Keyboard কে বানিয়ে নিন Disco Lighting (ফান ট্রিক্স)।

সাধারনত কি-বোর্ডে ৩টি এলইডি লাইট থাকে (Num Lock, Caps Lock & Scroll Lock), যা কি-বোর্ডের একটিভিটি জন্য ব্যবহত হয়। কিন্তু কেমন হয় যদি আপনার কি-বোর্ডের লাইটগুলো একটি নির্দিষ্ট Rythm এ Disco লাইটিং এর মত জ্বলতে থাকে ? হ্যা, আজ এরকমই একটি টিউন নিয়ে আইটিমেলা২৪ এর পক্ষ থেকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে।

আজকের এই ট্রিক্সটি আমরা Visual Basic Script এর মাধ্যমে করব যেটা আপনার কি-বোর্ডের লাইটগুলো rhythmic ভাবে জ্বালাতে সাহায্য করবে। তো নিচের টিউটোরিয়ালটি লক্ষ্য করুন-

  • Start মেনু থেকে Notepad ওপেন করুন।
  • নিচের দেয়া লেখাগুলো Copy করে Notepad এ Paste করুন।

Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
 do
 wscript.sleep 100
 wshshell.sendkeys “{CAPSLOCK}”
 wshshell.sendkeys “{NUMLOCK}”
 wshshell.sendkeys “{SCROLLLOCK}”
 loop

  • এবার File এ ক্লিক করে Save ক্লিক করুন।
  • ফাইল নেইম হিসেবে Disco.vbs লিখে Save ক্লিক করুন (বি:দ্র:- File Name যাই দিন না কেন Name  এর শেষে অবশ্যই “.vbs” দিতে হবে)।
  • Save হয়ে গেলে ফাইলটি এবার Double Click করুন আর দেখতে থাকুন Disco লাইটিং।

>> তবুও কারও যদি মনে হয় কাজটা খুব বেশি ঝামেলার তাহলে File টি এখান থেকে Download করে নিতে পারেন।

  • এবার এই Disco নাচানাচি বন্ধ করতে হলে আপনাকে Task Manager ওপেন করে Process ট্যাব এ ক্লিক করুন। নিচের দিকে Scroll Down  করুন। wscript.exe লেখাটিতে ক্লিক করে End Process এ ক্লিক করুন।

জরুরী একটি কথা: উক্ত কাজটি করার আগে অবশ্যই আপনার এন্টিভাইরাসটি Temporary Disable করবেন। নতুবা আপনার এন্টিভাইরাস File টি সেভ করার আগেই সাবার করে ফেলবে। আর হ্যা, ভয় পাওয়ার কোন কারণ নেই। এটা কোন ধরনের ভাইরাস না।

আরও কিছু টিউনঃ

আসুন ফটোশপ দিয়ে অ্যানিমেটেড ছবি তৈরি করি

Microsoft Word এ আপনার লেখা অটো সেভ হবে ১০ মিনিট পরপর।

আরও নতুন নতুন সব টিউন পড়তে ভিজিট করুন এখানে

Level 0

আমি নীল আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস