যে ভাবে উইন্ডোস পিসি থেকে ম্যাক পিসিতে ফাইল স্থানান্তর করবেন।

বহুল প্রচলিত মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের পাশাপাশি এখন অনেকেয় ব্যবহার করেন থাকেন ম্যাক। অনেকে সাধারনত আলাদা আলাদা কম্পিউটারে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন।
আমরা সাধারনত উইনডোস চালিত এক কম্পিউটার থেকে আর একটি কম্পিউটার খুব সহজে ফাইল ট্রান্সফার বা আদান প্রদান করতে পারি। কিন্তু উইনডোস চালিত কোন কম্পিউটার থেকে ম্যাক চালিত কোন কম্পিউটারে ডাটা, ফাইল, আরো অনান্য কিছু যদি ট্রান্সফার করতে চাই তাহলে তা খুব সহজে কিন্তু করতে পারিনা। এই কাজ গুলো করতে আমাদের বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতে হয়। কাজটি করতে হলে অবশ্যই আপনার কম্পিউটারের মধ্যে WiFi থাকতে হবে।
আমি আগেই বলে নিচ্ছি আমি কিন্তু এই বিষয়ে খুব ভালো জানিনা লেখার মধ্যে বোঝার অমিল থাকতে পারে।
তার মধ্যে নিম্নে দেখানো পদ্ধতিত্বে আপনি কাজটি করতে পারেন।
প্রধমে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে কাজটি করতে হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে Windows Migration Assistant ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সফটওয়্যারটি ডাউনলোড হলে ইনষ্টল করে স্টার্ট ক্লিক করে চালু করুন। যদি এন্টিভাইরাস চালু থাকে তাহলে কাজটুকু না হওয়া পযর্ন্ত ডিসেবল করে রাখুন। নিচের মত একটি উইনডো আসবে
Continue বাটন ক্লিক করুন। কোন প্রোগ্রাম যদি রান করা থাকে তাহলে কিন্তু Continue বাটন নিস্ক্রিয় হয়ে থাকবে প্রোগ্রাম গুলো ক্লোস করে দিন। দিয়ে আবার পুনরায় সফটওয়্যারটি আবার চালু করুন।
Continue বাটনে ক্লিক করলে নিচের মত উইনডো আসবে। সেম প্রোগ্রাম আপনার ম্যাক কম্পিউটারে খুলতে হবে।
ম্যাক কম্পিউটার অন করুন সেখান থেকে Applications ফোল্ডারে ক্লিক করুন স্ক্রোল ডাউন করে Utilities। নিচের চিত্রের মত
এখন Migration Assistant ওপেন করুন। ওপেন করলে আপনার ফায়ালওয়াল অটো চালু হবে আবার বন্ধ করলে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
Migration Assistant ওপেন করে From a Windows PC তে টিক দিন এবং Continue তে ক্লিক করুন। উপরের চিত্রের মত।
এখন দুই কম্পিউটারের মধ্যে কানেক্ট করতে হবে।
কানেক্ট করা জন্য Continue তে ক্লিক করে এবং দুই কম্পিউটারে এসসেস কি দিয়ে কানেক্ট করতে হবে। একসেসে কোডটি আপনার ম্যাক কম্পিউটারে সো করবে। এরপর ম্যাক কম্পিউটারে নিচের চিত্রের মত উইনডো আসবে সেখান থেকে আপনার পছন্দ মত ড্রাইভ এবং ডকুমেন্ট, পিকচার, ভিডিও ইত্যাদি সিলেক্ট করে  Continues তে ক্লিক করুন।
এর পর Cleaning Up উইনডো আসবে
Cleaning Up শেষ হয়ে গেলে নিচের মত আর একটি উইনডো দেখতে পাবেন আপনার উইনডো পিসিতে। মাইগ্রেশন কম্পিলিট নামে

 

মাইগ্রেশন ফিনিস হয়ে গেলে আপনার দুই কম্পিউটারের মাঝে এসসে হয়ে যাবে এখন আপনি ইচ্ছে মত ফাইল আদান প্রদান করতে পারবেন।
টিউনটি যদি কার বুঝার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি গুগোল সার্চ করে আরো বিস্তারিত এবং অনান্য পদ্ধতি দেখতে পারেন। How to Transfer Files from PC to Mac

Level 0

আমি Tips & Tricks Share। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

abar windos a ferot asbo kivabe?