যারা শেয়ার ব্যবসা করেন কিনবা ফরেক্স ট্রেডিং করেন তারা জানেন ভলিউম স্প্রেড এনালাইসিস এর গুরুত্ব কতটুকু। প্রাইস অ্যাকশন আপনাকে হাফ এনালাইসিস দিতে পারে। কিন্তু আপনি যদি চাহিদা যোগানের এনালাসিস করতে চান এবং মার্কেট মেকারস তথা স্মারট মানির সাথে বাই সেল করতে চান তাহলে আপনাকে Volume spread analysis বা VSA শিখতে হবে। তাই আপনাদের সামনে আমি হাজির করছি এর উপর বানানো আমার প্রথম বাংলা ভিডিও টিউটোরিয়াল।
একজন স্টক মার্কেট রিসার্চ এবং এনালিস্ট হিসেবে আমি বলতে পারি একমাত্র ভলিউম স্প্রেড এনালাইসিস এবং প্রাইস অ্যাকশন এনালাইসিস আপনাকে সঠিক নিয়মে কোন প্রকার ইন্ডিকেটর ও স্ট্রেস ছাড়াই বাই সেল ডিসিশন সহজে নিতে সাহায্য করবে। লাস্ট ২ বছরে আমার ব্রোকারেজ হাউজে ট্রেড করতে গিয়ে আমি তাই দেখলাম।
সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ আমার প্রথম VSA বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য। প্রথম পর্বে আমরা দেখেছিলাম WR7 বার কি এবং weekly chart এর গুরুত্ব। এই পর্বে আমরা দেখবো BUYING CLIMAX এবং Selling Climax কি এবং কিভাবে সহজেই এই অবস্থা আপনি চার্ট এ খুজে পাবেন। এবারের পর্বে ডেইলি চার্ট নিয়ে এনালাইসিস দেখানো হয়েছে। যাতে আপনারা দ্রুত প্রফিট করতে পারেন। এই পর্বে ২৫ এস এম এ এর একটি হিডেন ভলিয়ম সারজ কৌশল শেয়ার করা হল। আশা করি হাতে কলমে ফলাফল পাবেন। মনে রাখবেন VSA শুধু বাংলাদেশের শেয়ার বাজারে নয় আন্তর্জাতিক শেয়ার মার্কেট এবং ফরেক্স মার্কেট এও এর ব্যবহার এবং গুরুত্ব অপরিসীম।
যারা আগের টিউটোরিয়াল মিস করেছেন। তারা দুটো টিউটোরিয়াল আমার ব্লগ এ গিয়ে এক সাথে দেখতে পারবেন।
আমি তৌফিক কামাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।