই এরকম কিছু মাস্টারিং লেভেলের টিউটোরিয়াল চোখে পরে, ভাবলাম এখন থেকে এগুলোকে ইগনোর না করে টিউনারদের সাথে শেয়া করব। কারো না কারো তো কাজে আসবে। যাই হোন কথা না বাড়িয়ে আজকের মত কিছু ফটোশপ টিউটোরিয়ালের লিংক শেয়ার করে নেই -
আশা করি অনেক টিউনার বন্ধুদের কাজে আসবে। প্রয়োজনে এইরকম টিউটোরিয়ালোর খবর আরো দেয়া যাবে। আর কোন টিউনারের যদি স্পেসিফিক্যালি কোন টিউটোরিয়ালের দরকার হয় আমাকে জানাবেন। যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
ওয়াও! দৃষ্টিনন্দন ও প্রয়োজনীয় এই টিউন টির জন্য অসংখ্য ধন্যবাদ! অনেক কাজে আসবে আমার মত ফটোশপ পাগলদের।