সাধারনত কি-বোর্ডে ৩টি এলইডি লাইট থাকে (Num Lock, Caps Lock & Scroll Lock), যা কি-বোর্ডের একটিভিটি জন্য ব্যবহত হয়। কিন্তু কেমন হয় যদি আপনার কি-বোর্ডের লাইটগুলো একটি নির্দিষ্ট Rythm এ Disco লাইটিং এর মত জ্বলতে থাকে ? হ্যা, আজ এরকমই একটি টিউন নিয়ে আইটিমেলা২৪ এর পক্ষ থেকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে।
আজকের এই ট্রিক্সটি আমরা Visual Basic Script এর মাধ্যমে করব যেটা আপনার কি-বোর্ডের লাইটগুলো rhythmic ভাবে জ্বালাতে সাহায্য করবে। তো নিচের টিউটোরিয়ালটি লক্ষ্য করুন-
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”) do wscript.sleep 100 wshshell.sendkeys “{CAPSLOCK}” wshshell.sendkeys “{NUMLOCK}” wshshell.sendkeys “{SCROLLLOCK}” loop
>> তবুও কারও যদি মনে হয় কাজটা খুব বেশি ঝামেলার তাহলে File টি এখান থেকে Download করে নিতে পারেন।
- এবার এই Disco নাচানাচি বন্ধ করতে হলে আপনাকে Task Manager ওপেন করে Process ট্যাব এ ক্লিক করুন। নিচের দিকে Scroll Down করুন। wscript.exe লেখাটিতে ক্লিক করে End Process এ ক্লিক করুন।
আমি নীল আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।