আপনি নিজেই ফটোশপ দিয়ে তৈরি করুন সুন্দর সুন্দর এনিমেশন

আচ্ছালামুয়ালাইকুম ওরহমাতুল্লাহ, আশাকরি আপনারা সবাই ভাল আছেন, আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভাল আছি।

এটি ফটোশপ বিষয়ক ২য় টিউন তাই ভুলের জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

আজকের আলোচনার বিষয় হল কিভাবে আমরা এনিমেশন তৈরি করতে পারি। এখানে এনিমেশন বলতে আমি বুজাতে চেয়েছি বিভিন্ন অ্যানিমেটেড ব্যনার, ওয়াল পেপার, বিভিন্ন ওয়েব সাইড, ব্লগ ও বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে প্রদর্শিত বিভিন্ন অ্যাড। এই এনিমেশন তৈরিতে আপনি যে কোন ছবি বা আপনার নিজের ছবি ব্যবহার করতে পারবেন। এই ধরনের এনিমেশন তৈরি করতে হলে আপনাকে ফটোশপের লেয়ার সম্পর্কে মোটামুটি ধারনা থাকতে হবে যা ফটোশপের খুবই গুরুত্তপূর্ণ বিষয়।যদি আপনার কাছে সি এস ৫ (photoshop cs 5 বা cs 6) বা তার পরের ভার্সন থাকে তাহলে আপনি শুধু ফটোশপ দিয়েই এনিমেশন তৈরি করতে পারবেন আর যদি cs 5 এর পূর্বের ভার্সন থাকে তাহলে আপনাকে ইমেজ রেডি (imageready) এর সাহায্য নিতে হবে।১ম আপনি যতগুলো ছবি দ্বারা এনিমেশন তৈরি করতে চান সেই ছবি গুলো ফটোশপে ওপেন করে নিবেন। ফাইল থেকে নিউ অপশন এ গিয়ে  একটা নতুন ফাইল নিবেন এবং এর সাথে নতুন নতুন লেয়ার নিয়ে ওপেন করা ছবি কপি করে নতুন লেয়ারে পেস্ট করবেন। এরপর উইন্ড মেনু থেকে এনিমেশন ক্লিক করবেন। নিচের দিকে একটি ফ্রেম আসবে, এখানে ফ্রেম কপি করে টাইম সিলেক্ট করবেন। আরপর gif ফরমেটে সেভ ক্রবেন।কাজ শেষ। যদি আমার লেখা দেখে তৈরি করতে না পারেন তাহলে এখানে ক্লিক করে ভিডিও টিউন দেখে নিতে পারেন।ইচ্ছা করলে  এখানে subscribe করতে পারেন, আশাকরি ভাল কিছু পাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভাল থাকবেন।

Level 0

আমি রেদওয়ান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বানানে এত ভুল কেন?

    আরাফাত ভাই অনেক অনেক ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য

Level 2

কিছুদিন আগে এরকম একটি টিউটোরিয়াল দেখেছিলাম তবে সেটা সেভেন এ তৈরি। আপনারটা পেয়ে অনেক উপকার হল, পাশাপাশি লেয়ার সম্পর্কে কিছুটা ধারনা পেলাম। পরের পর্বে লেয়ার নিয়ে বিস্তারিতো টিউটোরিয়ল চাই।

Level 2

ভাই Window থেকে Animation এই অপশনটা Cs 6 নেই আপনি কোন ভার্শন ব্যবহার করে টিউটোরিয়াল তৈরি করেছেন। এই স্কিন শর্টটা দেখেন, i.imgur.com/3hr69Q4.png

cs5 আছে দেখুন @@ mahmudkoli

Level 2

ধন্যবাদ কমেন্ট করার জন্য। cs5 এর সেটাপ সাইজ কতটুকু….?