জাভা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সের ২য় পর্বে জাভা প্রোগ্রামিং এ ভারিয়াবল কি? ভারিয়াবল এর ব্যবহার সেই সাথে ডাটা টাইপ নিয়ে উদাহরণ সহ আলোচনা করা হয়েছে।
জাভা এর মৌলিক কিছু বেসিক বিষয় গুলো নিয়ে এই পর্ব টি সাজানো হয়েছে। জাভা প্রোগ্রামিং এর এই পর্বে প্রত্যেকটা পার্ট সহজ ভাবে আলোচনা করার চেষ্টা করেছি। উদাহরণ সহ বিষয় গুলো আলোচনা হয়েছে। আশা করি বুঝতে সমস্যা হবেনা। জাভা ল্যাঙ্গুয়েজ টি অন্য সব ল্যাঙ্গুয়েজ গুলোর মতই তবে জাভা প্রোগ্রামিং দক্ষ হতে পারলে অন্য জত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসে সেগুলো সহজ হয়ে যাবে বোঝার জন্যে। আর একটা বিষয় মনে রাখতে হবে যেটা আমি সব সময়ই বলি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ ভাল হতে হলে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটা প্রোগ্রাম বার বার রান করে দেখতে হবে। নিজে থেকে কোড বাড়ানোর চেষ্টা করতে হবে। তাছাড়া পারদর্শী হওয়া খুব কঠিন হবে। এই পর্বের আগে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। তাহলে বেসিক বিষয় গুলো ক্লিয়ার হয়ে যাবে।
এই পর্বটি বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করেও জানাতে পারেন। কোন সমস্যা হলে আমি সেটা পরবর্তী টিউটোরিয়ালে আলচনা করে সমস্যা সমাধান দিয়ে দেব। আর অবশ্যই টিউমেন্ট করবেন টিউটোরিয়াল গুলো বুঝতে পারছেন কিনা সেটা ক্লিয়ার হওয়া যাবে।
ভিডিও টিউটোরিয়ালটি দেখতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
Learn Java programming in bangla part [02]:variable,data type with examples
ফেসবুকে আমি ঃ Mustakim Billah Hemel
সৌজন্যে ঃ সায়েন্সটেক
আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া খুব সুন্দর চালিয়ে যান ৷ মাঝ পথে ফেলে চলে যাবেন নাতো আবার? ফেসবুকে আপনাকে রিকুয়েষ্ট পাঠাইছি এ্যাকসেপ্ট করিয়েন প্লিজ ৷