আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। টেকটিউনসে এইটা আমার তৃতীয় টিউন। আমি প্রথমেই বলে রাখি, এই টিউনটি যারা জানেন না বিশেষ করে তাদের জন্য।
আমরা অনেকেই অনলাইন ইনকাম সম্পর্কে কম বেশী অনেক কিছুই শুনে থাকি।
আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে কিছু কাজ জানতে হবে। অর্থাৎ আপনি যদি কম্পিউটারের কাজ জানেন যেমন- ডাটা এন্ট্রি, এস.ই.ও., গ্রাফিক্স, ওয়েব ডিজাইন ইত্যাদি তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
আমার এই কথা গুলো পড়ার পর অনেকেই হয়ত ভাবতেছেন, এই গুলো সম্পর্কে তো জানিই, এখানে এইগুলো বলার মানে কি এবং আরও অনেক কিছু।
আবার অনেকেই হয়ত ভাববেন আমি তো কম্পিউটারের এই কাজ গুলো পাড়ি না, তাই এই আজেবাজে কথা গুলো পড়ে আমার লাভ কি কিংবা আমি অনলাইন থেকে ইনকাম করতে পারব না।
আবার এমন অনেকেই আছেন যারা বলবেন, আমার তো আর কম্পিউটারই নেই, তাহলে আমার এই টিউন পড়ে কোন লাভ হবে না। আমার যেহেতু কম্পিউটার নেই, সেহেতু আমি অনলাইন থেকে ইনকাম করতে পারব না - ইত্যাদি ইত্যাদি।
আজকের এই টিউনে আমি আপনাদেরকে দেখাব, কম্পিউটারের কাজ না জেনেই কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় অথবা কম্পিউটার ছাড়াই কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন অর্থাৎ আপনার যদি একটা এন্ড্রয়েড/ উইন্ডোস মোবাইল থাকে তাহলেই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পাড়বেন।
** আর একটি কথা, আমি নিজে প্র্যাকটিস / এপ্লায় না করে আপনাদের সাথে কিছু শেয়ার করি না। আমি এপ্লায় করে ভাল রেজাল্ট পেয়েছি বলেই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও আমার মত ইনকাম করতে পারেন।
অনেক কথা বলে ফেললাম, এবার কাজের কথায় আসি।
আমি আজকে দেখাব ট্র্যাফিকমূনসুন থেকে কিভাবে আয় করা যায়।
আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিয়েছি এবং দেখিয়েছি (Live Project) কিভাবে ট্র্যাফিকমূনসুন থেকে আয় করবেন।
ভিডিও টিউটোরিয়ালটি দেখতে এখানে ক্লিক করুন (ভিডিও টিউটোরিয়াল) ।
এই ভিডিও টিউটোরিয়ালে যা যা থাকছে।
• ট্র্যাফিকমূনসুন এ কাজ করতে হলে কি কি জানতে হবে / কি কি লাগবে ?
• ট্র্যাফিকমূনসুন কি ?
• ট্র্যাফিকমূনসুন এ কিভাবে একাউন্ট খুলবেন ?
• কিভাবে ট্র্যাফিকমূনসুন থেকে আয় করা যায় (Live Project) ?
• ট্র্যাফিকমূনসুন থেকে কি পরিমাণ আয় করা যায় এবং তার প্রমাণ।
• ট্র্যাফিকমূনসুন থেকে আপনার আয়কৃত ডলার কিভাবে Withdraw করবেন ?
• ট্র্যাফিকমূনসুন কে কাজে লাগিয়ে আপনি অন্যান্য সেক্টর থেকে কিভাবে আয় করতে পারবেন ?
মোট কথা, আপনি একাউন্ট খোলার সাথে সাথেই কিভাবে ইনকাম করতে পারবেন আমি পূর্নাঙ্গভাবে দেখিয়েছি এবং ট্র্যাফিকমূনসুন থেকে কারা কি পরিমাণ আয় করেছেন / করতেছেন তার প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়েছি।
উল্লেখ্য, আমার এই টিউন্স/ টিউটোরিয়াল টি ভালভাবে না বুঝে অথবা না এপ্লায় করে আজে বাজে অথবা অহেতুক টিউমেন্টস না করার জন্য অনরোধ রইল।
তবে প্রাসঙ্গিক যেকোন বিষয়ে প্রশ্ন বা জানার থাকলে অবশ্যই টিউমেন্টস করতে পারেন।
আর একটি কথা আমি চাই আমরা সবাই মিলে একসাথে কাজ করতে। আমি নিজে যতটুকু জানি অন্যকে ততটুকু জানাতে পছন্দ করি। আশা করি আমার মত আপনারাও এই কাজটি করবেন।
আমার এই টিউন পড়ে কিংবা ভিডিও দেখে যদি মনে হয় এটা আপনার এবং অন্যদেরও কাজে আসবে তাহলে অবশ্যই অবশ্যই টিউন এবং ভিডিও টি আপনি ফেইসবুক, টুইটার এ শেয়ার করবেন।
আপনারা যদি এই টিউনটি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমি আরও এই রকম চমৎকার ও মজার মজার এবং ১০০ % কার্যকরি টিউটোরিয়াল দেয়ার অনুপ্রেরণা পাব।
এই টিউন লিখতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ভুল হওয়াটা অস্বভাবিক নয়। তাই আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিশেষ দ্রষ্টব্য : যেহেতু টিউটোরিয়ালটি একটি লাইভ প্রজেক্ট তাই ভিডিও টি একটু দীর্ঘ (Lengthy)। তাই ধৈর্য ও মনযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখার অনরোধ রইল।
পরিশেষে আপনাদের সফলতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি – Abdullah Al Noman Shibly
ফেইসবুক গ্রুপ ঃ (Online money Making BD) http://www.facebook.com/groups/onlinemoneymakingbd
ফেইসবুক পেইজ ঃ (Online Money Making BD) http://www.facebook.com/onlinemoneymakingbd
আমি আব্দুল্লাহ আল নোমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।