ডিজিটাল ডায়েরি এর জন্য হয়তো অনেক এপ্স ব্যবহার করেছেন এবার নোটপ্যাডেই তৈরি করুন নিজের ডিজিটাল ডায়েরি খুব সহজে।

আসসালামু আলাইকুম,

কেমন আছেন আপনারা সবাই? এখন রাত ২ টা বেজে ১৫ মিনিট। ঘুমানোর চেষ্টা করছিলাম তবে পারিনি। আসলে মন ভিষন খারাপ। তাই ভাবলাম জেগে বসে মন খারাপ করে থাকার চেয়ে কিছু লিখে সময়টা পার করি। কি লিখব ভেবে পাচ্ছিলাম না তাই অবশেষে ভাবলাম আপনাদের সাথে সাধারন একটা ট্রিক শেয়ার করি।

বর্তমানে আমাদের নিত্যদিনে হরহামেশাই যে জিনিসটি প্রায় সবারই কাজে লাগে তা হল ডায়েরি। খুঁটিনাটি গুরুত্বপূর্ণ ব্যাপার যখন তখন আমরা টুকে নিতে পারি ডায়েরিতে। পরবর্তী সময়ে প্রয়োজন বুঝে ডায়েরির পাতা উল্টালেই কাঙ্ক্ষিত তথ্য খুঁজে নেয়া সম্ভব। অনেকেই এখন কাজে বের হবার সময় সাথে করে একটি ডায়েরি নিয়ে বের হন। অবস্য বর্তমানে এন্ড্রয়েডে অনেক সুন্দ ইন্টারফেসের ডিজিটাল ডায়েরি এপ্স পাওয়া যায়। তবে পিসিতে তেমন টা পাওয়া যায় না। তবে আপনি চাইলে আপনার নিজস্ব ল্যাপটপ কিংবা ডেস্কটপেও যে কোন মুহূর্তে তৈরি করে নিতে পারবেন নিজের একটি ডিজিটাল ডায়েরি। যখন খুশি যে কোন প্রয়োজনেও খুব সহজেই ব্যবহার এবং হালনাগাদ করতে পারবেন আর দশটি সাধারন ডায়েরির মতই। উইন্ডোজে খুব সহজেই ডিজিটাল ডায়েরি করা যাবে শুধুমাত্র নোটপ্যাড ফিচারটি ব্যবহার করেই। একবার ডায়েরি ফিচারটি তৈরি হয়ে গেলেই এরপর থেকে যাবতীয় তথ্য হালনাগাদ করা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাজের সময় ও টুকে রাখতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই। আর পদ্ধতিটাও খুব সহজ চলুন তবে দেথে নিই।

ডিজিটাল ডায়েরি তৈরি করতে গেলে যা যা করতে হবেঃ

১। প্রথমেই Start মেন্যু তে গিয়ে Notepad অপশন টি ক্লিক করুন।

 

২। এরপর ফাইলের ভেতরে ঢুকে লিখুন “ .LOG ” (অবশ্যই বড় হাতের অক্ষর হতে হবে)।

৩। এরপর ফাইলটি Save করুন যে কোন নাম এবং এক্সটেন্সান দিয়ে (উদাহরনঃ diary.LOG)। এবার Save করা হলে এবার ফাইলটি Close করে দিন।

 

৪। এবার ওই নোটপ্যাড ফাইলটি আবার ওপেন করলেই দেখবেন সবার উপরে একটি .LOG লিখা লাইন দেখা যাচ্ছে। লাইনটির ঠিক নিচেই তখনকার সময় এবং তারিখ সম্বলিত আরেকটি লাইন পাওয়া যাবে। এখানে লিখুন আপনার জরুরী কোন গুরুত্বপূর্ণ নোট, কিংবা তথ্য। কাজ শেষ করে আগের মতই Save করে ফাইল Close করে দিলেই হবে।

৫। এরপর আপনি যতবারই আপনার ডায়েরি খুলবেন ততবারই অটোমেটিক আপনার পূর্বের লেখাটির নিচে বর্তমান সময়ের তারিখ ও সময় এড হয়ে যাবে।

তৈরি হয়ে গেল আপনার সাদামাটা ডিজিটাল ডায়েরি।

আজ এপর্যন্তই ভালো থাকবেন সবাই।

আমাকে ফেসবুকে পাবেন এখানে

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস